Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 37:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 দুষ্টেরা উচ্ছিন্ন হবে কিন্তু যারা প্রভুর প্রতীক্ষা করে তারাই হবে দেশের অধিকারী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 কারণ দুরাচারেরা উচ্ছিন্ন হবে, কিন্তু যারা মাবুদের অপেক্ষা করে, তারাই দেশের অধিকারী হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 কারণ যারা দুষ্ট তারা ধ্বংস হবে, কিন্তু যারা সদাপ্রভুতে আশা রাখে তারা দেশের অধিকারী হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 কারণ দুরাচারগণ উচ্ছিন্ন হইবে, কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে, তাহারাই দেশের অধিকারী হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 কেন? কারণ মন্দ লোকরা ধ্বংসপ্রাপ্ত হবে। কিন্তু যারা সাহায্যের জন্য প্রভুর কাছে প্রার্থনা করবে, তারা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি পাবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 অপরাধীদের কেটে ফেলা হবে, কিন্তু যারা সদাপ্রভুুর অপেক্ষা করে, তারা দেশে উত্তরাধিকারী হবে।

অধ্যায় দেখুন কপি




গীত 37:9
17 ক্রস রেফারেন্স  

তোমার প্রজাবৃন্দ হবে ধর্মনিষ্ঠ দেশের অধিকার লাভ করবে চিরতরে। আমি তরুর মত রোপণ করেছি, সৃষ্টি করেছি তাদের যেন প্রকাশিত হয় আমার মহিমা সর্বজনের কাছে।


তিনি করবেন তাদের শ্রীবৃদ্ধি, তার উত্তরপুরুষ লাভ করবে দেশের অধিকার।


সাহায্যের জন্য যখন ডাকবে, তখন তারা কি শুনতে পাবে তোমাদের আর্তস্বর? একটা দমকা হাওয়া তাদের উড়িয়ে নিয়ে যাবে! কিন্তু যারা আমার শরণাগত, তারা দেশে শান্তিতে বসবাস করবে এবং আমার মন্দিরে উপাসনা করবে।


ধার্মিকেরা হবে দেশের অধিকারী, চিরকাল তারা সেখানে করবে বসবাস।


হে ঈশ্বর, তুমি ওদের নিক্ষেপ করবে বিনাশের গভীরতম গহ্বরে, রক্তলোলুপ ও প্রতারকেরা জীবনের মাঝপথেই হারাবে তাদের আয়ু কিন্তু তোমারই উপর থাকবে আমার অনন্ত আস্থা।


আমাদের আরাধ্য ঈশ্বরের জন্য তুমি তাদের নিয়ে গঠন করেছ এক রাজ্য, এক যাজক-সমাজ তারাই রাজত্ব করবে এই পৃথিবীতে।


কেননা ন্যায়নিষ্ঠ ব্যক্তিরাই দেশে বাস করবে, অন্তর যাদের নির্মল তারাই স্থিতিলাভ করবে।


তাহলে আমার সান্নিধ্যে থাকার প্রকৃত আনন্দ তোমরা লাভ করবে। আমি তোমাদের সারা পৃথিবীতে সম্মানিত করব এবং তোমাদের পূর্বপুরুষ যাকোবকে যে দেশ দান করেছিলাম, সেই দেশের অধিকার তোমরা লাভ করবে, প্রভু পরমেশ্বর এই কথা বলেন।


কিন্তু তাঁরা তার চেয়েও সুন্দর এক দেশ অর্থাৎ স্বর্গলোকে যাওয়ার আকাঙ্ক্ষা করেছিলেন, তাই ঈশ্বর তাঁদের আরাধ্য ঈশ্বর বলে পরিচিত হতে লজ্জিত হননি। তিনিই তাঁদের জন্য এক নগর প্রতিষ্ঠা করেছেন।


কারণ প্রভু পরমেশ্বর বলেছিলেন, প্রান্তরেই তাদের মৃত্যু হবে। তাদের মধ্যে যিফুন্নির পুত্র কালেব ও নুনের পুত্র যিহোশূয় ছাড়া একজনও আর অবশিষ্ট ছিল না।


তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের যে পথে চলার নির্দেশ দিয়েছেন, সেই পথেই চলবে। তাহলে তোমরা জীবনলাভ করবে ও তোমাদের মঙ্গল হবে। যে দেশ তোমরা অধিকার করতে চলেছ, সেখানে দীর্ঘ জীবন লাভ করবে।


মোশি সেদিন শপথ করে বলেছিলেন, যে ভূমিতে তুমি পদার্পণ করেছিলে সেই ভূমির উপর তুমি ও তোমার বংশধরেরা চিরস্থায়ী স্বত্ব লাভ করবে। কেননা তুমি একনিষ্ঠ ভাবে আমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের অনুগত থেকেছ।


দেখ, আসন্ন সেই দিন জ্বলন্ত চুল্লীর মত। গর্বোদ্ধত ও দুরাচারীরা আগামী সেই দিনে জ্বালানি কাঠের মত পুড়ে নিশ্চিহ্ন হয়ে যাবে, ঝাড়ে মূলে হবে নির্বংশ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন