Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 48:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 তোমার ন্যায্যবিচারে আনন্দিত হোক সিয়োন পর্বত যিহুদীয়ার প্রতি জনপদে উঠুক হর্ষধ্বনি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 সিয়োন পর্বত আনন্দ করুক, এহুদার কন্যারা উল্লসিত হোক, তোমার ন্যায়বিচারের জন্য।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 তোমার ন্যায়বিচারে, সিয়োন পর্বত উল্লাস করে, যিহূদার গ্রামগুলি আনন্দিত হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 সিয়োন পর্ব্বত আনন্দ করুক, যিহূদার কন্যারা উল্লাসিত হউক, তোমার শাসননিচয়ের জন্য।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 ঈশ্বর, সিয়োন পর্বত সত্যই সুখী। আপনার সিদ্ধান্তের জন্য যিহূদার শহরগুলি আনন্দ করছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 সিয়োন শহর আনন্দ করুক, যিহূদার লোকেরা আনন্দ করুক, তোমার ধার্মিক শাসনের জন্য।

অধ্যায় দেখুন কপি




গীত 48:11
17 ক্রস রেফারেন্স  

হে প্রভু পরমেশ্বর, তোমার বিচারের বাণী শুনে সিয়োন হয় আনন্দিত যিহুদাকুলের কন্যারা করে উল্লাস।


“হে স্বর্গরলোক, আনন্দ কর তার এ দশায়,পুণ্যাত্মা, প্রেরিত-শিষ্য ওপ্রবক্তা নবীরাও উল্লসিত হও,কারণ তোমাদের প্রতি তার অন্যায়েরবিচার করে ঈশ্বর তাকেদিয়েছেন চরম প্রতিফল।”


হে প্রভু, তোমাকে কে না ভয় করে? কে না গায় তোমার নামের মহিমা? কারণ একমাত্র তুমিই পবিত্র, সর্বজাতি তোমারই আরাধনা করবে কারণ প্রকাশিত হয়েছে তোমার ন্যায়বিচার।”


তিনি তাদের দিকে ফিরে বললেন, ওগো জেরুশালেমের মেয়েরা, আমার জন্য কেঁদো না, বরং তোমাদের নিজেদের জন্য এবং তোমাদের সন্তানদের জন্য কাঁদ।


ওগো সিয়োনদুহিতা, মহোল্লাস কর, জয়ধ্বনি কর ওগো জেরুশালেম কন্যা। ঐ দেখ, তোমার অধিরাজ আসছেন তোমার কাছে যুদ্ধে হয়েছেন তিনি বিজয়ী। তিনি নত-নম্র, গর্দভপৃষ্ঠে আসীন ভারবাহী পশুশাবক তাঁর বাহন।


তার সম্পর্কে আমি, প্রভু পরমেশ্বর বলছি: হে সনহেরিব, সিয়োন কন্যা তোমাকে উপহাস করেছ, তাচ্ছিল্য করছে তোমায়।


মুধমাখা বাণী তাঁর অমৃতের নির্ঝর! নয়নমোহন তিনি সর্বাঙ্গসুন্দর! ওগো জেরুশালেমের কামিনীফুল, মোর প্রিয়তম অপরূপ রূপময়, এই তাঁর পরিচয়


ওগো জেরুশালেমের মেয়েরা বনহরিণ আর বনহরিণীদের দোহাই ভেঙ্গে দিও না আমাদের প্রেমের বাসর।


ওগো জেরুশালেমের অঙ্গনাকুল, বনের হরিণ আর হরিণীদের দোহাই, ভেঙ্গো না মোদের প্রেমের বাসর।


ওগো জেরুশালেমের তরুণীদল হতে পারি আমি শ্যামা, তবু আমি সুন্দরী, হলেও কেদরকুলের শিবিরের মত, শলোমনের প্রাসাদের পর্দার মত আমি পরম রমণীয়।


দুর্জনের এই শাস্তি দেখে আনন্দিত হবে ধার্মিকেরা, তার রক্তে তারা করবে পাদপ্রক্ষালন।


এভাবেই বিধ্বস্ত হোক তোমার বৈরীদল, হে পরমেশ্বর! কিন্তু তোমার ভক্তবৃন্দ ভাস্বর হয়ে উঠুক উদীয়মান সূর্যের মত।” এর পরে চল্লিশ বছর দেশে শান্তি স্থায়ী হয়েছিল।


উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত সর্বজাতির মাঝে আমি পূজিত এবং সর্বস্থানে আমার নামে নিবেদিত হয় সুগন্ধি ধূপ ও শুচিশুদ্ধ নৈবেদ্য, কারণ সর্বজাতি আমাকে সম্ভ্রম করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন