Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 38:22 - পবিএ বাইবেল CL Bible (BSI)

22 হে প্রভু পরমেশ্বর পরিত্রাতা আমার, তৎপর হও, সাহায্য কর আমায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 হে মালিক, আমার উদ্ধার, তুমি আমার সাহায্য করতে তৎপর হও।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 হে আমার প্রভু ও আমার রক্ষাকর্তা, তাড়াতাড়ি এসে আমাকে সাহায্য করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 হে প্রভু, আমার পরিত্রাণ, তুমি আমার সাহায্য করিতে সত্বর হও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 শীঘ্র এসে আমায় সাহায্য করুন! হে ঈশ্বর, আপনি আমায় রক্ষা করুন!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 প্রভু, আমার পরিত্রান, তুমি আমাকে সাহায্য করতে দ্রুত এস।

অধ্যায় দেখুন কপি




গীত 38:22
11 ক্রস রেফারেন্স  

হে প্রভু পরমেশ্বর, কৃপা কর, উদ্ধার কর আমায়, সত্ত্বর সাহায্য কর।


প্রভু পরমেশ্বরই আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কার ভয়ে ভীত হব? তিনিই আমার জীবনের আশ্রয়দুর্গ, কার ভয়ে শঙ্কিত হব আমি?


হে ঈশ্বর, আমার পরিত্রাতা, আমার ভরসা তুমিই আমি হব না ভীত, বিচলিত। প্রভু পরমেশ্বর তুমিই আমার শক্তি, আমার পরিত্রাণের উৎস তুমিই।


হে ঈশ্বর, আমার কাছ থেকে দূরে থেক না তুমি, হে আমার ঈশ্বর, সত্বর সাহায্য কর আমায়।


দীন ও দুঃখী আমি, সত্বর এস হে ঈশ্বর, আমার কাছে। হে আমার আরাধ্য ঈশ্বর, তুমি অগতির গতি, তুমিই আমার পরিত্রাতা বিলম্ব করো না সাহায্য দানে।


তিনিই আমার একমাত্র আশ্রয় গিরি, আমার পরিত্রাণ, আমার দুর্গ, কখনও বিচলিত হব না আমি।


দীন ও দুঃখী আমি, তবু ধন্য আমি তোমার কৃপায়। হে আমার আরাধ্য ঈশ্বর, তুমি অগতির গতি, তুমিই আমার পরিত্রাতা, করি নিবেদন, সত্ত্বর হও আমায় সাহায্য দানে।


হে প্রভু পরমেশ্বর আমি ডাকি তোমায় করো না বিলম্ব, সাহায্য কর আমায়। কর্ণপাত কর আমার ডাকে।


হে প্রভু পরমেশ্বর, কৃপা কর, উদ্ধার কর আমায়, সত্বর আমায় সাহায্য কর।


তিনিই আমার একমাত্র আশ্রয়গিরি, আমার পরিত্রাণ, আমার দুর্গ, কখনও আমি হব না বিচলিত।


আমার শত্রুদল বৃষের মত বেষ্টন করে আমায়, বাশানের শক্তিশালী বৃষের মত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন