Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 49:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 ধনবাহুল্যে গর্বান্ধ শত্রুদলের আক্রমণে কখনও ভীত হব না আমি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 যারা নিজেদের ধনে নির্ভর করে, নিজেদের বিপুল সম্পত্তির জন্য গর্ব করে,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 তারা তাদের সম্পত্তিতে আস্থা রাখে আর নিজেদের মহা ঐশ্বর্যে গর্ব করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 যাহারা আপনাদের ধনে নির্ভর করে, আপনাদের সম্পত্তিবাহুল্যের শ্লাঘা করে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 কিছু লোক ভাবে তাদের শক্তি এবং সম্পত্তি তাদের রক্ষা করবে। প্রকৃতপক্ষে ওরা বোকা লোক।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 যারা নিজেদের সম্পদে বিশ্বাস করে এবং তাদের সম্পদে তারা প্রচুর গর্ব করে।

অধ্যায় দেখুন কপি




গীত 49:6
17 ক্রস রেফারেন্স  

এই সংসারে যারা ধনী, তাদের বল, তারা যেন অহঙ্কার না করে, মায়াময় ঐশ্বর্যের উপর ভরসা না রাখে। তাদের বল, যিনি আমাদের ভোগের জন্য সবকিছু দেন সেই ঈশ্বরের উপর ভরসা রেখে তারা যেন


প্রভু পরমেশ্বর বলেন, জ্ঞানীরা কখনও তাদের জ্ঞানের গর্ব না করুক, বলবান না করুক শক্তির দম্ভ ধনবান না করুক ধনের অহঙ্কার।


দেখ, এই সেই লোক যে ঈশ্বরের শরণ নেয় নি কখনও, প্রচুর ধনসম্পদে ছিল সে একান্ত নির্ভর, দুষ্কর্মের দ্বারাই সে করত আপন শক্তিসঞ্চার।


শিষ্যেরা তাঁর এ কথায় অবাক হয়ে গেলেন। যীশু তাঁদের আবার বললেন, বৎসেরা, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কত কঠিন!


তখন আমি নিজের আত্মাকে বলব, এবার ‘বহু বৎসরের জন্য প্রচুর সম্পদ সঞ্চয় করা হয়েছে। এবার আমি বিশ্রাম করব, খাব-দাব, স্ফূর্তি করব।’


ঠিক তারই মত ইসরায়েল বলেছে: ‘আমি ধনী, নিজের ভোগের জন্য অর্জন করেছি সম্পদ’ কিন্তু তার সমস্ত ধনসম্পদ থাকা সত্ত্বেও সে এড়াতে পারবে না তার পাপের দায়।


চোখের পলকে তোমার ধন নিঃশেষ হয়ে যেতেপারে, হঠাৎ তার পাখা গজাতে পারে ঈগল পাখির মতই তা উড়ে যেতে পারে শূন্যে।


ধনসম্পদের উপর নির্ভরতা আনে পতন, কিন্তু ধার্মিকেরা কিশলয়ের মতই থাকে সজীব।


ধনই ধনবানের সুদৃঢ় আশ্রয় কিন্তু দারিদ্র্য ঘটায় দরিদ্রের সর্বনাশ।


তোমরা নির্ভর করো না আপন শক্তি ও ক্ষমতায়, স্থাপন করো না আস্থা দস্যুবৃত্তিতে, সম্পদের প্রাচুর্য হলেও হয়ো না আসক্ত।


সকলের কাছে তিনি গর্বভরে বলতে লাগলেন তাঁর ঐশ্বর্য ও পুত্রসন্তানের প্রাচুর্যের কথা এবং রাজা কিভাবে তাঁকে উচ্চপদে প্রতিষ্ঠিত করে সমস্ত রাজকর্মচারী ও রাজপুরুষদের চেয়ে বেশী সম্মান দিয়েছেন, সেই সব কথা বর্ণনা করতে লাগলেন।


শত্রুরা সব সময় আমার অনিষ্ট চেষ্টায় তৎপর, আমার অপকারের ষড়যন্ত্রে সদাই লিপ্ত তারা।


ওদের অন্যায় আচরণের সমুচিত দণ্ড দাও তুমি, হে ঈশ্বর, তোমার দুর্বার ক্রোধে উৎপাটিত কর ওদের।


অশুভ সংবাদে সে হয় না ভীত, তার চিত্ত সুস্থির, প্রভুর উপরে তার গভীর আস্থা, ভয়ে বা উৎকণ্ঠায় সে অতিষ্ঠ হয় না,


তার চিত্ত স্থিরপ্রতিষ্ঠ, তাই সে ভয় করে না, সে প্রত্যক্ষ করবে শত্রুর পরাজয় এই তার নিশ্চিত প্রত্যয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন