Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 38:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 তোমার শরে আমি বিদ্ধ, আমার উপরে নেমে এসেছে তোমার দণ্ড।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 কেননা তোমার সমস্ত তীর আমাতে বিদ্ধ, আমার উপরে তোমার হাত নেমে এসেছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 তোমার তিরগুলি আমাকে বিদ্ধ করেছে, এবং তোমার হাত আমার উপর নেমে এসেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 কেননা তোমার তীর সকল আমাতে বিদ্ধ, আমার উপরে তোমার হস্ত নামিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 প্রভু আপনি আমায় আঘাত করেছেন। আপনার তীর আমার হৃদয়ের গভীরে বিদ্ধ হয়েছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 কারণ তোমার তীর আমাকে বিদ্ধ করে এবং তোমার হাত আমাকে নিচে চেপে ধরেছে।

অধ্যায় দেখুন কপি




গীত 38:2
12 ক্রস রেফারেন্স  

দিবারাত্রি তোমার কঠোর শাসন গুরুভার হয়েছিল আমার উপর, যেন দারুণ গ্রীষ্মের দুরন্ত দাবদাহে শুকিয়েছিল নিঃশেষে জীবনের রসধারা। সেলা


সর্বশক্তিমান ঈশ্বর তাঁর শরজালে বিদ্ধ করেছেন আমাকে, সেগুলির বিষে দেহ আমার জর্জরিত, ঈশ্বর পরিচালনা করেছেন এক ভয়াবহ আক্রমণ আমার বিরুদ্ধে।


আমি হয়েছি তাঁর ধনুর্বাণের লক্ষ্যস্থল।


কিন্তু ঈশ্বর নিক্ষেপ করবেন তাঁর বাণ ওদের উপর, অকস্মাৎ ওরা হবে আহত।


তাদের দিকে তোমার উদ্যত ধনু তাদের বাধ্য করবে পলায়নে।


আর লক্ষ্য কর, যদি সেটি নিজ দেশের পথে বেৎ-শেমেশের দিকে যায়, তবে বুঝবে তিনিই আমাদের এই মহা অমঙ্গল ঘটিয়েছিলেন, অন্যথায় জানব যে আমাদের উপর এই আঘাত তাঁর কাছ থেকে আসেনি, দৈবক্রমেই আমাদের এই অমঙ্গল ঘটেছে।


তারা লোক পাঠিয়ে ফিলিস্তিনীদের সমস্ত ভূস্বামীকে একত্র করে বলল, ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের চুক্তিসিন্দুকটি পাঠিয়ে দিন, এটি স্বস্থানে ফিরে যাক, এটি যেন আর আমাদের ও আমাদের লোকজনদের বধ না করে। কারণ ঈশ্বর কঠোরহস্তে দণ্ড দেওয়ায় সেই নগরের সর্বত্র মহামৃত্যুভয় সঞ্চারিত হয়েছিল। যারা মৃত্যুমুখে পতিত হয়নি তারা বিষফোড়া দ্বারা আক্রান্ত হয়েছিল এবং তাদের আর্তনাদে নগরের আকাশ বাতাস পরিপূর্ণ হয়েছিল।


প্রভু পরমেশ্বর কঠোর হস্তে আসদোদের অধিবাসীদের দণ্ড দিলেন। তিনি আসদোদ এবং ঐ অঞ্চলের অধিবাসীদের দেহ বিষফোড়ার দ্বারা জর্জরিত করে শাস্তি দিলেন।


তাহলে আমার পুত্রেরা বড় না হওয়া পর্যন্ত তোমরা কি অপেক্ষা করে থাকতে? এমন যদি ঘটত তাহলে তোমরা কি অন্য কাউকে বিয়ে না করে থাকতে? না মা, এ হয় না। প্রভু পরমেশ্বর আমার দিক থেকে মুখ ফিরিয়েছেন। তোমাদের জন্য আমার বড় দুঃখ হয়।


ইসরায়েলী শিবির থেকে তারা নিঃশেষে উচ্ছিন্ন না হওয়া পর্যন্ত প্রভু পরমেশ্বর তাদের প্রতি বিমুখ হয়ে রইলেন।


সদয় হও আমার প্রতি হে প্রভু পরমেশ্বর, আমাকে সুস্থ কর, দেহ আমার ক্লিষ্ট, অবসন্ন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন