Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 38:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 যারা আমার প্রাণ নিতে চায় তারা আমার জন্য পেতেছে ফাঁদ, যারা কামনা করে আমার অনিষ্ট তাদের মুখে শুধু ধ্বংসের কথা সারাদিন ষড়যন্ত্র করছে তারা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 যারা আমার প্রাণের খোঁজ করে, তারা ফাঁদ পাতে; যারা আমার অনিষ্ট চেষ্টা করে, তারা বিনাশের কথা বলে, আর সমস্ত দিন ছলের চিন্তা করে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 যারা আমার প্রাণ নিতে চায় তারা আমার জন্য ফাঁদ পেতেছে, যারা আমার অনিষ্ট করতে চায় তারা আমার ধ্বংসের কথা বলে; সারাদিন ধরে তারা ছলনার ষড়যন্ত্র করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 যাহারা আমার প্রাণের অন্বেষণ করে, তাহারা ফাঁদ পাতে; যাহারা আমার অনিষ্ট চেষ্টা করে, তাহারা বিনাশের কথা কহে, আর সমস্ত দিন ছলের চিন্তা করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 শত্রুরা যারা আমায় হত্যা করতে চায় তারা আমার নামে মিথ্যা রটনা করে। ওরা যারা আমায় হত্যা করতে চায়, আমার নামে মিথ্যা গুজব ছড়াচ্ছে। সর্বদাই ওরা আমার বিষয়ে আলোচনা করছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 যারা আমার প্রাণের খোঁজ করে, তারা ফাঁদ পেতেছে। যারা আমার ক্ষতি কামনা করে তারা ধ্বংসের কথা বলে এবং সমস্ত দিন ধরে প্রতারণাপূর্ণ কথা বলে।

অধ্যায় দেখুন কপি




গীত 38:12
18 ক্রস রেফারেন্স  

ওরা কটূভাষী, শান্তিপ্রিয় মানুষের বিরুদ্ধে ওরা রচনা করে মিথ্যা অপবাদ।


উদ্ধত লোকেরা আমার জন্য গোপনে পেতেছে ফাঁদ, সেখানে জাল বিছিয়েছে তারা, পথের ধারে রেখেছে মরণ পাশ।


ওরা আমার জন্য পেতেছে ফাঁদ বিস্তার করেছে জাল অধর্মাচারীরা, সেগুলি থেকে রক্ষা কর আমায়।


যারা ব্যগ্র আমার প্রাণনাশের চেষ্টায়, তারা হোক লাঞ্ছিত, অপদস্থ, যারা চক্রান্ত করে আমার বিরুদ্ধে হতবুদ্ধি হয়ে ফিরে যাক তারা।


দুষ্টেরা আমার জন্য পেতেছে ফাঁদ, কিন্তু আমি পরিত্যাগ করিনি তোমার অনুশাসন।


উদ্ধত লোকেরা উঠেছে আমার বিরুদ্ধে, দুর্বৃত্তেরা আমার জীবননাশের চেষ্টা করছে, ঈশ্বরকে সমীহ করে না তারা। সেলা


সিংহের মত সেও আড়ালে গোপনে অপেক্ষা করে থাকে হতভাগ্য অসহায়ের উপর ঝাঁপিয়ে পড়বে বলে। কৌশলে তাকে নিজের ফাঁদে টেনে এনে তার উপর লাফিয়ে পড়ে সে।


তিনি আমার ভাইদের দূরে সরিয়ে দিয়েছেন, আমার পরিচিত লোকদের কাছে আমি আজ সম্পূর্ণ অপরিচিত।


মৃতজনের মতই আমি হয়েছি বিস্মৃত, হয়েছি ফেলে দেওয়া ভাঙ্গা মৃৎপাত্রের মত।


ঈর্ষার বশে আমার শত্রুরা বলে, ও কখন মরবে? কখন বিলুপ্ত হবে ওর নাম?


তোমার মন্দিরের পরিচর্যার আকুল আগ্রহ আমায় করেছে অস্থির, তোমার নিন্দুকের অপবাদ বর্ষিত আমার উপরে।


দুঃখে আমার দৃষ্টি হয়েছে ক্ষীণ, প্রতিদিন আমি তোমাকে ডাকি, হে প্রভু পরমেশ্বর, তোমারই দিকে প্রসারিত করি হাত নিয়ত প্রার্থনায়।


দরিদ্র ব্যক্তির ভাইয়েরাও তাকে অবজ্ঞাকরে, তার বন্ধুরা তার কাছ থেকে দূরে সরে যায়। মানুষ দরিদ্র হয়ে পড়লে সে যতই চেষ্টা করুক না কেন কেউ তার বন্ধু হয় না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন