Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 55:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 সর্বত্র আজ উপদ্রব ও অবক্ষয়, ব্যবসা-বাণিজ্যে, বিচার সভায় কোথাও সাধুতা নেই, আছে শুধু প্রতারণা আর অবিচার।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 তার মধ্যে রয়েছে ধ্বংসের কাজ; জুলুম ও ছলনা তার নগর-চক ত্যাগ করে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 বিধ্বংসী শক্তি নগরের মধ্যে কাজ করে চলেছে; হুমকি আর মিথ্যা কখনও তার রাস্তা ছেড়ে যায় না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 তন্মধ্যে দুষ্টতা রহিয়াছে; উপদ্রব ও ছলনা তাহার চক ত্যাগ করে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 রাস্তাগুলোতে অপরাধ বেড়ে গেছে। লোকজন সর্বত্র মিথ্যা কথা বলছে এবং ঠকাচ্ছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 তার মধ্যে দুষ্টতা রয়েছে; নিপীড়ন এবং ছলনা তার রাস্তা ত্যাগ করে না।

অধ্যায় দেখুন কপি




গীত 55:11
10 ক্রস রেফারেন্স  

তোমাদের পা ছুটে চলে দুষ্কর্মের পথে। নিরাপরাধ ব্যক্তিকে হত্যা করতে তোমরা বিন্দুমাত্র দ্বিধাবোধ কর না। যেখানেই তোমরা যাও, সেখানেই সর্বনাশ ও ধ্বংস ডেকে আন।


মুখে তার অভিশাপ, ছলনা আর স্বৈরাচারীর আস্ফালন নিত্য তার ওষ্ঠাধরে দুরভিসন্ধির কথা।


সত্যের লেশ নেই ওদের কথায়, হৃদয় ওদের সর্বনাশা চিন্তায় ভরা। কণ্ঠ ওদের খোলা কবরের মত, স্তাবকতায় নিপুণ ওদের জিহ্বা বিষম ছলনায়।


কি করে যীশুকে কৌশলে বন্দী করে হত্যা করা যেতে পারে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন