Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 55:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 মনোযোগ দাও আমার কথায়, উত্তর দাও আমাকে, দুর্ভাবনায় আমি অস্থির, বিক্ষিপ্ত আমার মন

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 আমার প্রতি মনযোগ দাও, আমাকে উত্তর দাও; আমি ভাবনায় অস্থির হচ্ছি, কাতর আর্তনাদ করছি,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 আমার কথা শোনো আর আমাকে উত্তর দাও। আমার ভাবনা আমাকে কষ্ট দেয় আর আমি ক্ষিপ্ত হয়েছি কারণ

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 আমার প্রতি অবধান কর, আমাকে উত্তর দেও; আমি ভাবনায় অস্থির হইতেছি, কোঁকাইতেছি,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 ঈশ্বর, দয়া করে আমার প্রার্থনা শুনুন এবং উত্তর দিন। আমাকে কোন্ জিনিস মানসিকভাবে যন্ত্রণা দেয় তা আপনার কাছে বলতে দিন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 আমার দিকে মনোযোগ দাও; আমার কষ্টের মধ্যেও আমার বিশ্রাম নেই।

অধ্যায় দেখুন কপি




গীত 55:2
12 ক্রস রেফারেন্স  

কন্ঠস্বর আমার হয়ে গেল অতি ক্ষীণ, কপোতের মত কুহরি কেঁদেছি বেদনায়! স্বর্গের পানে চেয়ে চেয়ে ক্লান্ত নয়ন আমার এ বিষম যাতনা হতে উদ্ধার কর আমায় হে প্রভু পরমেশ্বর।


কিন্তু ঈশ্বর সত্যিই শুনেছেন আমার আহ্বান, কর্ণপাত করেছেন তিনি আমার বিনতির রবে।


যখন ঈশ্বরের কথা আমি ভাবি তখন জর্জরিত হই দীর্ঘশ্বাসে, যখন স্মরণে জাগে তাঁর কথা গভীর বিষাদে পূর্ণ হয় আমার হৃদয়। সেলা


হে ঈশ্বর, কর্ণপাত কর আমার কাতর আবেদনে। শত্রু ভয়ে ভীত আমি, রক্ষা কর আমার জীবন।


আমরা ভীত, বিপর্যস্ত। আমরা ন্যায়বিচারের আশায় থাকি, কিন্তু তার দেখা পাই না। অন্যায় ও উৎপীড়নের কবল থেকে উদ্ধারের আশায় পথ চেয়ে থাকি কিন্তু সে আশা সুদূর পরাহত।


তুমিই যে আমার আশ্রয়দূর্গ হে প্রভু পরমেশ্বর, তবে কেন পরিত্যাগ করেছ আমায়? শত্রুর অত্যাচারে আমি কেন হব জর্জরিত?


পাপের ভারে আমি আজ অবনত, বিধ্বস্ত, সারাদিন থাকি শোকে ম্রিয়মাণ।


যখন আমি মৌন ছিলাম, স্বীকার করিনি আমার পাপ, সারাদিন অব্যক্ত ক্রন্দনে তখন শীর্ণ হচ্ছিল আমাহ দেহ।


হে প্রভু পরমেশ্বর, শোন আমার কাতর আবেদন, সুবিচার কর তুমি। এ নয় ছলনাময় কপট বিনতি, নিবেদন শোন আমার।


সকরুণ বিনতি আমার শুনেছ তুমি, সাড়া দিয়ে মোর আহ্বানে বলেছ, ‘ভয় নেই’!


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন