Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 37:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 আর কিছুকাল, তারপরেই লুপ্ত হবে দুষ্টজনের অস্তিত্ব বহু অনুসন্ধানেও তুমি উদ্দেশ পাবে না তাদের।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 আর ক্ষণকাল পরে দুষ্ট লোক আর থাকবে না, তুমি তার স্থান তত্ত্ব করবে, কিন্তু তাকে পাবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 আর কিছুকাল পরেই দুষ্টদের অস্তিত্ব লোপ পাবে; তুমি তাদের খোঁজ করতে পারো কিন্তু তাদের পাওয়া যাবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 আর ক্ষণকাল, পরে দুষ্ট লোক আর নাই, তুমি তাহার স্থান তত্ত্ব করিবে, কিন্তু সে আর নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 খুব অল্প সময়ের মধ্যেই দুষ্ট লোকরা আর সেখানে থাকবে না। তোমরা হয়তো তাদের খুঁজবে, কিন্তু ততদিনে তারা সবাই গত হয়েছে!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 কিছুক্ষণ পরে দুষ্ট লোক অদৃশ্য হয়ে যাবে, তুমি তার জায়গায় দিকে তাকাবে, কিন্তু সে আর নেই।

অধ্যায় দেখুন কপি




গীত 37:10
25 ক্রস রেফারেন্স  

অল্পকালের জন্য তাদের সমৃদ্ধি হয়, পরে তারা আগাছার মত, ফসলের কাটা শীষের মতই শুকিয়ে যায়–—


সব কিছুরই শেষ ঘনিয়ে আসছে, সুতরাং সুস্থির ও সংযত জীবন যাপন কর যাতে প্রার্থনায় মনোনিবেশ করতে পার।


তার উপর দিয়ে বায়ু বয়ে গেলে সে ঝরে যায়, নিশ্চিহ্ন হয়ে যায় চিরতরে।


ঈশ্বর তোমাকে চূর্ণ করবেন চিরতরে, তোমার আবাস থেকে টেনে এনে তোমাকে ছিন্নভিন্ন করবেন তিনি, জীবলোক থেকে তোমায় করবেন উৎপাটিত। সেলা


জ্ঞানী-মূর্খ নির্বিশেষে সকলেরই শেষ পরিণতি মৃত্যু, তাদের রেখে যাওয়া ধনসম্পদ ভোগ করে অন্যজনে।


কিন্তু মানুষ মরে গেলে শেষ হয়ে যায় চিরতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর কোথায় থাকে তার অস্বিত্ব?


মর্দখয়ের জন্য যে ফাঁসিকাঠ হামান তৈরী করিয়েছিলেন তাতেই তাঁকে ফাঁসি দেওয়া হল। তারপর রাজার ক্রোধ প্রশমিত হল।


তুমি কি আমার অপরাধ ক্ষমা করতে পার না? আমার অধর্মের মার্জনা কি নেই তোমার কাছে? অচিরেই আমি কবরে শায়িত হব, তুমি আমার সন্ধান করবে, কিন্তু তখন আর থাকবে না আমার অস্তিত্ব।


যেহু তাঁর অস্ত্রবাহক বিদকারকে বললেন, যাও, তুমি ওর মৃতদেহ তুলে নিয়ে নাবোতের জমিতে ফেলে দিয়ে এস। মনে আছে, তুমি আর আমি যেদিন ঘোড়ায় চড়ে ওর পিতা আহাবের পিছন পিছন যাচ্ছিলাম তখন প্রভু পরমেশ্বর আহাবের বিরুদ্ধে বলেছিলেন,


দুর্জনের প্রতিপত্তি অল্পকালের জন্য বজায় থেকেছে, তার উল্লাস হয়েছে ক্ষণস্থায়ী।


দুর্জনের প্রাসাদ ভেঙ্গে পড়বে, কিন্তু সজ্জনের কুটির হবে সমৃদ্ধ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন