Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 36:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 শয়নকালেও সে দুষ্কর্মের পরিকল্পনা করে, অসৎ পথেই সে নিজেকে করেছে প্রতিষ্ঠিত, মন্দকে সে কিছুতেই করে না বর্জন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 সে তার বিছানায় অধর্ম কল্পনা করে, সে কুপথে দাঁড়িয়ে থাকে, সে দুষ্কর্ম ঘৃণা করে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 এমনকি তাদের বিছানায় শুয়েও তারা মন্দ পরিকল্পনা করে, অসৎ পথে তারা নিজেদের চালনা করে এবং যা মন্দ তা পরিত্যাগ করে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 সে আপন শয্যাতে অধর্ম্ম কল্পনা করে, সে কুপথে দাঁড়াইয়া থাকে, সে দুষ্কর্ম্ম ঘৃণা করে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 রাতের বেলায় সে অকাজের পরিকল্পনা করে সকালে উঠে সে কোনও ভাল কাজই করে না। এমনকি সে মন্দ করাকেও এড়িয়ে চলে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 যখন সে বিছানায় মিথ্যা কল্পনা করে; তিনি একটি মন্দ পথে দাঁড়িয়ে থাকে; তিনি মন্দকে প্রত্যাখ্যান করে না।

অধ্যায় দেখুন কপি




গীত 36:4
24 ক্রস রেফারেন্স  

ধিক্‌ তাদের, যারা রাত্রিতে আপন শয্যায়কুমতলব আঁটে, দুষ্কর্মের পরিকল্পনা রচনা করে, প্রভাতে সুযোগ পেলেই যারা কার্যে পরিণত করে তাদের সেই পরিকল্পনা, কারণ, তাদের হাতে আছে একাজ করার ক্ষমতা।


কারণ দুষ্কর্ম না করলে দুর্জনের ঘুম হয় না কারও অনিষ্ট না করা পর্যন্ত শান্তি হয় না তাদের।


তোমাদের ভালবাসা অকৃত্রিম হোক। মন্দ যা কিছু তা ঘৃণা কর, যা ভাল তা আঁকড়ে ধর।


চরম ঔদ্ধত্যে যারা অন্যায়ের পথে ছুটে চলেছে, আমার সেই স্বেচ্ছাচারী বিদ্রোহী প্রজাদের জন্য সারাদিন আমি দুহাত বাড়িয়ে অপেক্ষা করে আছি।


তিনি বলছেন, তোমার সমস্ত কাজকর্ম, তোমার পরিশ্রম, ধৈর্য ও সহিষ্ণুতা সব কিছুই আমি জানি। আমি জানি তুমি মন্দ লোকদের সহ্য করতে পার না। যারা নিজেদের প্রেরিত শিষ্য বলে, কিন্তু আসলে তা নয়, তাদের তুমি যাচাই করে দেখেছ, জেনেছ তারা ভণ্ড কপট।


প্রভু পরমেশ্বর তাদেরই ভালবাসেন যারা মন্দকে ঘৃণা করে। তিনি তাঁর ভক্তদের জীবন রক্ষা করেন, দুর্বৃত্তদের কবল থেকে তাদের করেন উদ্ধার।


যারা এসব আচরণ করে তারা মৃত্যুদণ্ডের যোগ্য —ঈশ্বরের এই আদেশ জেনেও তারা এই সমস্ত কাজ করে, শুধু তাই নয়, অন্য যারা এ ধরণের আচরণ করে তাদেরও তারা একাজে উৎসাহ দেয়।


পরের দিন ইহুদীরা সমবেত হয়ে ষড়যন্ত্র করল। তাদের মধ্যে কয়েকজন শপথ নিল যে, পৌলকে হত্যা না করে তারা কোন খাদ্য কিম্বা পানীয় গ্রহণ করবে না।


পরদিন সকালে পুরোহিত-প্রধানেরা ও সমাজপতিরা সকলে মিলে মন্ত্রণা করতে লাগলেন, কি করে তাঁরা যীশুর মৃত্যু ঘটাতে পারেন।


না, হে মানব, কোনটি ভাল এবংপ্রভু পরমেশ্বর কি চান তোমাদের কাছে,সে কথা ব্যক্ত করেছেন। প্রভু পরমেশ্বর চান ন্যায্য আচরণ, অবিচল নিষ্ঠা এবং ঈশ্বরের সান্নিধ্যে নম্রভাবে জীবনযাপন।


যা কিছু মন্দ সব ঘৃণা কর, যা ভাল তার প্রতি আসক্ত হও। বিচারসভায় সুবিচার প্রতিষ্ঠা কর তাহলে হয়তো সর্বাধিনায়ক প্রভু যোষেফকুলের অবশিষ্ট লোকদের প্রতি সদয় হবেন।


আমি মন দিয়ে শুনেছি তাদের সব কথা, কিন্তু তারা সত্য কথা বলে নি। তাদের মধ্যে একজনও নিজের পাপাচারের জন্য অনুতপ্ত নয়, তাদের মনে আত্মজিজ্ঞাসাও জাগে না, তারা বলে না, ‘কি অপরাধই না আমি করেছি!’ যুদ্ধক্ষেত্রে ধাবমান অশ্বের মত তারা আপন ঈপ্সিত পথে ছুটে চলেছে।


প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের বললেন, রাস্তার চৌমাথায় দাঁড়িয়ে লক্ষ্য কর, সন্ধান কর প্রাচীন সনাতন পথের, জিজ্ঞাসা করে জেনে নাও কোনটি সবচেয়ে ভাল পথ। সেই পথে চল, তোমরা শান্তিতে থাকবে। কিন্তু তারা বলল, না, আমরা ও পথে যাব না।


প্রাজ্ঞ ব্যক্তিরা এই প্রবচনগুলিও বলে গেছেনঃ বিচারে পক্ষপাতিত্ব করা উচিত নয়।


ভালর চেয়ে মন্দই তোমার প্রিয়, সত্যের চেয়ে মিথ্যা বলতেই তুমি ভালবাস। সেলা


যারা আমার প্রাণ নিতে চায় তারা আমার জন্য পেতেছে ফাঁদ, যারা কামনা করে আমার অনিষ্ট তাদের মুখে শুধু ধ্বংসের কথা সারাদিন ষড়যন্ত্র করছে তারা।


মানুষ তো তুচ্ছ! অতি সহজেই সে পাপ করে চলে, সে সর্বাংশে কলুষিত, জঘন্য।


রাজা তাদের জিজ্ঞাসা করলেন, কে আছ প্রাসাদ প্রাঙ্গণে?ঠিক তখনই হামান রাজপ্রাসাদের প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছিলেন। মর্দখয়কে ফাঁসি দেবার জন্য যে ফাঁসিকাঠ তৈরী করা হয়েছিল তাতে মর্দখয়কে ফাঁসি দেবার কথা তিনি রাজাকে বলতে এসেছিলেন।


তখন তাঁর স্ত্রী ও বন্ধুরা তাঁকে পরামর্শ দিয়ে বললেন, এক কাজ কর, তুমি পঞ্চাশ হাত উঁচু একটা ফাঁসিকাঠ তৈরী করাও। তারপর আগামীকাল সকালে গিয়ে রাজাকে বল যেন তিনি মর্দখয়কে ঐ ফাঁসিকাঠে ফাঁসি দেবার হুকুম দেন। তারপর খুশীমনে তুমি রাণীর ভোজে যোগ দিও। এই পরামর্শে হামান খুশী হলেন ও ফাঁসিকাঠ তৈরী করালেন।


দাউদের উরর নজর রাখার জন্য এবং সকালবেলায় তাঁকে হত্যা করার জন্য শৌল বাড়িতে অনুচর পাঠালেন। কিন্তু দাউদের স্ত্রী মিখল তাঁকে বললেন, আজ রাত্রেই যদি তুমি প্রাণ নিয়ে না পালাও তবে কাল তোমাকে ওরা হত্যা করবে।


তারা সব সময়ে দুষ্কর্মের পরিকল্পনা করে, দৌরাত্ম্যের কথা বলে।


প্রভু পরমেশ্বর বলেন, আমার প্রজারা মূর্খ, তারা জানে না আমায়, নির্বোধ শিশুর মত, কোনও বোধবুদ্ধি নেই তাদের। তারা শুধু কুকাজেই দক্ষ, কিন্তু ভাল কাজে একেবারেই অক্ষম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন