Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 54:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 তুমি আমায় করেছ উদ্ধার সকল সঙ্কট থেকে, স্বচক্ষে আমি দেখেছি শত্রুর দুর্দশা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 কারণ তিনি আমাকে সমস্ত সঙ্কট থেকে উদ্ধার করেছেন, এবং আমার চোখ আমার দুশমনদের দুর্দশা দেখেছে ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 আমার সব সংকট থেকে তুমি আমাকে উদ্ধার করেছ, এবং বিজয়ীর দৃষ্টিতে আমার চোখ আমার শত্রুদের দিকে দেখেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 কারণ তিনি আমাকে সমস্ত সঙ্কট হইতে উদ্ধার করিয়াছেন, এবং আমার চক্ষু আমার শত্রুগণের দশা দেখিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 আমি আপনার নামের প্রশংসা করব কারণ আমার সব সঙ্কট থেকে আপনি আমায় রক্ষা করেছেন। আমি আমার শত্রুদের পরাজিত হতে দেখেছি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 কারণ তিনি আমাকে সমস্ত কষ্ট থেকে উদ্ধার করেছেন, আমার চোখ শত্রুদের উপর জয়ী হয়েছে।

অধ্যায় দেখুন কপি




গীত 54:7
14 ক্রস রেফারেন্স  

আমার ঈশ্বর তাঁর অবিচল প্রেমে আমাকে দেখা দেবেন, অগ্রবর্তী হবেন আমার, দেখাবেন আমায় শত্রুদের পরাজয়।


তার চিত্ত স্থিরপ্রতিষ্ঠ, তাই সে ভয় করে না, সে প্রত্যক্ষ করবে শত্রুর পরাজয় এই তার নিশ্চিত প্রত্যয়।


আমি স্বচক্ষে নিরীক্ষণ করেছি আমার শত্রুদের পতন, স্বকর্ণে শুনেছি আমার বিরোধী দুরাচারদের দুর্দশার কথা।


আমার সহায় প্রভু পরমেশ্বর, আমি নিয়েছি তাঁরই শরণ, তাই আমি স্বচক্ষে দেখব শত্রুদের দুর্দশা।


প্রভুই আমায় সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন এবং নিরাপদে স্বর্গরাজ্যে নিয়ে যাবেন। সর্বযুগে সকল মহিমা তাঁরই। আমেন।


তুমি শুধু চোখ মেলে দেখবে, প্রত্যক্ষ করবে দুর্জনদের প্রতিবিধান।


প্রভু পরমেশ্বরের প্রতীক্ষায় থাক, তাঁরই পথে চল, তাহলে তিনি তোমাকে করবেন উন্নত দেশে প্রতিষ্ঠা করবেন তোমার অধিকার, প্রত্যক্ষ করবে তুমি দুর্জনের বিনাশ।


ধার্মিকের জীবনে অনেক দুর্ভোগ কিন্তু প্রভু তাকে করেন নিস্তার সকল সঙ্কট থেকে।


এই অভাগা তাঁর কাছে করেছিল কাতর ক্রন্দন, প্রভু শুনেছেন তার আর্তস্বর সকল সঙ্কট থেকে উদ্ধার করেছেন তাকে।


আজ আমার দৃষ্টিতে আপনার জীবন যেমন বহু মূল্যবান বিবেচিত হল তেমনি প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে আমার জীবনও বহু মূল্যবান বলে বিবেচিত হোক। সমস্ত সঙ্কট থেকে তিনি আমায় উদ্ধার করুন।


যে দিব্য পুরুষ সমস্ত সঙ্কট থেকে আমাকে উদ্ধার করেছেন, তিনিই এই বালকদের আশীর্বাদ করুন। আমার এবং আমার পিতৃপুরুষ অব্রাহাম ওই ইস্‌হাকের নাম এদের মাধ্যমেই হবে বিখ্যাত। পৃথিবীতে এদের বংশ হোক বহুবিস্তৃত।


দাউদ তাঁদের বললেন, জীবনের সমস্ত সঙ্কটে যিনি আমাকে রক্ষা করেছেন, সেই চির জাগ্রত পরমেশ্বরের শপথ নিয়ে বলছি,


আমার প্রতি অপার করুণা তোমার, ধ্বংস কর আমার শত্রুদের, আমায় পীড়ন করছে যারা, বিনাশ কর তাদের, আমি যে তোমার দাস।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন