Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 45:17 - পবিএ বাইবেল CL Bible (BSI)

17 আমার এ গৌরব গাথায় পুরুষানুক্রমে ঘোষিত হবে তোমারই সুখ্যাতি, চিরকাল লোকে করবে তোমার জয়গান।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 আমি তোমার নাম সমস্ত বংশ পরম্পরায় স্মরণ করাব, এজন্য জাতিরা যুগে যুগে চিরকাল তোমার প্রশংসা করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 আমি তোমার স্মৃতি বংশপরম্পরায় চিরস্থায়ী করব; সেইজন্য জাতিরা যুগে যুগে তোমার প্রশংসা করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 আমি তোমার নাম সমস্ত পুরুষপরম্পরায় স্মরণ করাইব, এইজন্য জাতিরা যুগে যুগে চিরকাল তোমার স্তব করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 আমি আপনার নাম চিরদিনের জন্য বিখ্যাত করে যাবো। লোকে চিরকাল আপনার প্রশংসা করে যাবে!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 আমি তোমার নাম সমস্ত প্রজন্মকে স্মরণ করাব, এই জন্য লোকেরা চিরকাল জন্য তোমাকে ধন্যবাদ দেবে।

অধ্যায় দেখুন কপি




গীত 45:17
11 ক্রস রেফারেন্স  

তুমি হবে প্রভু পরমেশ্বরের গৌরবমুকুট, সৌন্দর্যে অতুলনীয় এক রাজকিরীট।


উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত সর্বজাতির মাঝে আমি পূজিত এবং সর্বস্থানে আমার নামে নিবেদিত হয় সুগন্ধি ধূপ ও শুচিশুদ্ধ নৈবেদ্য, কারণ সর্বজাতি আমাকে সম্ভ্রম করে।


বংশপরম্পরায় তারা হবে খ্যাতিমান জাতিবৃন্দের মাঝে, তাদের দেখলেই লোকে বুঝবে যে, এরা সেই জাতি, যারা আমার আশিসধন্য।


আমি তোমাদের সত্যিই বলছি, সারা জগতে এই সুসমাচার যেখানেই প্রচারিত হবে, সেখানেই তাকে স্মরণ করে তার এই কাজের কথা উল্লেখ করা হবে।


আমি তোমাদের সঙ্গে স্থাপন করব এক সন্ধিচুক্তি: আমি তোমাদের দান করেছি আমার মহাশক্তি, দান করেছি আমার অনুশাসন চিরকালের জন্য। এখন থেকে তোমরা আমার বাধ্য হয়ে চলবে, তোমাদের সন্তান-সন্ততি ও বংশধরদের শিক্ষা দান করবে আমার এই অনুশাসন যুগে যুগে, চিরকাল।


তোমার মত পাই নি কাউকে আমি কপোতীর মত ললিত ছন্দোময়ী তুমি যে অনিন্দিতা আমি তোমাকেই ভালবাসি। জননীর একমাত্র জাতিকা তুমি তার দুহিতা প্রিয়তমা! কামিনীকুলও মুগ্ধ তোমার রূপে রাণী-মহারাণী উপপত্নীরা যত মুখর তোমার রূপের প্রশংসায়।


হে প্রভু পরমেশ্বর পৃথিবীর সমস্ত রাজা করবে তোমার প্রশস্তি, তারা শুনেছে তোমার মুখনিঃসৃত বাণী।


সুতরাং প্রভুর না আসা পর্যন্ত তোমরা যতবার এই রুটি গ্রহণ করবে এবং পানপাত্র থেকে পান করবে ততবার তেআমরা প্রভুর মৃত্যুর বার্তা ঘোষণা করবে, যতদিন তিনি না আসেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন