Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 40:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 হে প্রভু পরমেশ্বর, তোমার কৃপা থেকে আমায় করো না বঞ্চিত। তোমার অবিচল প্রেম ও ধর্মশীলতা, সতত রক্ষা করুক আমায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 হে মাবুদ, তুমিও আমা থেকে তোমার করুণা রুদ্ধ করো না; তোমার অটল মহব্বত ও তোমার বিশ্বস্ততা সতত আমাকে রক্ষা করুক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 হে সদাপ্রভু, তোমার করুণা থেকে আমাকে বঞ্চিত কোরো না, তোমার প্রেম ও বিশ্বস্ততা আমাকে সর্বদা সুরক্ষিত করুক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 হে সদাপ্রভু, তুমিও আমা হইতে আপন করুণা রুদ্ধ করিও না; তব দয়া ও তব সত্য সতত আমাকে রক্ষা করুক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 তাই, প্রভু আপনার করুণা আমার কাছে লুকোবেন না! আপনার করুণা ও বিশ্বস্ততা দিয়ে আমায় রক্ষা করুন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 সদাপ্রভুু, দয়া করে আমার কাছ থেকে তোমার করুণা ফিরিয়ে নিও না; তোমার চুক্তির বিশ্বস্ততা এবং তোমার সত্য আমাকে রক্ষা করুক।

অধ্যায় দেখুন কপি




গীত 40:11
10 ক্রস রেফারেন্স  

প্রেরণ কর তোমার দীপ্তি ও সত্য, তারাই আমাকে পথ দেখাক, নিয়ে যাক আমায় তোমার পবিত্র শৈলে, তোমার আবাসে।


তোমার কল্যাণ ও করুণা অনুক্ষণ আমায় রাখবে ঘিরে, প্রভুরই নিকেতন হবে চিরদিন আবাস আমার।


স্বর্গ থেকে তিনি সাহায্য পাঠান, উদ্ধার করেন আমায়, যারা আমায় জর্জরিত করছে অকথ্য অত্যাচারে, তাদের তিনি করবেন অবনত নিদারুণ লজ্জায়। এমনিভাবেই ঈশ্বর প্রকাশ করবেন তাঁর অবিচল প্রেম ও সত্যপরায়ণতা আমার কাছে।


রাজা ততদিনই ক্ষমতাসীন থাকেন যতদিন তিনি রাজ্য পরিচালনা করেন সততা, ন্যায় ও ধার্মিকতায়।


হে প্রভু পরমেশ্বর, তোমার কল্যাণময় অবিচল প্রেমের গুণে, উত্তর দাও আমায়, ফিরে চাও আমার দিকে, তোমার অপার করুণায়।


তিনি চিরকাল ঈশ্বরের সাক্ষাতে সিংহাসনে আসীন থাকুন, তোমার অবিচল প্রেম ও বিশ্বস্ততা রক্ষা করুক তাঁকে।


কিন্তু আমি, হে প্রভু পরমেশ্বর, একমাত্র আমি তোমারই কাছে জানাই মিনতি, উপযুক্ত সময়ে হে ঈশ্বর, উত্তর দিও আমায় তোমার অপার করুণায়, তুমি সত্যময়, রক্ষা করে থাক তুমি তোমার প্রতিশ্রুতি।


অবিচল প্রেম ও সত্যের মিলন ঘটল, ন্যায়পরতা ও শান্তি করল পরস্পর চুম্বন।


ইহজীবনের দিনগুলিতে খ্রীষ্ট হাহাকার ও চোখের জলে প্রার্থনা ও বিনতি নিবেদন করেছেন ঈশ্বরের কাছে, যিনি তাঁকে মৃত্যুর কবল থেকে উদ্ধার করতে সমর্থ। তাঁর শ্রদ্ধাভক্তির জন্যই ঈশ্বর তাঁর প্রার্থনা গ্রাহ্য করেছিলেন।


তোমার করুণা অনন্তকাল স্থায়ী চিরস্থায়ী আকাশের মত বিশ্বস্ততা তোমার।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন