Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 39:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 আর আঘাত করো না আমায় জর্জরিত আমি তোমার প্রহারে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 আমা থেকে তোমার আঘাত দূর কর, তোমার হাতের প্রহারে আমি ক্ষীণ হলাম।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 আমার প্রতি তোমার আঘাত ক্ষান্ত করো; তোমার হাতের আঘাতে আমি জর্জরিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 আমা হইতে তোমার আঘাত অন্তর কর, তোমার হস্তের প্রহারে আমি ক্ষীণ হইলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 কিন্তু হে ঈশ্বর, আমাকে আর শাস্তি দেবেন না। আপনি যদি না থামেন আপনার হাতে আমি শেষ হয়ে যাবো!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 আমার থেকে তোমার যন্ত্রণা সরাও, তোমার হাত আমাকে আঘাত করেছে।

অধ্যায় দেখুন কপি




গীত 39:10
10 ক্রস রেফারেন্স  

হে ঈশ্বর আমার উপর থেকে অপসারণ কর তোমার দণ্ড, দূর কর তোমার সন্ত্রাস!


আর দণ্ড দিয়ো না আমাকে তোমার সন্ত্রাসে আমাকে আর করোনা আতঙ্কিত।


দিবারাত্রি তোমার কঠোর শাসন গুরুভার হয়েছিল আমার উপর, যেন দারুণ গ্রীষ্মের দুরন্ত দাবদাহে শুকিয়েছিল নিঃশেষে জীবনের রসধারা। সেলা


তুমি কি আমাকেই দোষী সাব্যস্ত করতে চাও? আমাকে দোষী করে নিজের ধার্মিকতা প্রমাণ করতে চাও?


অতএব তোমরা নিজেদের স্ফোটক ও দেশবিধ্বংসী মুষিকদের প্রতিকৃতি নির্মাণ করে ইসরায়েলের আরাধ্য ঈশ্বরকে উপহার দাও। তাহলে হয়তো তিনি তোমাদের উপর, তোমাদের দেবতাদের ও দেশের উপর তাঁর দণ্ড লাঘব করবেন।


মোশি তখন বললেন, প্রভু বলেছেন, আমার সান্নিধ্যে যারা আসবে, আমার পবিত্রতা ও প্রতাপকে তাদের অবশ্যই সম্ভ্রম করতে হবে। আমার মহিমা অবশ্যই সর্বসমক্ষে স্বীকৃত হবে। এ কথা শুনে হারোণ স্তব্ধ হয়ে গেলেন।


ইয়োব তাঁকে বললেন, তুমি মূর্খের মত কথা বলছ, ঈশ্বরের হাত থেকে আমরা কি শুধু মঙ্গলই গ্রহণ করব? অমঙ্গল কিছুই গ্রহণ করব না?এতসব দুর্বিপাকের যন্ত্রণার মধ্যেও ইয়োব ঈশ্বরের বিরুদ্ধে কোন কথা বললেন না, নিন্দা করলেন না।


দুঃখ যখন নেমে আসে তীব্র হয়ে, নীরবে সইতে হবে সকল যন্ত্রণা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন