Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 49:17 - পবিএ বাইবেল CL Bible (BSI)

17 মরণকালে কোন সম্পদ তার সঙ্গে যাবে না পারবে না নিয়ে যেতে সে কিছুই।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 কেননা মরণকালে সে কিছুই সঙ্গে নিয়ে যাবে না, তার ঐশ্বর্য তার সঙ্গে যাবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 কারণ যখন তাদের মৃত্যু হবে তারা তাদের সাথে কিছুই নিয়ে যাবে না, তাদের ঐশ্বর্য তাদের সঙ্গে সমাধি পর্যন্ত যাবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 কেননা মরণকালে সে কিছুই সঙ্গে লইয়া যাইবে না, তাহার ঐশ্বর্য্য তাহার অনুগমন করিবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 মৃত্যুর সময় তারা কোন জিনিসই সঙ্গে নিয়ে যাবে না। ঐসব সুন্দর জিনিসের মধ্যে একটাও সঙ্গে নিয়ে যাবে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 কারণ যখন তিনি মারা যায় সে কিছুই সঙ্গে নিয়ে যাবে না, তার ক্ষমতা তার সাথে যাবে না।

অধ্যায় দেখুন কপি




গীত 49:17
10 ক্রস রেফারেন্স  

কারণ এ জগতে আমরা শূন্য হাতে এসেছি, শূন্য হাতেই চলে যাবে।


তার ধনসম্পদ রাতারাতি ধ্বংস হয়ে যায়, ধনবানরূপে সেই দিনই হয় তার শেষ রজনী।


অনাদরে যা সমাহিত হয়, গৌরবমণ্ডিত হয়ে তা পুনরুত্থিত হয়। যা সমাহিত করা হয় তা দুর্বল, কিন্তু যা পুনরুত্থিত হয় তা শক্তিমান।


সে তখন চেঁচিয়ে বলল, ‘পিতা অব্রাহাম, আমার প্রতি দয়া করুন। লাসারকে এখানে পাঠিয়ে দিন, সে এসে আঙ্গুলের ডগায় করে জল দিয়ে আমার জিভ শীতল করে দিক। এই আগুনে আমি বড় যন্ত্রণা ভোগ করছি।’


কিন্তু ঈশ্বর তাকে বললেন, ‘মূর্খ, আজ রাত্রেই তেআমার প্রাণ নিয়ে নেওয়া হবে। এই যে আয়োজন করলে, সেগুলি তখন কার হবে?’


ঈশ্বরের সেই বিচারের দিনে তোমরা কি করবে? তিনি যখন দূর দেশ থেকে তোমাদের উপরে দুবির্পাক আনবেন, তখন কি করবে তোমরা? সাহায্যের জন্য তোমরা কার কাছে যাবে? কোথায় তোমরা লুকাবে তোমাদের ধন-ঐশ্বর্য?


মৃত্যুলোকে ক্ষুধিত, তাদের গ্রাস করার জন্য সে মুখ বিস্তার করে আছে। জেরুশালেমের অভিজাত সুধীজন কোলাহল মুখর সাধারণ মানুষের স্রোতের সঙ্গে সেই মুখগহ্বরে নেমে যাচ্ছে।


মানুষ ভূমিষ্ট হয় নগ্ন অবস্থায় আবার নগ্ন অবস্থাতেই তাকে চলে যেতে হয়। সে যা কিছু অর্জন করে সঙ্গে নিয়ে যেতে পারে না তার কিছুই। এও এক দুরূহ ব্যাপার, বোঝার চেষ্টা বৃথা।


হে প্রভু পরমেশ্বর, তুমি স্বয়ং এসে বাঁচাও আমার প্রাণ মানুষের হাত থেকে, ঘোরতর বিষয়ী তারা, তুমি বাঁচাও আমার প্রাণ। পূর্ণ হয়েছে তাদের এই জগতের সব কিছু চাওয়া পাওয়া, তৃপ্ত ওদের সন্তানেরা। এমন কি ওরা উত্তরসূরীর জন্যও রেখে যায় তাদের সম্পদের বাকী অংশ।


মায়ের গর্ভ থেকে শূন্য হাতে আমি এসেছি, শূন্য হাতেই আবার ফিরে যাব। প্রভু পরমেশ্বর দিয়েছিলেন, প্রভুই ফিরিয়ে নিয়েছেন, ধন্য হোক প্রভুর নাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন