Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 36:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 কিন্তু হে প্রভু পরমেশ্বর, অবিচল তোমার প্রেম পরিব্যাপ্ত নভোমণ্ডলে, গগনস্পর্শী তোমার সত্যময়তা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 হে মাবুদ, তোমার অটল মহব্বত আসমানগুলোতে ব্যাপ্ত, তোমার বিশ্বস্ততা আকাশ ছোঁয়া।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 হে সদাপ্রভু, তোমার প্রেম গগনচুম্বী, তোমার বিশ্বস্ততা গগনস্পর্শী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 সদাপ্রভু, তোমার দয়া আকাশমণ্ডলে ব্যাপ্ত, তোমার বিশ্বস্ততা গগনস্পর্শী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 হে প্রভু, আপনার প্রকৃত প্রেম আকাশ ছুঁয়ে যায়, আর আপনার আনুগত্য স্বর্গে পৌঁছায়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 সদাপ্রভুু, তোমার চুক্তির বিশ্বস্ততা স্বর্গে পৌছায়; তোমার বিশ্বস্ততা মেঘ পর্যন্ত পৌছায়।

অধ্যায় দেখুন কপি




গীত 36:5
14 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর মঙ্গলময়, অনন্তকাল স্থায়ী তাঁর প্রেম, তাঁর সত্যময়তা যুগে যুগে স্থায়ী।


অবিচল তোমার প্রেম স্বর্গের চেয়েও মহান তোমার ন্যায়নিষ্ঠা মেঘলোকস্পর্শী।


পৃথিবী থেকে আকাশ যত উঁচু, যারা তাঁকে সম্ভ্রম করে তাদের প্রতি তাঁর করুণাও তত অসীম উদার।


গগনস্পর্শী তোমার অবিচল প্রেম মেঘচুম্বী তোমার সত্যপরায়ণতা, ঊর্ধ্বে আকাশে তুমি দেখাও তোমার পরাক্রম,


প্রতি প্রভাতে তোমার অবিচল প্রেমের কথা, ও নিশীথে তোমার সত্যময়তার কথা ঘোষণা করা ভাল।


তোমার করুণা অনন্তকাল স্থায়ী চিরস্থায়ী আকাশের মত বিশ্বস্ততা তোমার।


আকাশ ও পৃথিবী লুপ্ত হবে, কিন্তু আমার বাক্য কখনও লোপ পাবে না।


হে শক্তিধর মানব, আপন অপকর্মের জন্য কেন দম্ভ কর? জেন, ঈশ্বরের প্রেম চির-অবিচল।


প্রাণী, পাখি, গৃহপালিত ও বন্যপশু — পৃথিবীর যত প্রাণী তোমাদের সঙ্গে জাহাজ থেকে বেরিয়ে এসেছে, তাদের সঙ্গে আমি এক সন্ধি চুক্তি স্থাপন করব।


চরম ঔদ্ধত্যে যারা অন্যায়ের পথে ছুটে চলেছে, আমার সেই স্বেচ্ছাচারী বিদ্রোহী প্রজাদের জন্য সারাদিন আমি দুহাত বাড়িয়ে অপেক্ষা করে আছি।


ঈশ্বর আমাকে বললেনম, হে মর্ত্যমানব, এই লোকগুলি হীন ষড়যন্ত্র করে আর নগরের লোকদের কুপরামর্শ দেয়।


ধিক্‌ তাদের, যারা রাত্রিতে আপন শয্যায়কুমতলব আঁটে, দুষ্কর্মের পরিকল্পনা রচনা করে, প্রভাতে সুযোগ পেলেই যারা কার্যে পরিণত করে তাদের সেই পরিকল্পনা, কারণ, তাদের হাতে আছে একাজ করার ক্ষমতা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন