Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 50:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 আমাদের ঈশ্বর আসছেন নীরব পদসঞ্চারে নয়, সম্মুখে তাঁর সর্বগ্রাসী অগ্নিশিখা, তাঁকে ঘিরে আছে প্রচণ্ড ঘূর্ণিঝড়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 আমাদের আল্লাহ্‌ আসবেন, নীরব থাকবেন না; তাঁর আগে আগুন গ্রাস করবে, তাঁর চারদিকে প্রবল ঝড় বইবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 আমাদের ঈশ্বর আসছেন আর তিনি নীরব রইবেন না; এক সর্বগ্রাসী আগুন তাঁর অগ্রবর্তী, এবং এক প্রচণ্ড ঝড় তাঁর চতুর্দিকে বইছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 আমাদের ঈশ্বর আসিবেন, নীরব থাকিবেন না; তাঁহার অগ্রে অগ্নি গ্রাস করিবে, তাঁহার চারিদিকে অত্যন্ত ঝড় বহিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 আমাদের ঈশ্বর আসছেন এবং তিনি নীরব থাকবেন না। তাঁর সামনে সর্বগ্রাসী আগুন জ্বলছে। তাঁর চারদিকে প্রচণ্ড ঝড় বইছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 আমাদের ঈশ্বর আসবেন নীরব থাকবেন না; তার আগে আগুন গ্রাস করবে এবং এটা তার চারপাশে অত্যন্ত ঝড় বইবে।

অধ্যায় দেখুন কপি




গীত 50:3
28 ক্রস রেফারেন্স  

স্রোতের মত আগুন বেরিয়ে আসছে সেখান থেকে। হাজার হাজার লোক তাঁর সেবায় ব্যস্ত। লক্ষ লক্ষ লোক তাঁর আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে। শুরু হল বিচারসভা। সব নথিপত্র খোলা হল।


এরপর প্রভু পরমেশ্বরের কাছ থেকে অগ্নিশিখা নির্গত হয়ে সেই দুশো পঞ্চাশ জন লোক, যারা ধূপ উৎসর্গ করেছিল, তাদের সকলকে গ্রাস করল।


সঙ্গে সঙ্গে প্রভু পরমেশ্বরের কাছ থেকে অগ্নিশিখা নির্গত হয়ে তাদের গ্রাস করল এবং প্রভু পরমেশ্বরের সাক্ষাতেই তাদের মৃত্যু হল।


খামার পরিষ্কার করার জন্য কুলো তাঁর হাতেই রয়েছে, গম ঝাড়াই করে তিনি গোলায় তুলবেন, আর তুষগুলি অনির্বাণ আগুণে পুড়িয়ে দেবেন।


যিনি এই সমস্ত বিষয়ের সাক্ষী তিনি বলছেন, “হ্যাঁ, আমি শীঘ্রই আসছি।” আমেন, সুস্বাগতম প্রভু যীশু!


কারণ আমাদের ঈশ্বর বিধ্বংসী অগ্নিস্বরূপ।


দেখ, আসন্ন সেই দিন জ্বলন্ত চুল্লীর মত। গর্বোদ্ধত ও দুরাচারীরা আগামী সেই দিনে জ্বালানি কাঠের মত পুড়ে নিশ্চিহ্ন হয়ে যাবে, ঝাড়ে মূলে হবে নির্বংশ।


তাঁর পুরোভাগে চলে রোগ-মহামারী, মৃত্যু চলে তাঁর পায়ে পায়ে।


প্রভুর সাক্ষাতে। প্রভু পরমেশ্বরের আগমন সমাসন্ন, পৃথিবীর বিচার করতে তিনি আসছেন। ন্যায় ও সত্যে তিনি জগতের ও সকল জাতির উপর রাজত্ব করবেন।


হে ঈশ্বর থেক না নীরব, মৌন অবলম্বন করো না, হয়ো না স্তব্ধ।


আমাদের ঈশ্বর উদ্ধারকর্তা ঈশ্বর, তিনিই প্রভু পরমেশ্বর, আমাদের আরাধ্য ঈশ্বর, মৃত্যু থেকে উত্তরণ একমাত্র তাঁরই করতলগত।


এই সব অপকর্ম তুমি করে চলেছ তবু তোমায় আমি বলি নি কিছুই, তাই তুমি ভেবেছ, আমি বুঝি তোমারই মত। আর নয়, আমার সহ্যের সীমা পার হয়ে গেছে, এবার আমি তিরস্কার করব তোমায় বিশ্লেষণ করে বুঝিয়ে দেব তোমার সব অপরাধ ও তার পরিণাম।


এই ঈশ্বরই আমাদের শাশ্বত ঈশ্বর, তিনিই চিরকাল আমাদের করবেন পরিচালনা।


কিন্তু আজ তোমরা জেনে রাখ যে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর স্বয়ং সর্বগ্রাসী অগ্নিস্বরূপ তোমাদের পুরোভাগে যাচ্ছেন। তিনিই তাদের সংহার করবেন ও তোমাদের অধীন করবেন এবং তোমাদের কাছে প্রভু পরমেশ্বরের প্রতিশ্রুতি অনুযায়ী তোমরা তাদের বিতাড়িত করে অচিরেই ধ্বংস করতে পারবে।


প্রভু পরমেশ্বর অগ্নি পরিবেষ্টিত হয়ে সিনাই পর্বতের উপরে নেমে এলেন। সমগ্র পর্বত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল। চুল্লীর ধোঁয়ার মত সেই ধোঁয়া আকাশে উঠতে লাগল। ভয়ে কাঁপতে লাগল সমস্ত লোক।


তাহলে এমন মহাপরিত্রাণ উপেক্ষা করে আমরা কেমন করে অব্যাহতি পাব? এই পরিত্রাণের কথা সর্বপ্রথমে প্রভুই ঘোষণা করেছিলেন এবং যাঁরা তা শুনেছিলেন তাঁরাই আমাদের কাছে তার যথার্থতা প্রতিপন্ন করেছেন।


হতাশায় ভেঙ্গে পড়া মানুষকে ডেকে বল, সাহস কর, পেয়ো না ভয়! ঈশ্বর আসছেন উদ্ধার করতে তোমায়, আসছেন দণ্ড দিতে শত্রুকে তোমার।


আমি উপর দিকে চেয়ে দেখলাম, উত্তর দিক থেকে প্রবল বেগে ছুটে আসছে ঝড়, তার সাথে আকাশ জোড়া মেঘ। চারপাশে তার উজ্জ্বল আলো, তার মধ্যে ঘন ঘন বিদ্যুৎ ঝলসে উঠছে। সেই বিদ্যুতের আগুনের মাঝখানে উজ্জ্বল পিতলের মত কি যেন জ্বলজ্বল করছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন