Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 48:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)

14 এই ঈশ্বরই আমাদের শাশ্বত ঈশ্বর, তিনিই চিরকাল আমাদের করবেন পরিচালনা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 কেননা এই আল্লাহ্‌ অনন্তকালের জন্য আমাদের আল্লাহ্‌; তিনি চিরকাল আমাদের পথ প্রদর্শক হবেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 কারণ এই ঈশ্বর অনন্তকাল ধরে আমাদের ঈশ্বর; তিনি শেষ পর্যন্ত আমাদের পথপ্রদর্শক হবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 কেননা এই ঈশ্বর অনন্তকালতরে আমাদের ঈশ্বর; তিনি চিরকাল আমাদের পথদর্শক হইবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 এই আমাদের ঈশ্বর চিরদিনের ঈশ্বর! চিরদিনের জন্য তিনি আমাদের পরিচালিত করবেন!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 কারণ এই ঈশ্বরই চিরদিনের র জন্য আমাদের ঈশ্বর; তিনি চিরকাল আমাদের পথ পথদর্শক হবে।

অধ্যায় দেখুন কপি




গীত 48:14
13 ক্রস রেফারেন্স  

আমি সর্বদা পরিচালনা করব তোমাদের, চরম অভাবের দিনেও আমি তোমাদের সমস্ত প্রয়োজন পূর্ণ করব। আমি তোমাদের সুস্থ ও সবল রাখব। তোমরা হবে সেই উদ্যানের মত যেখানে আছে প্রচুর জল। তোমরা হবে জলের অনন্ত উৎসের মত, যা কখনও শুকায় না।


তোমার সুমন্ত্রণা আমাকে চালনা করবে, শেষে সগৌরবে আমায় তুমি করবে গ্রহণ।


সেই সত্যের আত্মা যখন আসবেন তিনিই তখন তোমাদের পূর্ণ সত্যের উপলব্ধি দান করবেন। তিনি নিজে থেকে কিছুই বলবেন না, যা তিনি শুনবেন শুধুমাত্র তা-ই বলবেন এবং সমস্ত ভাবী ঘটনার কথা তিনি তোমাদের কাছে প্রকাশ করবেন।


যারা নম্রনত, তাদের পরিচালনা করেন তিনি ন্যায়ের পথে, দেখিয়ে দেন তাদের গন্তব্য পথ।


দুর্বল হয়ে পড়েছে আমার দেহমন, তবু ঈশ্বরই আমার শক্তির আধার, সর্বস্ব আমার, চিরদিন! চিরকাল!


কিন্তু হে প্রভু পরমেশ্বর, তুমিই ভরসা আমার, আমি বলি: তুমিই আমার আরাধ্য ঈশ্বর।


আমি প্রভু পরমেশ্বরকে বলি: তুমিই আমার প্রভু, সকল মঙ্গলের আধার তুমিই।


আমি ধর্মপথে চলি, ন্যায়ের পথই আমার পথ।


তবু শান্ত মনে এ কথা স্মরণে মনে জাগে আশা–—


দুদিন হোক বা এক মাস হোক কিংবা এক বছররই হোক, শিবিরের উপরে মেঘপুঞ্জ যতদিন থাকত, ইসরায়েলীরা ততদিন ছাউনিতেই থাকত, যাত্রা করত না। কিন্তু মেঘ কেটে গেলেই তারা যাত্রা করত।


তুমি চিরদিনের জন্য ইসরায়েলকে করেছ নিজের প্রজা আর হে প্রভু পরমেশ্বর, তুমি হয়েছ তাদের ঈশ্বর।


আজ আমি শুভ্রকেশ, বৃদ্ধ হে ঈশ্বর, আমাকে করো না পরিত্যাগ, যতদিন না এই প্রজন্মের কাছে তোমার বাহুবল ও ভাবী বংশধরদের কাছে তোমার মহাপরাক্রমের কথা ঘোষণা করি আমি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন