Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 52:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 ভালর চেয়ে মন্দই তোমার প্রিয়, সত্যের চেয়ে মিথ্যা বলতেই তুমি ভালবাস। সেলা

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 তুমি সৎকর্মের চেয়ে দুষ্কর্ম, এবং ধর্মের কথার চেয়ে মিথ্যা বেশি কথা ভালবাস। [সেলা।]

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 তুমি ভালোর চেয়ে মন্দ, আর সত্য বলার চেয়ে মিথ্যা বলতে বেশি ভালোবাসো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 তুমি সৎক্রিয়া অপেক্ষা দুষ্ক্রিয়া, এবং ধর্ম্মবাক্য অপেক্ষা মিথ্যা কথা ভালবাস। সেলা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 ভালোর থেকে মন্দটাই তোমরা বেশী পছন্দ কর। তোমরা সত্যের থেকে মিথ্যা বলতেই বেশী পছন্দ কর।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 তুমি ভালো চেয়ে মন্দকে ভালবাসো এবং ন্যায়ের পরিবর্তে মিথ্যা কথা বলা ভালবাস। সেলা

অধ্যায় দেখুন কপি




গীত 52:3
10 ক্রস রেফারেন্স  

বিপথগামী, গুণীন, ব্যভিচারী, নরঘাতক, পৌত্তলিক এবং কাজে ও কথায় যারা মিথ্যা ভালবাসে তারা সকলেই থাকবে নগরীর বাইরে।


তারা হবে বিশ্বাসঘাতক, বেপরোয়া, গর্বান্ধ। ঈশ্বরের চেয়ে তারা ভোগবিলাসকেই ভালবাসবে।


তারা ঐশ্বরিক সত্যের পরিবর্তে মিথ্যাকে বরণ করেছে। সৃষ্টবস্তুর পূজা ও অর্চনায় আত্মনিয়োগ করেছে, বিমুখ হয়েছে স্বয়ং স্রষ্টার প্রতি —যিনি চিরআরাধ্য। আমেন।


শয়তানই তোমাদের জন্মদাতার অভিসন্ধি পূরণ করাই তোমাদের অভিপ্রায়। প্রথম থেকেই সে হত্যাকারী। সে সত্যে প্রতিষ্ঠিত নয়। সত্যের লেশ মাত্র নেই তাই অন্তরে। মিথ্যা বলাই তার স্বভাব। সে মিথ্যাবাদী, মিথ্যার জন্মদাতা।


কিন্তু, তা সত্ত্বেও তোমরা ভালকে ঘৃণা কর, আর মন্দের প্রতি তোমাদের আসক্তি। আমার প্রজাদের উপর তোমাদের শোষণ পীড়নের মাত্রা ছাড়িয়ে গেছে, তাদের অস্থি-মেদ-মজ্জা নিঃশেষে নিংড়ে শুষে নিচ্ছ তোমরা।


তাদের জিহ্বা তীক্ষ্ণ বাণের মত মৃত্যুস্বরূপ, প্রবঞ্চনায় পটু। তারা প্রত্যেকে মধুর আলাপ করে প্রতিবেশীর সঙ্গে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ছলনার ফাঁদ পাতে।


প্রভু পরমেশ্বর বলেন, আমার প্রজারা মূর্খ, তারা জানে না আমায়, নির্বোধ শিশুর মত, কোনও বোধবুদ্ধি নেই তাদের। তারা শুধু কুকাজেই দক্ষ, কিন্তু ভাল কাজে একেবারেই অক্ষম।


মর্যাদার আসন থেকে তাকে বিচ্যুত করার জন্য ওরা শুধু ফন্দী আঁটে। অলীকতায় ওদের আনন্দ, ওরা মুখে শুভেচ্ছা জানায় কিন্তু মনে মনে দেয় অভিশাপ। সেলা


দুর্জনের অন্তর মন্দের প্রতি আসক্ত এমনকি প্রতিবেশীদের কারও প্রতি সে দয়া করে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন