Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 5:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 হে আমার রাজা, আমার আরাধ্য ঈশ্বর, শ্রবণ কর আমার আর্তনাদ, আমি তোমারই কাছে জানাই মিনতি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 হে আমার বাদশাহ্‌, হে আমার আল্লাহ্‌, আমার আর্তনাদের স্বর শোন, কেননা আমি তোমারই কাছে মুনাজাত করছি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 আমার সাহায্যের আর্তনাদ শোনো, হে আমার রাজা আমার ঈশ্বর, তোমার কাছেই আমি প্রার্থনা করি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 মম রাজন্‌, মম ঈশ্বর, মম আর্ত্তনাদের রব শুন, কেননা আমি তোমারই কাছে প্রার্থনা করিতেছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 হে আমার ঈশ্বর, হে রাজন, আমার প্রার্থনা শুনুন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 আমার কান্নার শব্দ শোন, আমার রাজা এবং আমার ঈশ্বর। কারণ আমি তোমার কাছে প্রার্থনা করছি।

অধ্যায় দেখুন কপি




গীত 5:2
13 ক্রস রেফারেন্স  

তুমি প্রার্থনা শুনে থাক, তাই তোমারই কাছে আসবে সর্বমানব।


প্রভু পরমেশ্বরের কাছে আমি কাতর মিনতি করি, তাঁর পবিত্র শৈল থেকে তিনি আমায় উত্তর দেন। সেলা


ঐ সমস্ত বাণিজ্যতরীর আনাগোণা অর্থহীন, তাদের বাণিজ্য বিস্তার ঘটবে না। আমরা শত্রুসৈন্যের সমস্ত সম্পদ কেড়ে নেব। সেই লুন্ঠিত সম্পদের পরিমাণ এত বেশী হবে যে খঞ্জ ব্যক্তিও সেই সম্পদের অংশ লুঠ করতে পারবে। স্বয়ং প্রভু পরমেশ্বর আমাদের রাজা হবেন, তিনি আমাদের শাসন ও রক্ষা করবেন।


হে আমার ঈশ্বর, হে রাজন! আমি উচ্ছ্বসিত প্রশংসা করব তোমার, চিরকাল করব তোমার নামের গুণগান।


হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, আমার রাজা, হে আমার আরাধ্য ঈশ্বর, তোমার বেদীমূলে চড়াই পাখির জন্যও আছে আশ্রয়, খন্‌জনা তার শাবকদের জন্য খুঁজে পায় নীড়।


আদি থেকে হে ঈশ্বর তুমিই আমার রাজা, তোমারই কৃপায় এ বিশ্বজগৎ মহাসঙ্কটে পায় উদ্ধার।


হে প্রভু পরমেশ্বর, তুমিই আমার রাজা, আমার আরাধ্য ঈশ্বর তুমিই তোমার প্রজা ইসরায়েলকে কর উদ্ধার।


প্রভু পরমেশ্বর চিরন্তন রাজা, যারা আরাধনা করে না তাঁর উৎখাত হবে তারা তাঁর পুণ্যভূমি থেকে।


তাই হে প্রভু, আমার ঈশ্বর, আমি তোমার অধম সেবক। আমার বিনতি শোন, তোমার কাছে আমার আজকের এই কাতর নিবেদন গ্রাহ্য কর।


সকরুণ বিনতি আমার শুনেছ তুমি, সাড়া দিয়ে মোর আহ্বানে বলেছ, ‘ভয় নেই’!


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন