Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 49:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 সামান্য-অসামান্য, ধনী-নির্ধন সকলেই শোন এ কথা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 সামান্য লোক বা সম্মানিত লোকের সন্তান; ধনী কি দরিদ্র, নির্বিশেষে শোন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 অভিজাত ও নীচ, ধনী এবং দরিদ্র, শোনো:

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 সামান্য লোকের কি মান্যবান লোকের সন্তান; ধনী কি দরিদ্র, নির্ব্বিশেষে শ্রবণ কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 ধনী দরিদ্র প্রত্যেকটি লোক, তোমরা শোন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 সামান্য এবং ধনী লোকের সন্তান উভয়ই; ধনী ও দরিদ্র সকলেই।

অধ্যায় দেখুন কপি




গীত 49:2
10 ক্রস রেফারেন্স  

মানুষ মাত্রই অসার সে যেন ক্ষণিকের নিঃশ্বাস, নগণ্য ও গণ্যমান্য –সকলেই অলীক, অন্তঃসারশূন্য, তুলাদণ্ডে পরিমাপ করলে তাদের দেখা যায়, নিঃশ্বাসের চেয়েও তারা লঘুভার।


ধনী ও দরিদ্রের মধ্যে মিল এখানেই যে পরমেশ্বর তাদের উভয়েরই স্রষ্টা।


তিনি রাজপুরুষদের পক্ষপাতিত্ব করেন না ধনী ও দরিদ্রের বিচারে পার্থক্য করেন না।


হে জাতিবৃন্দ, শোন, একত্র হও সকলে! সমগ্র পৃথিবী তথা পৃথিবীর প্রতিটি অধিবাসী, এগিয়ে এস, শোন আমার কথা।


হে জাতিবৃন্দ, তোমরা সকলে শোন, পৃথিবী ও তার অধিবাসী সকলেই শুনুক, জগদীশ্বর প্রভু তোমাদের বিরুদ্ধে সাক্ষী থাকুন, তিনি সাক্ষ্য দিন তাঁর পবিত্র মন্দির থেকে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন