Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 55:23 - পবিএ বাইবেল CL Bible (BSI)

23 হে ঈশ্বর, তুমি ওদের নিক্ষেপ করবে বিনাশের গভীরতম গহ্বরে, রক্তলোলুপ ও প্রতারকেরা জীবনের মাঝপথেই হারাবে তাদের আয়ু কিন্তু তোমারই উপর থাকবে আমার অনন্ত আস্থা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 কিন্তু হে আল্লাহ্‌, তুমিই ওদেরকে বিনাশের কূপে নামাবে; রক্তপাতী ও ছলপ্রিয়েরা আয়ুর অর্ধকালও বাঁচবে না; কিন্তু আমি তোমার উপরে নির্ভর করবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 কিন্তু তুমি, হে ঈশ্বর, দুষ্টদের পতনের গর্তে নামিয়ে দেবে; যারা রক্তপিপাসু আর প্রতারক জীবনের অর্ধেক দিনও তারা বাঁচবে না। কিন্তু আমি তোমাতে আস্থা রাখি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 কিন্তু হে ঈশ্বর, তুমিই উহাদিগকে বিনাশের কূপে নামাইবে; রক্তপাতী ও ছলপ্রিয়েরা আয়ুর অর্দ্ধকালও বাঁচিবে না; কিন্তু আমি তোমার উপরে নির্ভর করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 তোমার চুক্তির অঙ্গ অনুসারে, ঐসব খুনী ও মিথ্যাবাদীদের অর্ধেক জীবন শেষ হওয়ার আগেই হে ঈশ্বর আপনি ওদের কবরে পাঠান এবং আমার চুক্তির একটি অংশ হিসেবে আমি আপনাতে আস্থা রাখব।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 কিন্তু তুমি ঈশ্বর, দুষ্টদের ধ্বংসের গর্তে নামাবে; রক্তক্ষয়ী ও প্রতারণাকারী মানুষেরা বেশি দিন বেঁচে থাকবে না; কিন্তু আমি তোমার উপরে বিশ্বাস করব।

অধ্যায় দেখুন কপি




গীত 55:23
19 ক্রস রেফারেন্স  

ঈশ্বর ভক্তি দীর্ঘ জীবন দান করে দুর্জনের মৃত্যু হয় অকালে।


তুমি মিথ্যাবাদীদের ধ্বংস কর, রক্তলোলুপ ও প্রতারকেরা তোমার ঘৃণাস্পদ।


তার কাল পূর্ণ হওয়ার আগেই সে শুকিয়ে যাবে। তার কোন শাখা আর সজীব হবে না।


হৃদয়ের তিক্ততা আমার হবে এবার শান্তিতে পরিণত, রক্ষা করেছ সকল বিপদ হতে জীবন আমার, করেছ ক্ষমা তুমি সকল পাপ আমার।


আবার এ-ও বলি: অতি দুষ্ট বা মূর্খও হয়ো না, তার ফলে তোমার মৃত্যু হবে অকালে।


তুমি বাস্তবিকই রেখেছ ওদের সর্বনাশের পিছল পথে নিক্ষেপ করেছ ওদের ধ্বংসের গহ্বরে।


মৃত্যু ও ধ্বংসের যেমন শেষ নেই, মানুষের বাসনারও তেমনি অন্ত নেই।


পাতাল এবং নরকও প্রভুর দৃষ্টি থেকে নিজেকে গোপন রাখতে পারে না, মানুষ কি করে পারবে ঈশ্বরের কাছ থেকে তার চিন্তাভাবনা লুকিয়ে রাখতে?


তোমাদের গড়া পাত্রের গায়ে কাঁটার আগুনের আঁচ লাগার আগেই কাঁচা কি পোড়া সব পাত্রই তিনি বিধবস্ত করবেন ঝড়ে।


হে আমার ঈশ্বর, আমি নিয়েছি তোমারই শরণ। লজ্জিত হতে দিও না আমায়, আমার বিরোধীদের করতে দিও না উল্লাস।


অবনের হিব্রোণে এলে যোয়াব তাঁকে নগরদ্বার দিয়ে শহরের ভিতরে নিয়ে গেলেন এবং গোপন কথা বলার ছলে একধারে নিয়ে গিয়ে তাঁর পেটে ছুরি চালিয়ে হত্যা করলেন। এইভাবে যোয়াব-তাঁর ভাই অসাহেলের হত্যার প্রতিশোধ নিলেন।


তিনিই রেখেছেন আমাদের জীবিতের দেশে, করেছেন আয়ুদান, স্খলিত হতে দেননি আমাদের পদযুগল।


সে কখনও হবে না বিচলিত, তার স্মৃতি চির অম্লান সবার অন্তরে।


বিচলিত হতে দেবেন না তোমার চরণ, নিদ্রায় কাতর হন না তোমার রক্ষক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন