Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 39:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 আমার সমস্ত অপরাধ থেকে মুক্ত কর আমায়, হাস্যাস্পদ করাে না আমায় মূর্খজনের কাছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 আমার সমস্ত অধর্ম থেকে আমাকে উদ্ধার কর, আমাকে মূঢ় লোকের ধিক্কারের পাত্র করো না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 আমার সব অপরাধ থেকে আমায় মুক্ত করো, আমাকে মূর্খদের উপহাসের পাত্র কোরো না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 আমার সমস্ত অধর্ম্ম হইতে আমাকে নিস্তার কর, আমাকে মূঢ়ের ধিক্কারাস্পদ করিও না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 প্রভু আমি যে সব মন্দ কাজ করেছি, তা থেকে আমাকে বাঁচান। আমাকে যেন একজন দুষ্ট মূর্খের লজ্জ্বার সম্মুখীন হতে না হয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 আমার সমস্ত পাপের উপর আমাকে বিজয় দান কর; আমাকে মূর্খ লোকদের দ্বারা অপমানে পূর্ণ কর না।

অধ্যায় দেখুন কপি




গীত 39:8
19 ক্রস রেফারেন্স  

প্রতিবেশীদের কাছে আমাদের তুমি করেছ উপহাসের পাত্র, তাদের বিদ্রূপবাণে আমরা আজ জর্জরিত।


প্রতিবেশীদের কাছে আমরা আজ ঘৃণাস্পদ সকলের পরিহাস ও বিদ্রূপের পাত্র হয়েছি আমরা।


আমাদের সকল অধর্ম থেকে মুক্ত করার জন্য তিনি আত্মদান করেছেন যেন শুচিশুদ্ধ হয়ে আমরা তাঁর আপনজন হিসাবে সাগ্রহে সৎকাজ করতে পারি।


তার একটি পুত্র সন্তান হবে, তুমি তার নাম রেখো যীশু, কারণ তিনি তাঁর প্রজাদের পাপের কবল থেকে উদ্ধার করবেন।


আরও একবার তুমি আমাদের প্রতিকরুণা প্রদর্শন করবে, আমাদের সমস্ত পাপের রাশিপদতলে দলিত করে নিক্ষেপ করবে অতল সাগরগর্ভে।


মন্দিরের বেদীর কাছে প্রভুর যাজকেরা কেঁদে কেঁদে বলুক, হে প্রভু পরমেশ্বর, তোমার প্রজাদের প্রতি দয়া কর অন্য জাতির হাতে তোমার আপন জনদের অপমানিত হতে দিও না তারা আমাদের উপহাস করে যেন বলতে না পারে —কোথায় তোমাদের ঈশ্বর?


তিনি ইসরায়েলকে মুক্ত করবেন মোচন করবেন তার সকল অপরাধ।


দূর কর আমার নিন্দা অপবাদ যার ভয়ে ভীত আমি, অতি উত্তম তোমার বিচারের নীতি।


অধর্মের ভারে যখন আমরা বিপর্যস্ত তখন শুধু তুমিই স্খালন করে থাক আমাদের অপরাধ।


স্বর্গ থেকে তিনি সাহায্য পাঠান, উদ্ধার করেন আমায়, যারা আমায় জর্জরিত করছে অকথ্য অত্যাচারে, তাদের তিনি করবেন অবনত নিদারুণ লজ্জায়। এমনিভাবেই ঈশ্বর প্রকাশ করবেন তাঁর অবিচল প্রেম ও সত্যপরায়ণতা আমার কাছে।


হে ঈশ্বর, হে আমার পরিত্রাতা ঈশ্বর, হত্যার অপরাধ থেকে আমায় রক্ষা কর। আমার রসনা মুখর হবে তোমারই ন্যায়পরতার জয়গানে।


ওরা আমার বিরুদ্ধে অভিযােগ করে, উচ্চস্বরে বিদ্রূপ করে বলে আমায়,‘তোমার সব কীর্তিই দেখেছি আমরা!’


চেয়ে দেখ আমার ক্লেশ ও নির্যাতনের দিকে, মার্জনা কর আমার সকল পাপ।


হে প্রভু পরমেশ্বর তোমার মহিমার গুণে ক্ষমা কর আমার যত দোষ, গুরুতর অপরাধ যত।


তাদের আবেদনে সাড়া দিয়ে তিনি বললেনঃ দেখ, আমি তোমাদের শস্য, দ্রাক্ষারস ও তেল দেব তাতে তোমরা তৃপ্ত হবে, আমি আর কখনও তোমাদের অন্যান্য জাতির কাছে বিদ্রূপের পাত্র করব না।


প্রহরী যেমন প্রতীক্ষা করে প্রত্যুষের, ব্যাকুল হয়ে করে প্রতীক্ষা, তার চেয়েও ব্যাকুল আমার প্রাণ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন