Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 4:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 ফসল ও দ্রাক্ষারসের প্রাচুর্যে ওদের যে আনন্দ তার চেয়েও মহত্তর আনন্দে তুমি পূর্ণ করেছ আমার হৃদয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 তুমি আমার অন্তঃকরণে এমন আনন্দ দিয়েছ, যা ওদের শস্য ও প্রচুর আঙ্গুর-রসের সময়েও হয় না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 তাদের ফসল ও নতুন দ্রাক্ষারসের প্রাচুর্য থেকেও তুমি আমার হৃদয় আনন্দে পূর্ণ করেছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 তুমি আমার অন্তঃকরণে এমন আহ্লাদ দিয়াছ, যাহা উহাদের গোধূম ও দ্রাক্ষারসের বাহুল্যকালেও হয় না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 প্রভু, আপনি আমায় প্রচণ্ড সুখী করেছেন! ফসলের সময়, যখন আমাদের কাছে প্রচুর শস্য এবং দ্রাক্ষারস ছিল তখনকার চেয়েও আমি এখন বেশী খুশী।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 তুমি আমার হৃদয়ে অনেক খুশি দিয়েছ, অন্যদের চেয়েও যখন তাদের প্রচুর পরিমাণে শস্য ও দ্রাক্ষারস থাকে।

অধ্যায় দেখুন কপি




গীত 4:7
14 ক্রস রেফারেন্স  

হে প্রভু পরমেশ্বর, তুমি তাদের দিয়েছ পরম আনন্দ, সুখী করেছ তাদের। তাই, ফসল কাটার সময়ে লোকে যেমন আনন্দ করে, লুন্ঠিত ধন ভাগ করার সময় যেমন মুখরিত হয় উল্লাসে, তেমনি তারাও আনন্দে-উল্লাসে মুখর হয়ে ওঠে।


প্রভুর সান্নিধ্যে আনন্দ কর, তিনিই পূর্ণ করবেন তোমার মনোবাসনা।


আমি তখন তোমার বেদীর কাছে যাব হে ঈশ্বর, আমার পরমানন্দের আধার তুমি, তোমারই কাছে যাব আমি। হে ঈশ্বর, আমার আরাধ্য ঈশ্বর, বীণাযন্ত্রে আমি গাইব তোমার বন্দনাগান।


কিন্তু তা সত্ত্বেও তাঁর নিজস্ব প্রকৃতি তোমাদের কাছে অব্যক্ত রাখেননি। তাঁর করুণাধারা বর্ষণের মধ্যে তার সম্যক প্রকাশ। তিনি তোমাদের আকাশ থেকে বৃষ্টি দিয়ে উপযুক্ত সময়ে শস্য দান করেছেন, তোমাদের আহার্য দান করেছেন, হৃদয় তোমাদের ভরে দিয়েছেন সুখের ঐশ্বর্যে।


নিয়ে চল তুমি তব সাথে মোরে উধাও হয়ে যাই কোন সুদূরে, রাজা হও তুমি মোর, নিয়ে চল মোরে তোমার ঘরে। সেথা মোরা দোঁহে খুশীর জোয়ারে ভেসে রব অনুক্ষণ, প্রেমের পেয়ালা হাতে আকন্ঠ মদিরা পানে মোরা হব বিহ্বল। রমণীকুল যে মত্ত তোমারই প্রেমে, বিস্ময়ের কি আছে তাতে!


তোমার মহান কর্ম হে প্রভু পরমেশ্বর আনন্দে পূর্ণ করে আমার হৃদয়, কী মহান কীর্তি তোমার আমি গাইব তোমার জয়গান।


সুফলা মোয়াবের কাছ থেকে সুখ আর আনন্দ কেড়ে নেওয়া হয়েছে। তোমাদের দ্রাক্ষাকুঞ্জে আর সুরার ধারা বয় না, কেউ আর হর্ষধ্বনি দিয়ে দ্রাক্ষা পেষণ করে না।


তারা তাদের দ্রাক্ষাকুঞ্জে গিয়ে দ্রাক্ষা সংগ্রহ করে সুরা তৈরী করল এবং আনন্দ উৎসব করল। তারপর তারা তাদের ইষ্টদেবতার মন্দিরে গিয়ে ভোজন পান করে অবিমেলেককে শাপ-শাপান্ত করল।


তোমরা তাঁকে না দেখেও ভালবেসেছ, না দেখা সত্ত্বেও এখনি তাঁকে বিশ্বাস করে অনির্বচনীয় পরম আনন্দ উপভোগ করছ


তোমাদের প্রতি প্রসন্নতার উজ্জ্বল হোক তাঁর শ্রীমুখ, তোমাদের উপরে অনুগ্রহ বর্ষণ করুন তিনি।


হে প্রভু পরমেশ্বর, লজ্জিত হতে দিও না আমায়, আমি যে তোমায় ডাকি। দুর্জনেরা হোক লজ্জায় অধোমুখ, স্তব্ধ হোক ওরা, যাক রসাতলে।


বিদিত হোক তোমার পথ ও পরিত্রাণ সকল জাতির মাঝে।


হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, আর কতকাল তোমার প্রজাদের কাতর নিবেদন ক্রোধভরে করবে অগ্রাহ্য?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন