Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 48:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 মনোযোগ দিয়ে লক্ষ্য কর তার প্রাচীর, প্রবেশ কর তার হর্ম্যরাজির মাঝে যেন উত্তরপুরুষের কাছে বলতে পার যে,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 তার দৃঢ় প্রাচীরে মনোযোগ দাও, তার অট্টালিকাগুলোর মধ্যে দৃষ্টিপাত কর, যেন ভাবী বংশের কাছে তার বর্ণনা করতে পার।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 তার দৃঢ় প্রাচীর লক্ষ্য করো, তার অট্টালিকাগুলি দেখো, যেন তুমি আগামী প্রজন্মের কাছে এই সবের বর্ণনা করতে পারো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 তাহার দৃঢ় প্রাচীরে মনোযোগ কর, তাহার অট্টালিকা সকল সন্দর্শন কর, যেন ভাবী বংশের কাছে তাহার বর্ণনা করিতে পার।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 এর দেওয়ালগুলো দেখুন। সিয়োনের প্রাসাদগুলিকে মুগ্ধভাবে প্রশংসা করুন। তাহলে আপনি পরবর্তী প্রজন্মকে এ বিষয়ে বলতে পারবেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 তার দেয়ালে মনোযোগ কর এবং তার প্রাসাদের দিকে তাকাও যাতে পরবর্তী প্রজন্মকে তা বলতে পার।

অধ্যায় দেখুন কপি




গীত 48:13
10 ক্রস রেফারেন্স  

আজ আমি শুভ্রকেশ, বৃদ্ধ হে ঈশ্বর, আমাকে করো না পরিত্যাগ, যতদিন না এই প্রজন্মের কাছে তোমার বাহুবল ও ভাবী বংশধরদের কাছে তোমার মহাপরাক্রমের কথা ঘোষণা করি আমি।


তোমার প্রাচীরের অভ্যন্তরে শান্তি বর্তুক তোমার প্রাসাদসমূহে বিরাজ করুক কল্যাণ।


তোমাদের সন্তানদের সেগুলি শিখাবে, আর তোমরা যখন ঘরে থাকবে, পথে চলবে, শয়ন করবে বা শয্যাত্যাগ করবে-সব সময়েই ঐগুলি আলোচনা করবে।


সেদিন আমি দাউদের ভেঙ্গে পড়া কুটিরআবার গড়ে তুলব, আবার গাঁথব তাদের ভাঙ্গা প্রাচীর। তার ধসে পড়া স্থানগুলি সারিয়ে দেব, আগের মতই সেগুলিকে আবার গড়ে তুলব,


তোমরা নিজেদের সন্তানদের বলো এ কথা, তারা বলবে তাদের সন্তানদের কাছে, আর সেই সন্তানেরা পুরুষানুক্রমে বলবে তাদের বংশধরদের কাছে।


বহু কাল আগে যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তাকেই পুনর্গঠিত করবে তোমরা, পুরাতন ভিত্তির উপর আবার গড়ে তুলবে নতুন ইমারৎ। তোমরা আখ্যাত হবে নগর প্রাকার ও বিধ্বস্ত অট্টালিকাসমূহের নব নির্মাতারূপে।


চেয়ে দেখ সিয়োনের দিকে, যে নগরীতে আমরা ধর্মীয় উৎসব পালন করি। চেয়ে দেখ জেরুশালেমের দিকে, বসবাসের জন্য কী নিরাপদ স্থান! এ হবে এমন এক আবাস শিবিরের মত যা কোন দিন স্থানান্তরিত হবে না, যার খুঁটি কোনদিন উপরে নেওয়া হবে না, দড়ি কোনদিন ছিঁড়বে না।


আর তুমি, হে অভিশপ্ত নরাধম ইসরায়েল নরপতি, তোমারও দিন ঘনিয়ে এসেছে, এবার তোমায় চরম দণ্ড পেতে হবে সেইদিন আসন্ন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন