Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 5:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 হে প্রভু পরমেশ্বর, প্রভাতে তুমি শুনবে আমার আবেদন, প্রত্যূষে প্রার্থনার অর্ঘ্য সাজিয়ে আমি থাকব তোমারই প্রতীক্ষায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 হে মাবুদ খুব ভোরে তুমি আমার আবেদন শুনবে; প্রভাতে আমি তোমার উদ্দেশে মুনাজাত সাজিয়ে অপেক্ষায় থাকব।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 সকালে, হে সদাপ্রভু, তুমি আমার কণ্ঠস্বর শোনো; সকালে আমার প্রার্থনা আমি তোমার সামনে রাখি এবং আগ্রহভরে অপেক্ষা করি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 সদাপ্রভু, প্রাতঃকালে তুমি আমার রব শুনিবে; প্রাতে আমি তোমার উদ্দেশে [প্রার্থনা] সাজাইয়া চাহিয়া থাকিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 হে প্রভু, প্রতিদিন সকালে আপনার সামনে আমার নৈবেদ্য রাখি এবং আপনার সাহায্য প্রার্থনা করি। প্রতিদিন সকালে আপনি আমার প্রার্থনা শোনেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 সদাপ্রভুু, সকালে তুমি কান্না শুনবে; সকালে আমি তোমার উদ্দেশ্যে আমার প্রার্থনা আনব এবং প্রত্যাশায় অপেক্ষা করব।

অধ্যায় দেখুন কপি




গীত 5:3
15 ক্রস রেফারেন্স  

অরুণোদয়ের আগে আমি উঠি সাহায্যের প্রতীক্ষায় কাতরে আহ্বান করি তোমায়, তোমার প্রতিশ্রুতি পূর্ণ হওয়ার আশায় থাকি আমি।


হে প্রভু পরমেশ্বর, তোমারই কাছে সাহায্যের জন্য আমি আর্তি জানাই, প্রতি প্রভাতে জানাই বিনতি তোমার কাছে।


পরের দিন খুব ভোরে উঠে যীশু একটি নির্জন জায়গায় প্রার্থনা করার জন্য চলে গেলেন।


প্রহরী যেমন প্রতীক্ষা করে প্রত্যুষের, ব্যাকুল হয়ে করে প্রতীক্ষা, তার চেয়েও ব্যাকুল আমার প্রাণ।


সন্ধ্যা, সকাল ও মধ্যাহ্নে আমি জানাব আমার আর্ত নিবেদন, তিনি শুনবেন আমার রব।


সমস্ত হৃদয়-মন আমার তোমাকেই চায় প্রভু নিশীথকালে অন্তরাত্মা আমার একান্ত আকুল হয়ে তোমারই পথ থাকে চেয়ে! যেদিন তুমি বিচার করবে এই পৃথিবীর, বিচার করবে সমগ্র জগদ্বাসীর, সেদিন তারা জানবে, ন্যায়নিষ্ঠা কাকে বলে!


হে প্রভু পরমেশ্বর, তোমার কল্যাণময় অবিচল প্রেমের গুণে, উত্তর দাও আমায়, ফিরে চাও আমার দিকে, তোমার অপার করুণায়।


হে আমার ঈশ্বর, দিবসে আমি ডাকি তোমায়, তুমি দাও না সাড়া, নিশীথেও তোমায় ডাকি অবিরাম, তবু তুমি রয়েছ নীরব।


তাদের কার্যকলাপের ফলে দরিদ্রদের আর্তনাদ তাঁর


তোমারই পরাক্রমে পরাস্ত করব আমরা আমাদের শত্রুবাহিনীকে, আমাদের বিরোধীতা করবে যারা তোমারই নামের প্রতাপে আমরা তাদের করব পদদলিত।


আদি থেকে হে ঈশ্বর তুমিই আমার রাজা, তোমারই কৃপায় এ বিশ্বজগৎ মহাসঙ্কটে পায় উদ্ধার।


ধন্য তারা যার বাস করে তোমার নিকেতনে, তারা সতত করে তোমার প্রশংসা গান। সেলা


আমার ডাক শোন, হে প্রভু, শোন আমার কাতর নিবেদন।


হে আমার ঈশ্বর, হে রাজন! আমি উচ্ছ্বসিত প্রশংসা করব তোমার, চিরকাল করব তোমার নামের গুণগান।


সকরুণ বিনতি আমার শুনেছ তুমি, সাড়া দিয়ে মোর আহ্বানে বলেছ, ‘ভয় নেই’!


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন