Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 37:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 দুর্জনের অগাধ সম্পদের চেয়ে ধার্মিকের সামান্য বিত্ত শ্রেয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 ধার্মিকের অল্প সম্পত্তি ভাল, সমস্ত দুষ্ট লোকের বহু ধনরাশি অপেক্ষা ভাল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 বহু দুষ্টের ঐশ্বর্যের চেয়ে ধার্মিকের সামান্য সম্বল শ্রেয়;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 ধার্ম্মিকের অল্প সম্পত্তি ভাল, বহুদুষ্টের ধনরাশি অপেক্ষা ভাল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 মন্দ লোকদের বিপুল সমাবেশের চেয়ে মুষ্টিমেয় কিছু সৎ‌ লোক অনেক ভালো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 ধার্ম্মিকদের অল্প সম্পত্তি ভালো, অনেক দুষ্ট লোকের প্রচুর ধনসম্পদের থেকে ভালো।

অধ্যায় দেখুন কপি




গীত 37:16
9 ক্রস রেফারেন্স  

অন্যায় পথে লব্ধ বিপুল সম্পদের চেয়ে সদুপায়ে অর্জিত স্বল্প বিত্ত শ্রেয়।


ধর্ম অবশ্যই ধনী করে যদি আমরা নির্লোভ হই।


ধার্মিকের কখনও খাদ্যাভাব হয় না, কিন্তু দুর্জনের খাবার জোটে না।


দুর্জনের নিবাসের উপরে থাকে প্রভুর অভিশাপ। কিন্তু ধার্মিকের গৃহে তিনি বর্ষণ করেন আশীর্বাদ।


আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও,


তবু দুহাতে পরিশ্রম করে আলেয়ার পিছনে ছুটে চলার চেয়ে শান্তিতে এক মুঠো সম্পদ ভোগ করা ভাল।


যে জন সুজন প্রিয় পাত্র তাঁর, তার আরাধ্য ঈশ্বর তাকে দেন প্রজ্ঞা, জ্ঞান ও সুখ অপার। কিন্তু দুর্জনকে নিয়োগ করেন তিনি উপার্জন এবং সঞ্চয় করার কর্মে, যেন ঈশ্বরের প্রিয়জনেরা লাভ করতে পারে সেই বঞ্চিত ধন। এ-ও রহস্যময়, বৃথা এ সব বোঝার চেষ্টা!


কারণ তার চেয়ে বেশী পেলে আমি হয়তো বলব, পরমেশ্বর আবার কে? আর আমার যদি অভাব থাকে তাহলে হয়তো আমি চুরি করব, আমার আরাধ্য ঈশ্বরের নাম করব কলঙ্কিত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন