Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 47:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 হে জাতিবৃন্দ করতালি দাও, সহর্ষে ঈশ্বরের জয়ধ্বনি কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 হে সমুদয় জাতি, করতালি দাও; আনন্দরবে আল্লাহ্‌র উদ্দেশে জয়ধ্বনি কর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 হে জাতিসকল, করতালি দাও; মহানন্দে ঈশ্বরের উদ্দেশে জয়ধ্বনি করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 হে সমুদয় জাতি, করতালি দেও; আনন্দরবে ঈশ্বরের উদ্দেশে জয়ধ্বনি কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 হে পৃথিবীর জনগণ, তোমরা হাততালি দাও! মহানন্দে ঈশ্বরের উদ্দেশ্যে ধ্বনি দাও!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 তালি দাও তোমরা হাতে, তোমার সব লোকেরা; আনন্দস্বরে ঈশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি কর।

অধ্যায় দেখুন কপি




গীত 47:1
18 ক্রস রেফারেন্স  

হে প্রভু পরমেশ্বর আমাদের আরাধ্য ঈশ্বর, উদ্ধার কর আমাদের, জাতিবৃন্দের মধ্য থেকে আমাদের ফিরিয়ে নিয়ে যাও, যেন আমরা তোমার পবিত্র নামের ধন্যবাদ করতে পারি, যেন মুখর হতে পারি তোমার প্রশংসায়।


সমগ্র পৃথিবী! প্রভু পরমেশ্বরেরজয়ধ্বনি কর, মুখরিত হও আনন্দসঙ্গীতে, গাও তাঁর বন্দনাগান।


প্রভু পরমেশ্বর বলেন,আনন্দ সঙ্গীত গাও, ইসরায়েলের জন্য,জাতিবৃন্দের মাঝে যে জাতি মহান্‌, গাও তার স্তবগান। রক্ষা করেছেন প্রভু পরমেশ্বর তাঁর প্রজাবৃন্দকে উদ্ধার করেছেন তাদের যারা ছিল অবশিষ্ট।


আমি নিয়ে যাব তোমাদের পরমশান্তিতে, গিরি-পর্বত মুখরিত হবে সঙ্গীতে, বৃক্ষ-বনরাজি আনন্দে হবে মাতোয়ারা।


ঈশ্বর আমাদের সুরক্ষিত আশ্রয় আমাদের শক্তি ও পরম সহায়। সাহায্যদানে তিনি সদা তৎপর।


ঈশ্বর জয়ধ্বনি সহকারে, তুরীধ্বনিসহ প্রভু আরোহণ করলেন সিংহাসনে।


তারপর যিহোয়াদা যোয়াশকে গোপন কক্ষ থেকে বার করে এনে তাঁকে রাজটীকা পরিয়ে দিলেন এবং তাঁর হাতে তুলে দিলেন বিধানগ্রন্থ। তারপর যোয়াশকে অভিষেক করে তাঁকে রাজা বলে ঘোষণা করলেন। সমবেত জনতা হাততালি দিয়ে রাজার জয়ধ্বনি করতে লাগল। রাজা দীর্ঘজীবী হোন!


এইভাবে তিনি সমস্ত ইসরায়েলীদের নিয়ে শোভাযাত্রা করে তূরী, ভেরী বাজিয়ে জয়ধ্বনি করতে করতে চুক্তিসিন্দুকটিকে জেরুশালেমে নিয়ে এলেন।


ওগো সিয়োনদুহিতা, মহোল্লাস কর, জয়ধ্বনি কর ওগো জেরুশালেম কন্যা। ঐ দেখ, তোমার অধিরাজ আসছেন তোমার কাছে যুদ্ধে হয়েছেন তিনি বিজয়ী। তিনি নত-নম্র, গর্দভপৃষ্ঠে আসীন ভারবাহী পশুশাবক তাঁর বাহন।


পর্বত প্রমাণ বাধাও তোমার সামনে থেকে অপসারিত হবে। তুমি মন্দির পুনর্নির্মাণ করবে এবং সকলে প্রশংসা ধ্বনির মাঝে শেষ প্রস্তরটি বসিয়ে দেবে।


নদ-নদী-মালা দাও করতালি, আনন্দগানে মেতে ওঠ গিরি পর্বত প্রভুর সম্মুখে।


যিহুদীয়ার সৈন্যদল অবিয়র পরিচালনায় প্রচণ্ড রণহুঙ্কার দিয়ে তাদের আক্রমণ করল। ঈশ্বর যারবিয়াম ও ইসরায়েলী সৈন্যবাহিনীকে পরাজিত করলেন।


শমুয়েল সকলকে বললেন, প্রভু পরমেশ্বরের মনোনীত ব্যক্তিকে তোমরা দেখ। সমস্ত জাতির মধ্যে এর মত কেউ নেই। তখন সমস্ত লোক চীৎকার করে বলল, রাজা দীর্ঘজীবি হোন।


ওগো সিয়োন কন্যা, আনন্দ কর, জয়ধ্বনি কর হে ইসরায়েল, হে জেরুশালেমনিবাসী উল্লসিত হও, আনন্দ কর প্রাণ খুলে।


হরিণী যেমন স্রোতস্বিনীর আকাঙ্ক্ষায় আকুল হে প্রভু পরমেশ্বর, আমার প্রাণও তেমনি ব্যাকুল তোমারই প্রতীক্ষায়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন