Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 37:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 প্রভু জানেন ন্যায়নিষ্ঠের জীবনের ধারা, করেন তাদের প্রতিপালন, চিরস্থায়ী করেন তাদের উত্তরাধিকার।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 মাবুদ সিদ্ধদের সমস্ত দিন জানেন; তাদের অধিকার চিরকাল থাকবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 দিনের পর দিন সদাপ্রভু নির্দোষদের রক্ষা করেন আর তারা এমন এক অধিকার পাবে যা চিরস্থায়ী হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 সদাপ্রভু সিদ্ধদের দিন সকল জানেন; তাহাদের অধিকার চিরকাল থাকিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 খাঁটি ভালো মানুষদের প্রভু আজীবন রক্ষা করেন। ওরা অনন্তকাল ধরে পুরস্কার পাবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 সদাপ্রভুু ধার্ম্মিকদের দিন গুলো জানেন এবং তাদের উত্তরাধিকার চিরকাল থাকবে।

অধ্যায় দেখুন কপি




গীত 37:18
22 ক্রস রেফারেন্স  

ধার্মিকদের পথ প্রভুর রক্ষণাধীন কিন্তু দুর্জনদের পথ ধ্বংসমুখী।


কারণ পাপের বেতন মৃত্যু। কিন্তু ঈশ্বরের করুণার দান আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে শাশ্বত জীবন।


কিন্তু যারা প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম করে তাদের প্রতি তাঁর অবিচল প্রেম অনাদি অনন্তকাল স্থায়ী।


কিন্তু ঈশ্বর যা স্থাপন করেন তা অটল। তারই ভিত্তির উপর ক্ষোদিত আছে, ‘প্রভু জানেন কারা তাঁর আপনজন’ এবং ‘প্রভুর নাম যারা করে তারা যেন অন্যায় থেকে দূরে থাকে’।


তোমার সুমন্ত্রণা আমাকে চালনা করবে, শেষে সগৌরবে আমায় তুমি করবে গ্রহণ।


বিপদে আমি কখনও হব না বিচলিত,


তোমার অবিচল প্রেমেই আমার পরম আনন্দ আর অসীম উল্লাস, তুমি দেখেছ আমার সমূহ বিপদ সঙ্কটে আমায় করেছ রক্ষা।


এ হল শাশ্বত জীবনের সেই প্রতিশ্রুতি যা তিনি আমাদের দিয়েছেন।


তেমনি আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের করুণা আধিপত্য লাভ করে এবং ধার্মিকতার পথে মানুষকে শাশ্বত জীবনে উত্তীর্ণ করে।


যারা ইহুদী নয় তারাই এ সবের সন্ধানে ব্যস্ত থাকে। এসব জিনিস যে তোমাদের প্রয়োজন তা তোমাদের স্বর্গস্থ পিতা জানেন।


তোমার প্রজাবৃন্দ হবে ধর্মনিষ্ঠ দেশের অধিকার লাভ করবে চিরতরে। আমি তরুর মত রোপণ করেছি, সৃষ্টি করেছি তাদের যেন প্রকাশিত হয় আমার মহিমা সর্বজনের কাছে।


কিন্তু প্রভু পরমেশ্বর দুর্জনকে দেখে অলক্ষ্যে হাসেন, তিনি জানেন আসন্ন তার শেষের দিন।


তোমার হাতেই আমার জীবন, যে শত্রুরা আমায় করে নির্যাতন, তাদের কবল থেকে বাঁচাও আমায়।


তিনি জীবন ভিক্ষা করেছিলেন তোমার কাছে, তুমি জীবন দিয়েছ তাঁকে দিয়েছ তাঁকে দীর্ঘ পরমায়ু।


তুমি দেখাবে আমায় জীবনের পথ, আছে পূর্ণ আনন্দ তোমারই সান্নিধ্যে, তোমাতেই আছে শাশ্বত সুখ।


লৌহ ও পিতলের অর্গল হবে তোমার, তোমার আয়ুর মতই স্থায়ী হবে তোমার শক্তি।


কেননা ন্যায়নিষ্ঠ ব্যক্তিরাই দেশে বাস করবে, অন্তর যাদের নির্মল তারাই স্থিতিলাভ করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন