Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 48:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 হে ঈশ্বর, তোমার গৌরব ও মহিমা পরিব্যাপ্ত এ বিশ্বমণ্ডলে, ন্যায়ের দাক্ষিণ্যে পূর্ণ তোমার অভয় হস্ত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 যেমন তোমার নাম, হে আল্লাহ্‌, তেমনি তোমার প্রশংসা দুনিয়ার প্রান্ত পর্যন্ত উচ্চারিত হয়; তোমার ডান হাত ধর্মশীলতায় পরিপূর্ণ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 তোমার নামের মতো, হে ঈশ্বর, তোমার প্রশংসা পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছায়; তোমার শক্তিশালী ডান হাত ধার্মিকতায় পূর্ণ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 যেমন তোমার নাম, হে ঈশ্বর, তেমনি তোমার প্রশংসা পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত; তোমার দক্ষিণ হস্ত ধর্ম্মশীলতায় পরিপূর্ণ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 ঈশ্বর, আপনি বিখ্যাত। সারা পৃথিবী জুড়ে লোকরা আপনার প্রশংসা করে। প্রত্যেকেই জানে আপনি কত ভাল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 যেমন তোমার নাম ঈশ্বর, তেমনি তোমার প্রশংসা পৃথিবীর শেষ সীমা পর্যন্ত; তোমার ডান হাত ধার্মিকতার দ্বারা পরিপূর্ণ।

অধ্যায় দেখুন কপি




গীত 48:10
16 ক্রস রেফারেন্স  

উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত সর্বজাতির মাঝে আমি পূজিত এবং সর্বস্থানে আমার নামে নিবেদিত হয় সুগন্ধি ধূপ ও শুচিশুদ্ধ নৈবেদ্য, কারণ সর্বজাতি আমাকে সম্ভ্রম করে।


উদয়াচল থেকে অস্তাচল অবধি কীর্তিত হোক প্রভু পরমেশ্বরের নাম।


এই পুস্তকে যে সমস্ত বিধান লিপিবদ্ধ করা হল তা যদি তোমরা সযত্নে পালন না কর, যদি তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের মহিমান্বিত ও ভয়াবহ নামের প্রতি শ্রদ্ধা প্রদর্শন না কর,


কনানীরা ও এদেশের অধিবাসীরা যখন এ কথা শুনবে, তখন তারা আমাদের ঘিরে ধরবে আর পৃথিবী থেকে আমদের নিশ্চিহ্ন করে দেবে। তখন তোমার মহানামের মর্যাদা রক্ষার জন্য তুমি কি করবে?


ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি! আমি তোমার ঈশ্বর, হতাশ হয়ো না তুমি! আমি তোমায় শক্তিমান করব সাহায্য করব তোমায়, আমি তোমার রক্ষা করব, উদ্ধার করব তোমায়!


তারপর আমি দেখলাম, স্বর্গ উন্মুক্ত হল। সেখানে দেখলাম, একটি শ্বেত অশ্ব, তার আরোহীর নাম ‘বিশ্বস্ত সত্যনিষ্ঠ।’ তিনি ন্যায়সঙ্গতভাবে বিচার ও যুদ্ধ করেন।


তাঁর বিচার যথার্থ ও ন্যায্য,যে বারাঙ্গনার ব্যভিচারেকলুষিত সারা পৃথিবী,তিই তার বিচার করেছেন,তাঁর সেবকদের রক্তপাতের প্রতিফলতাকে দিয়েছেন।”


পালে নিখুঁত পশু থাকা সত্ত্বেও যে প্রতারক পরমেশ্বরের উদ্দেশে মানত পূরণের জন্য খুঁতগ্রস্ত পশু উৎসর্গ করে, সে অভিশপ্ত হোক! কারণ আমি মহান রাজা, সর্বজাতি আমাকে সম্ভ্রম ও সমাদর করে।


প্রভু পরমেশ্বর সকল কর্মে দয়াবান, ন্যায়পরায়ণ সর্বক্ষেত্রে।


হে রাজন! তুমি সর্বশক্তিমান, ন্যায়নিষ্ঠ তুমি, তুমিই প্রতিষ্ঠিত করেছ ন্যায়নীতি, যাকোবকুলে তুমিই প্রবর্তন করেছ ন্যায়বিচার ও ধর্মশীলতা।


তুমি ন্যায় ভালবাস, ঘৃণা কর অন্যায়কে, তাই ঈশ্বর–তোমার আরাধ্য ঈশ্বর তোমাকে করেছেন অভিষিক্ত। তোমার সমকক্ষদের তুলনায় তোমাকে তিনি করেছেন অধিকতর সুখী।


প্রভু পরমেশ্বর ন্যায়পরায়ণ, ন্যায়সঙ্গত কর্মেই তিনি প্রীত, ন্যায়নিষ্ঠ ব্যক্তিই দর্শন করবে তাঁর শ্রীমুখ।


তিনিই আমাদের প্রভু, আমাদের পরমেশ্বর, সারা বিশ্বজুড়ে চলছে তাঁরই অনুশাসন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন