Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 40:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 তোমার সাধিত পরিত্রাণের শুভসংবাদ আমি করেছি প্রচার ভক্ত সমাবেশে। হে প্রভু আমার, তুমি জান, আমি নীরব থাকিনি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 আমি মহাসমাজে ধর্মশীলতার মঙ্গলবার্তা তবলিগ করেছি; দেখ, আমার ওষ্ঠাধর রুদ্ধ করি না; হে মাবুদ, তুমি তা জান।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 তোমার সব লোককে আমি তোমার ন্যায়বিচারের কথা বলেছি, আমি আমার মুখ বন্ধ করিনি, হে সদাপ্রভু, এসব তুমি জানো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 আমি মহাসমাজে ধর্ম্মশীলতার মঙ্গলবার্ত্তা প্রচার করিয়াছি; দেখ, আমার ওষ্ঠাধর রুদ্ধ করি না; হে সদাপ্রভু, তুমি ইহা জ্ঞাত আছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 মহাসভায় মানুষের সামনে আমি জয়ের কথা বলেছি। এবং প্রভু আপনি জানেন, সুসমাচার উচ্চারণ করা থেকে আমি কখনও বিরত হব না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 আমি মহাসমাজে ধার্মিকতার সুসমাচার ঘোষণা করেছি; সদাপ্রভুু, তুমি জান।

অধ্যায় দেখুন কপি




গীত 40:9
14 ক্রস রেফারেন্স  

বিপুল জনসমাবেশে আমি বর্ণনা করব তোমার মহান কীর্তির কথা, যারা তোমায় সম্ভ্রম করে, তাদের সমক্ষে আমি পূর্ণ করব আমার সকল অঙ্গীকার।


তোমার মুখনিঃসৃত সকল শাসনবিধি উচ্চারণ করবে বার বার আমার ওষ্ঠাধর।


আমি গাইব তোমার নাম আমার বন্ধুজনের কাছে, লোক সমাজে –করব তোমার স্তবগান।


তিনি বলেছেনঃ “আমি গাইব তোমার নামআমার বন্ধুজনের কাছে,লোকসমাজে আমি করব তোমার স্তব।”


আমি সুবিপুল জনসমাবেশে করব তোমার স্তব, অসংখ্য লোকের মাঝে করব তোমার প্রশংসা গান।


প্রভু পরমেশ্বর যিনি সুরবন্দিত, সুরেশ্বর তিনিই জানেন আর ইসরায়েলী সমাজও জানুক, যদি আমরা প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ কিম্বা বিশ্বাসভঙ্গ করে এ কাজ করে থাকি তাহলে তোমরা আজ আমাদের রেহাই দিও না।


তিনি তৃতীয়বার বললেন, যোহনের পুত্র শিমোন, তুমি কি আমায় ভালবাস? তৃতীয়বার যীশু ‘তুমি কি আমায় ভালবাস'- এ কথা জিজ্ঞাসা করায় পিতর খুব ক্ষুণ্ণ হলেন। বললেন, প্রভু, আপনি তো সবই জানেন। আপনি জানেন যে আপনাকে আমি ভালবাসি। যীশু তাঁকে বললেন, আমার মেষগুলিকে চরাও।


কখন আমি বসি, কখনই বা উঠি, সবই জান তুমি, দূর থেকেই তুমি বুঝতে পার আমার সঙ্কল্প।


ঈশ্বরের বিধান রয়েছে তার অন্তরে, তার হবে না পদস্খলন।


এবার আমি ইসরায়েলীদের সঙ্গে যে নতুন সন্ধিচুক্তি স্থাপন করব, তা হল এই: তাদের অন্তরে আমি সঞ্চারিত করব আমার ধর্মানুশাসন, লিখে দেব বিধান তাদের হৃদয়-ফলকে,আমি হব তাদের ঈশ্বর, তারা হবে আমার প্রজা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন