Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 37:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 প্রভুর সান্নিধ্যে আনন্দ কর, তিনিই পূর্ণ করবেন তোমার মনোবাসনা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 আর মাবুদে আনন্দ কর, তিনি তোমার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করবেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 সদাপ্রভুতে আনন্দ করো, তিনিই তোমার মনের অভিলাষ পূর্ণ করবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 আর সদাপ্রভুতে আমোদ কর, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 প্রভুর সেবা করে নিজে উপভোগ কর এবং তাহলে তোমার যা প্রয়োজন, তিনি তোমায় তাই দেবেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 আর সদাপ্রভুুতে আনন্দিত হও এবং তিনি তোমার হৃদয়ের ইচ্ছা পূর্ণ করবেন।

অধ্যায় দেখুন কপি




গীত 37:4
14 ক্রস রেফারেন্স  

যদি তোমরা আমাকে আশ্রয় কর এবং আমার বাণী যদি তোমাদের অন্তরে বিরাজ করে তাহলে তোমরা যা চাইবে, তা-ই পাবে।


যারা তাঁকে সম্ভ্রম করে তিনি পূর্ণ করেন তাদের মনোবাসনা কর্ণপাত করেন তাদের আর্তরবে সত্ত্বর উদ্ধার করেন তাদের।


তাহলে আমার সান্নিধ্যে থাকার প্রকৃত আনন্দ তোমরা লাভ করবে। আমি তোমাদের সারা পৃথিবীতে সম্মানিত করব এবং তোমাদের পূর্বপুরুষ যাকোবকে যে দেশ দান করেছিলাম, সেই দেশের অধিকার তোমরা লাভ করবে, প্রভু পরমেশ্বর এই কথা বলেন।


তোমাদের আমি বন্ধু বলেছি বলেই পিতার কাছে যা কিছু আমি শুনেছি সবই তোমাদের কাছে ব্যক্ত করেছি। তোমরা আমাকে মনোনীত করেছি তোমাদের এবং স্থায়ী ফল দান করার জন্যই তোমাদের নিযুক্ত করেছি। তাই আমার উদ্দেশ্য সাধনের জন্য আমার নামে পিতার কাছে যা কিছু তোমরা চাইবে তিনি সবই তোমাদের দেবেন।


তাহলে সর্বশক্তিমান ঈশ্বরেই তুমি আনন্দলাভ করতে পারবে। ঈশ্বরের সম্মুখে মুখ তুলে দাঁড়াতে পারবে।


তোমরা তাঁকে না দেখেও ভালবেসেছ, না দেখা সত্ত্বেও এখনি তাঁকে বিশ্বাস করে অনির্বচনীয় পরম আনন্দ উপভোগ করছ


আমার চিত্তের ধ্যান গ্রাহ্য হোক তাঁর দৃষ্টিতে, প্রভু পরমেশ্বরই আমার আনন্দ।


সর্বশক্তিমান কি তার আনন্দের উৎস হবেন? সে কি সর্বদা ঈশ্বরকে ডাকবে?


আমি তখন তোমার বেদীর কাছে যাব হে ঈশ্বর, আমার পরমানন্দের আধার তুমি, তোমারই কাছে যাব আমি। হে ঈশ্বর, আমার আরাধ্য ঈশ্বর, বীণাযন্ত্রে আমি গাইব তোমার বন্দনাগান।


বনানীর মাঝে পুষ্পিত আপেল তরু যেন, যুবক সমাজে যে আমার প্রিয়তম। বসে থাকি আমি পরমানন্দে সেই তরুছায়া তলে, অমৃতের স্বাদ আমি পাই তার মধুর ফলে।


তিনি বলেছেনঃ ঈশ্বরের ব্যবস্থায় আনন্দ করে মানুষের কোন লাভ হয় না।


ধার্মিকের মনোবাঞ্ছা পূর্ণ হয়, কিন্তু দুষ্ট যা ভয় করে তাই-ই ঘটে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন