Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 47:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 স্তবগান কর ঈশ্বরের, বন্দনাগান কর আমাদের রাজার!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 আল্লাহ্‌র উদ্দেশে প্রশংসা-গজল কর, প্রশংসা-গজল কর; আমাদের বাদশাহ্‌র উদ্দেশে প্রশংসা-গজল কর, প্রশংসা-গজল কর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 ঈশ্বরের উদ্দেশে স্তব করো, স্তব করো; আমাদের রাজার উদ্দেশে স্তব করো, স্তব করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 ঈশ্বরের উদ্দেশে স্তব কর, স্তব কর; আমাদের রাজার উদ্দেশে স্তব কর, স্তব কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা কর, তাঁর প্রশংসা কর। আমাদের রাজার প্রশংসাগীত গাও, তাঁর প্রশংসা কর।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা গান গাও, স্তব কর; আমাদের রাজার উদ্দেশ্যে প্রশংসা গান কর, স্তব কর।

অধ্যায় দেখুন কপি




গীত 47:6
16 ক্রস রেফারেন্স  

রাজা তখন তাঁর ডান পাশের লোকদের বলবেন, এস, তোমরা আমার পিতার আশীর্বাদের পাত্র। জগৎ সৃষ্টির শুরু থেকে যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত হয়ে আছে তার অধিকার গ্রহণ কর।


ঈশ্বরের স্তবগান গাও, গাও তাঁর নাম গান, মেঘরথে তিনি আসীন, তাঁর জন্য প্রস্তুত কর পথ, তিনি সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, উল্লাস কর সাক্ষাতে তাঁর।


ঐ সমস্ত বাণিজ্যতরীর আনাগোণা অর্থহীন, তাদের বাণিজ্য বিস্তার ঘটবে না। আমরা শত্রুসৈন্যের সমস্ত সম্পদ কেড়ে নেব। সেই লুন্ঠিত সম্পদের পরিমাণ এত বেশী হবে যে খঞ্জ ব্যক্তিও সেই সম্পদের অংশ লুঠ করতে পারবে। স্বয়ং প্রভু পরমেশ্বর আমাদের রাজা হবেন, তিনি আমাদের শাসন ও রক্ষা করবেন।


হে আমার ঈশ্বর, হে রাজন! আমি উচ্ছ্বসিত প্রশংসা করব তোমার, চিরকাল করব তোমার নামের গুণগান।


“যীশু, ইহুদীদের রাজা, “ এই মর্মে একটি অপরাধ-লিপি লিখে তাঁর মাথার উপর টাঙ্গিয়ে দেওয়া হল।


গাও মহাসঙ্গীত, গাও তাঁর স্তবগান গানে গানে বল তাঁর অপূর্ব কীর্তিকাহিনী।


হে প্রভু পরমেশ্বর, তুমিই আমাদের ঢাল ইসরায়েলের আরাধ্য পবিত্র ঈশ্বর তুমি, তুমি আমাদের রাজা।


তারপর দাউদ প্রজাদের আদেশ দিলেনঃ তোমরা প্রভু পরমেশ্বরের মহিমা কীর্তন কর। সমবেত জনতা তাদের পূর্বপুরুষের আরাধ্য ঈশ্বর প্রভুর মহিমা কীর্তন করতে লাগল। প্রভু পরমেশ্বর ও রাজার সম্মানে প্রণিপাত করল।


ওগো সিয়োনদুহিতা, মহোল্লাস কর, জয়ধ্বনি কর ওগো জেরুশালেম কন্যা। ঐ দেখ, তোমার অধিরাজ আসছেন তোমার কাছে যুদ্ধে হয়েছেন তিনি বিজয়ী। তিনি নত-নম্র, গর্দভপৃষ্ঠে আসীন ভারবাহী পশুশাবক তাঁর বাহন।


মিরিয়াম গান গাইতে লাগলেন, মহাগৌরবে সমুন্নত প্রভু পরমেশ্বর, তাঁর উদ্দেশে গাও গান, অশ্বসহ অশ্বারোহীদের তিনি নিক্ষেপ করেছেন সাগরে


ইসরায়েলীরা সকলে মিলে তুরী, শিঙা, করতাল ও বাঁশী বাজিয়ে জয়ধ্বনি করতে করতে চুক্তি সিন্দুকটি জেরুশালেমে নিয়ে এল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন