Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 47:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 জাতিবৃন্দের উপর ঈশ্বর রাজত্ব করেন, আপন পবিত্র সিংহাসনে তিনি সমাসীন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 আল্লাহ্‌ জাতিদের উপরে রাজত্ব করেন; আল্লাহ্‌ তাঁর পবিত্র সিংহাসনে উপবিষ্ট।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 ঈশ্বর সমস্ত জাতির উপর শাসন করেন, ঈশ্বর তাঁর পবিত্র সিংহাসনে অধিষ্ঠিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 ঈশ্বর জাতিগণের উপরে রাজত্ব করেন; ঈশ্বর আপন পবিত্র সিংহাসনে উপবিষ্ট।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 ঈশ্বর তাঁর পবিত্র সিংহাসনে বসেন। তিনি সব জাতিকে শাসন করেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 ঈশ্বর জাতিদের উপরে রাজত্ব করেন; ঈশ্বর তাঁর পবিত্র সিংহাসনে বসেন।

অধ্যায় দেখুন কপি




গীত 47:8
18 ক্রস রেফারেন্স  

আকাশ মণ্ডল হোক আনন্দমুখর, উল্লসিত হোক এই বিশ্বচরাচর, সর্বজাতির কাছে তারা ঘোষণা করুক: পরমেশ্বরই সর্বাধিপতি!


তখন আমি বিরাট জনসমাবেশের কোলাহন, জলধি কল্লোল ও প্রচণ্ড বজ্রনাদের মত এক ধ্বনি শুনতে পেলাম, সেই ধ্বনিতে ঘোষিত হচ্ছিল: ‘হাল্লেলুয়া, আমাদের আরাধ্য ঈশ্বর সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর রাজত্বগ্রহণ করেছেন,


সেইজন্যই এস, আমরা সাহসভরে করুণাময়ের সিংহাসনের সম্মুখে উপস্থিত হই, যেন তাঁর দয়া লাভ করি এবং সঙ্কটকালে তাঁর অনুগ্রহ লাভ করতে পারি।


প্রভু পরমেশ্বরই রাজাধিরাজ, মহিমায় বিভূষিত তিনি, সুশোভিত তিনি গৌরব ও পরাক্রমে, এ জগতও প্রতিষ্ঠিত সুদৃঢ় ভিত্তিতে,


ধর্মশীলতা ও ন্যায়বিচার তোমার সিংহাসনের ভিত্তি অবিচল প্রেম ও বিশ্বস্ততা প্রকাশমান তোমার সকল কর্মে।


আমার বিবাদ নিষ্পন্ন করে তুমি করেছ ন্যায়বিচার, মহান বিচারক তুমি, সমাসীন ন্যায়ের সিংহাসনে।


এর পরে আমি বিরাট এক শ্বেত সিংহাসনে সমাসীন একজন পুরুষকে দেখলাম। তাঁর সম্মুখ থেকেপৃথিবী ও আকাশমণ্ডল অন্তর্হিত হল। তাদের জন্য কোন স্থান হইল না।


তিনি জাতিসমূহের বিচার করবেন, মৃতদেহে পরিপূর্ণ করবেন যুদ্ধক্ষেত্র, সকল দেশের নেতৃবৃন্দকে করবেন পরাজিত।


সুপ্রতিষ্ঠিত হয়েছে প্রভু পরমেশ্বরের রাজত্ব, কম্পিত হোক মানব সমাজ ভয়ে ও ভক্তিতে। করূবদ্বয়ের উপরে স্থাপিত আসনে সমাসীন তিনি, পৃথিবী হোক প্রকম্পিতা।


রাজরাজেশ্বর প্রভু পরমেশ্বরের রাজত্ব সুপ্রতিষ্ঠিত, উল্লাস করুক পৃথিবী, আনন্দিত হোক সুদূর উপকূলবাসী।


জাতিবৃন্দের কাছে ঘোষণা কর: প্রভু পরমেশ্বরই রাজরাজেশ্বর! অটল ভিত্তির উপর তিনি প্রতিষ্ঠিত করেছেন এই পৃথিবীকে, জাতিবৃন্দের বিচার করবেন তিনি নিরপেক্ষভাবে।


দুর্জন শাসকেরা, যারা উৎপীড়নের জন্য বিধান রচনা করে, তারা কি হতে পারে মিত্র তোমার?


প্রভু মহান, সুমহান আমাদের প্রভু পরমেশ্বর! তাঁর পবিত্র পর্বতে স্থাপিত আমাদের ঈশ্বরের পবিত্র নগরী। সেইখানে ধ্বনিত হোক তাঁর স্তব ও বন্দনাগান।


সিয়োনে অধিষ্ঠিত প্রভু পরমেশ্বর মহামহীয়ান, সমগ্র মানব সমাজের ঊর্ধ্বে তাঁর অধিষ্ঠান।


সমগ্র পৃথিবীতে প্রভুর রাজত্ব প্রতিষ্ঠিত হবে সেদিন। প্রভু পরমেশ্বরই হবেন একচ্ছত্র অধিপতি। তাঁর নামই হবে একমাত্র নাম।


পালে নিখুঁত পশু থাকা সত্ত্বেও যে প্রতারক পরমেশ্বরের উদ্দেশে মানত পূরণের জন্য খুঁতগ্রস্ত পশু উৎসর্গ করে, সে অভিশপ্ত হোক! কারণ আমি মহান রাজা, সর্বজাতি আমাকে সম্ভ্রম ও সমাদর করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন