Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 52:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 হে ঈশ্বর, অশেষ মঙ্গল তুমি করেছ সাধন, তাই আমি গাইব তোমার স্তবগান। তুমি মঙ্গলময়— একথা আমি করব প্রচার তোমার ভক্তমণ্ডলীর মাঝে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 চিরকাল আমি তোমার প্রশংসা করবো, কেননা তুমি কাজ সাধন করেছ; আমি তোমার বিশ্বস্ত লোকের সম্মুখে তোমার নাম তবলিগ করবো, কেননা তা উত্তম।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 তুমি যা কিছু করেছ, তার জন্য আমি, তোমার বিশ্বস্ত প্রজাদের সামনে, সর্বদা তোমার ধন্যবাদ করব। এবং আমি তোমার নামে আশা রাখব কারণ তোমার নাম মঙ্গলময়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 চিরকাল আমি তোমার স্তব করিব, কেননা তুমি কার্য্য সাধন করিয়াছ; আমি তোমার সাধুগণের সম্মুখে তোমার নামের অপেক্ষা করিব, কেননা তাহা উত্তম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 ঈশ্বর যা কিছু আপনি করেছেন তার জন্য চিরদিন আমি আপনার প্রশংসা করবো। আপনার ভক্তদের সামনে আমি আপনার নামের প্রশস্তি গীত করবো, কারণ সেটা খুব ভালো!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 ঈশ্বর, চিরকালের জন্য আমি তোমাকে ধন্যবাদ দেব, কারণ তুমি যা করেছিলে তার জন্য। আমি তোমার বিশ্বস্ত লোকেদের সামনে তোমার নামের অপেক্ষা করব, কারণ তা ভালো।

অধ্যায় দেখুন কপি




গীত 52:9
17 ক্রস রেফারেন্স  

ঈশ্বরের সান্নিধ্যে থাকাই আমার পক্ষে মঙ্গলজনক, তাই সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের শরণ নিয়েছি আমি, যেন গাইতে পারি তাঁরই কীর্তিগাথা।


সানন্দে আমি তোমার উদ্দেশে বলি উৎসর্গ করব হে প্রভু পরমেশ্বর, কৃতজ্ঞতা নিবেদন করব আমি তোমার চরণে, কারণ তুমি মঙ্গলময়।


আমার প্রাণ নীরবে শুধু ঈশ্বরেরই প্রতীক্ষা করে, কারণ তাঁরই উপর আমার সকল প্রত্যাশা।


ঈশ্বরেরই জন্য নীরবে প্রতীক্ষা করে আমার প্রাণ, তিনিই আমার পরিত্রাতা।


পরমেশ্বর সুদৃঢ় দুর্গস্বরূপ ধার্মিকেরা তাঁকে আশ্রয় করে নিরাপদ হয়।


আমি ধৈর্য সহকারে ছিলাম প্রভুর সাহায্যের প্রতীক্ষায়, তিনি অনুকূল হলেন, শুনলেন আমার ক্রন্দন।


প্রভুর প্রতীক্ষায় থাক, সাহস রাখ, সবল কর মন, প্রভুরই প্রতীক্ষায় থাক।


আমি আজীবন প্রভুর প্রশস্তি করব, চিরজীবন আমি করব ঈশ্বরের মহিমাকীর্তন।


যেন মৌন না থাকে আমার হৃদয় সদা যেন করে তোমার গৌরব গান, ওগো প্রভু, আমার আরাধ্য ঈশ্বর, চিরকাল আমি গাইব তোমার স্তবগান।


সকলের কাছে তিনি গর্বভরে বলতে লাগলেন তাঁর ঐশ্বর্য ও পুত্রসন্তানের প্রাচুর্যের কথা এবং রাজা কিভাবে তাঁকে উচ্চপদে প্রতিষ্ঠিত করে সমস্ত রাজকর্মচারী ও রাজপুরুষদের চেয়ে বেশী সম্মান দিয়েছেন, সেই সব কথা বর্ণনা করতে লাগলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন