Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 42:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 হরিণী যেমন স্রোতস্বিনীর আকাঙ্ক্ষায় আকুল হে প্রভু পরমেশ্বর, আমার প্রাণও তেমনি ব্যাকুল তোমারই প্রতীক্ষায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 হরিণী যেমন পানির স্রোতের আকাঙ্খা করে, তেমনি, হে আল্লাহ্‌, আমার প্রাণ তোমার আকাঙ্খা করছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, হে ঈশ্বর, তেমনি আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, তেমনি, হে ঈশ্বর, আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করিতেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 হরিণ যেমন ঝর্ণার জলের জন্য তৃষ্ণার্ত থাকে, সেইভাবে হে ঈশ্বর, আমার আত্মাও আপনার জন্য তৃষ্ণার্ত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 হরিণ যেমন জলস্রোতের জন্য আকাঙ্খা করে, ঈশ্বর, আমার প্রাণ তোমার জন্য আকাঙ্খা করে।

অধ্যায় দেখুন কপি




গীত 42:1
21 ক্রস রেফারেন্স  

কারণ তোমার নির্দেশের আকাঙ্ক্ষায় ব্যাকুল আমি, অধীর হয়েছে আমার প্রাণ।


প্রভু মহান, সুমহান আমাদের প্রভু পরমেশ্বর! তাঁর পবিত্র পর্বতে স্থাপিত আমাদের ঈশ্বরের পবিত্র নগরী। সেইখানে ধ্বনিত হোক তাঁর স্তব ও বন্দনাগান।


ঈশ্বর আমাদের সুরক্ষিত আশ্রয় আমাদের শক্তি ও পরম সহায়। সাহায্যদানে তিনি সদা তৎপর।


হে প্রভু পরমেশ্বর, তুমি প্রসন্ন ছিলে তোমার এ দেশের প্রতি, যাকোবের বন্দিত্ব মোচন করে তুমি তাকে ফিরিয়ে এনেছিলে।


রাজার উদ্দেশে এ গাথা নিবেদন করতে গিয়ে সুমধুর কল্পনার ভাবাবেশে উচ্ছ্বসিত হৃদয় আমার, সুলেখকের লেখনীর মত।


হে জাতিবৃন্দ করতালি দাও, সহর্ষে ঈশ্বরের জয়ধ্বনি কর।


হে প্রভু পরমেশ্বর, অতীতে আমাদের পূর্বপুরুষের কালে তুমি সাধন করেছিলে যত মহৎ কর্ম, সবই শুনেছি আমরা আমাদের পিতৃপিতামহের কাছে।


শোন হে জাতিবৃন্দ, আমার কথা শোন, শোন জগতের সকল অধিবাসী,


আর পৃথিবী শিবির ও জিনিসপত্রসমেত কোরহ্ ও তার অনুগামী সকলকেই গ্রাস করল।


লেবির পুত্র কোহাৎ,কোহাৎ-এর পুত্র যিষ্‌হর, যিষ্‌হরের পুত্র কোরহ্। কোরহ্ এবং রূবেণ বংশীয়দের মধ্যে ইলিয়াবের পুত্র দাথন ও অবীরাম এবং পেলৎ-এর পুত্র ওন, এরা কয়জন মিলে একজোট হল।


কোরহের সন্তানরা কিন্তু তখন মরে নি।


কোরহের সন্তান: আসির, ইল্‌কানা ও অবিয়াসফ। এঁরা কোরহ‌্‌র গোষ্ঠী।


কোহাৎ-এর পুরুষ পরম্পরায় বংশতালিকা: অম্মিনাদব, কোরহ্, অসীর,


পবিত্র পর্বতে প্রভু পরমেশ্বর, প্রতিষ্ঠা করেছেন তাঁর নগরী।


হে প্রভু পরমেশ্বর, আমার পরিত্রাতা, আমার আরাধ্য ঈশ্বর, আমি সারাদিন তোমায় ডাকি, রাত্রিকালে তোমার কাছে ভেঙ্গে পড়ি কান্নায়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন