Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 4:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 যথাযোগ্য বলি উৎসর্গ কর আস্থা রাখ প্রভু পরমেশ্বরে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 তোমরা ধার্মিকতায় কোরবানী দেও, আর মাবুদের উপর ভরসা রাখ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 ধার্মিকতার বলি উৎসর্গ করো এবং সদাপ্রভুতে বিশ্বাস করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 তোমরা ধার্ম্মিকতার বলি উৎসর্গ কর, আর সদাপ্রভুতে বিশ্বাস রাখ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 ঈশ্বরকে ধার্ম্মিকতার বলি উৎসর্গ কর এবং প্রভুর ওপর আস্থা রাখ।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 ধার্মিকতার বলি উৎসর্গ কর এবং সদাপ্রভুুর উপর বিশ্বাস রাখো।

অধ্যায় দেখুন কপি




গীত 4:5
19 ক্রস রেফারেন্স  

প্রভুর উপর আস্থা রাখ, সদাচরণ কর, তাহলে বাস করতে পারবে আপন দেশে নিরাপদে সেখানে করবে বিচরণ।


তখন তুমি প্রীত হবে যথাবিহিত বলিদানে, প্রীতিলাভ করবে তুমি হোমবলি ও পূর্ণাহুতিতে, ভক্তেরা তখন বৃষবলি দেবে তোমারই পুণ্য বেদীতে।


সুতরাং যারা ঈশ্বরের সঙ্কল্প অনুযায়ী নির্যাতন ভোগ করে তারা সৎকর্ম করে চলুক এবং সৃষ্টিকর্তারর হাতেই জীবন সমর্পণ করুক, তিনি পরম নির্ভরযোগ্য।


হে আমার স্বজাতিবৃন্দ, তাঁরই উপর সর্বদা নির্ভর কর, তাঁরই কাছে উজাড় করে দাও হৃদয় তোমাদের, তিনিই আমাদের আশ্রয়। সেলা


এরা এদের শৈল শিখরে আহ্বান করবে জাতিবৃন্দকে সেখানে তারা উৎসর্গ করবে যথাসঙ্গত বলি। কারণ তারা সমুদ্রের অতুল ঐশ্বর্য, মরুভূমির গুপ্ত সম্পদ করবে আহরণ।


বেদীতে নৈবেদ্য নিবেদন করতে গিয়ে যদি তোমার মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোন অভিযোগ আছে,


প্রভু পরমেশ্বর বলেন, আমি ভালবাসি ন্যায়বিচার, পীড়ন ও অপহরণ ঘৃণা করি আমি। যথাযথভাবে পুরস্কৃত করব আমি আমার প্রজাবৃন্দকে স্থাপন করব তাদের সঙ্গে চিরস্থায়ী এক সন্ধিচুক্তি।


তোমরা অন্ধ পশু বলিদান কর, তা কি অনাচার নয়? তোমরা খোঁড়া ও রোগগ্রস্ত পশু উৎসর্গ করে মনে কর তাতে কোন দোষ হয় না। কিন্তু তোমাদের শাসনকর্তাকে ঐরকম উপহার দিলে সে কি তোমাদের উপর খুশী হবে? তোমাদের অনুগ্রহ করবে?


আমার উদ্দেশে তোমাদের উৎসর্গীত কৃতজ্ঞতার পরাৎপরের কাছে পূর্ণ কর তোমাদের অঙ্গীকার।


তোমরা যারা প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম কর, ভক্তি কর তাঁকে, পালন কর তাঁর ভক্তদাসের সমস্ত শিক্ষা, তোমাদের চলার পথ হতে পারে আচ্ছন্ন অন্ধকারে তবুও বিশ্বাস কর প্রভু পরমেশ্বরে, আস্থা রাখ তোমার আরাধ্য ঈশ্বরে।


হে প্রভু পরমেশ্বর, তুমিই আমার বিচার কর, বিশ্বস্তভাবে চলেছি আমি, অটল বিশ্বাসে আমি নিয়েছি শরণ তোমার।


হোমবলি উৎসর্গ করার সময় অবশালোম গিলো শহর থেকে রাজা দাউদের একজন উপদেষ্টা অহীথোফলকে ডেকে পাঠাল। ষড়যন্ত্র আরও জোরদার হয়ে উঠল, অবশালোমের দলে লোক আরও বেড়ে যেতে লাগল।


অন্যথায় ক্রুদ্ধ হবেন তিনি পথেই হবে তোমাদের বিনাশ, কারণ মুহূর্তে প্রজ্বলিত হয় তাঁর ক্রোধ, ধন্য তারা, যারা তাঁর শরণাগত।


প্রভু কি চিরতরে করবেন পরিত্যাগ? আর কি কখনও হবেন না প্রসন্ন?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন