Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 54:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 হে ঈশ্বর, শোন আমার নিবেদন, কর্ণপাত কর আমার প্রার্থনায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 হে আল্লাহ্‌, আমার মুনাজাত শোন, আমার মুখের কথায় কান দাও।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 হে ঈশ্বর, আমার প্রার্থনা শোনো; আমার মুখের কথায় কর্ণপাত করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 হে ঈশ্বর, আমার প্রার্থনা শুন, আমার মুখের বাক্যে কর্ণপাত কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 ঈশ্বর আমার প্রার্থনা শুনুন। আমি যা বলি তা শুনুন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 ঈশ্বর আমার প্রার্থনা শোন; আমার মুখের বাক্যে কান দাও।

অধ্যায় দেখুন কপি




গীত 54:2
7 ক্রস রেফারেন্স  

আমার ডাক শোন, হে প্রভু, শোন আমার কাতর নিবেদন।


হে প্রভু পরমেশ্বর, উত্তর দাও আমায় করো না বিলম্ব, নিঃশেষিত উদ্যম আমার, আড়াল করো না তোমার শ্রীমুখ আমার কাছে, তাহলে আমার দশা হবে মৃতলোকবাসীদের মত।


চেয়ে দেখ, হে প্রভু পরমেশ্বর! উত্তর দাও আমায়! কর আমায় সতেজ, সবল নিদ্রিত হতে দিও না চিরনিদ্রায়।


সীফের অধিবাসীরা গিবিয়ায় শৌলের কাছে গিয়ে জানাল, দাউদ আমাদের কাছাকাছি জঙ্গলে দুর্গম স্থানে লুকিয়ে আছে। এ জায়গাটি যিহুদীয়ার প্রান্তরের দক্ষিণ হাখিলা পাহাড়ে।


সীফের অধিবাসীরা গিবিয়ায় শৌলের কাছে গিয়ে বলল,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন