Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 41:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 কিন্তু তুমি, হে প্রভু পরমেশ্বর, আমার প্রতি সদয় হও, সুস্থ কর আমায়, আমি যেন ওদের দিতে পারি প্রতিফল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 হে মাবুদ, তুমি আমার প্রতি রহম কর, আমাকে উঠাও, যেন আমি ওদের প্রতিফল দিই।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 কিন্তু তুমি, হে সদাপ্রভু, আমার প্রতি দয়া করো, আবার আমাকে সুস্থ করো, যেন আমি তাদের প্রতিফল দিতে পারি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 হে সদাপ্রভু, তুমি আমার প্রতি কৃপা কর, আমাকে উঠাও, যেন আমি উহাদিগকে প্রতিফল দিই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 তাই প্রভু আমার প্রতি সদয় হোন। আমাকে উঠে দাঁড়াতে দিন, ওদের প্রাপ্য আমি ফেরৎ‌ দেবো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 কিন্তু তুমি, সদাপ্রভুু, আমার প্রতি করুণা কর এবং আমাকে ওঠাও, যাতে আমি প্রতিশোধ নিতে পারি।

অধ্যায় দেখুন কপি




গীত 41:10
13 ক্রস রেফারেন্স  

আর আমার ঐ শত্রুরা, যারা চায়নি যে, আমি তাদের উপর রাজত্ব করি, তাদের ধরে আন এবং আমার সামনে বধ কর।’


হে ঈশ্বর, আমার প্রতি কৃপা কর, আমি তোমারই শরণাগত, কৃপা কর আমায়। তোমারই পক্ষচ্ছায়ে আমি আশ্রয় চাই, যতক্ষণ না কেটে যায় বিপদের ঝড়।


কিন্তু হে প্রভু পরমেশ্বর, তুমি ঢালের মত ঘিরে রেখেছ আমায় দিয়েছ গৌরব, করেছ উন্নতশির।


হোমবলি উৎসর্গ করার সময় অবশালোম গিলো শহর থেকে রাজা দাউদের একজন উপদেষ্টা অহীথোফলকে ডেকে পাঠাল। ষড়যন্ত্র আরও জোরদার হয়ে উঠল, অবশালোমের দলে লোক আরও বেড়ে যেতে লাগল।


আমার অন্তরঙ্গ বন্ধুরা পরিত্যাগ করেছে আমায় আমার প্রিয়জনেরা আমার প্রতি বিমুখ হয়েছে।


কিন্তু আমার পরম বন্ধু যে তুমি, আমার সাথী, আমার একান্ত আপন, সেই তুমিই করছ এ কাজ।


একদিন কত না মধুর আলাপ করেছি আমরা দুজনে, একসাথে গিয়েছি প্রভুর মন্দিরে।


শুনি সকলেই ফিস্‌ফিস্‌ করে বলে, ‘সর্বস্থানে সন্ত্রাস, এস আমরা প্রকাশ্যে অভিযুক্ত করি তাকে, দোষারোপ করি তার বিরুদ্ধে।’ আমার ঘনিষ্ঠ বন্ধুরাও আমার পতন কামনা করে, তারা বলে, ‘এবার হয়ত তাকে ফেলা যাবে ফাঁদে, তখন আমরা তাকে মুঠোয় পাব, আর নেব প্রতিশোধ।’


তোমার মিত্রপক্ষের সকলেই তোমার সঙ্গে প্রতারণা করবে, তোমাকে দেশছাড়া করবে। তোমার দলের লোকেরাই তোমাকে পরাস্ত করবে, তোমার আপনজনেরাই তোমার জন্য ফাঁদ পাতবে, কিন্তু তুমি ধরতে পারবে না তাদের চতুরতা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন