Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 36:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 অহঙ্কারে মত্ত হয়ে সে ভাবে তার দুষ্কর্ম হবে না উদ্ঘাটিত, ধিকৃত হবে না কখনও।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 সে নিজের দৃষ্টিতে নিজের গর্ব করে বলে, আমার অধর্ম আবিষ্কৃত ও ঘৃণিত হবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 তারা নিজেদের দৃষ্টিতে নিজেদের তোষামোদ করে, ভাবে যে তাদের অপরাধ ধরা পড়বে না বা নিন্দিত হবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 সে নিজের দৃষ্টিতে আত্মশ্লাঘা করিয়া বলে, আমার অধর্ম্ম আবিষ্কৃত ও ঘৃণিত হইবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 সেই লোক নিজের প্রতিই মিথ্যাচার করে। সেই লোক তার নিজের দোষ দেখে না। তাই সে ক্ষমাও চায় না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 কারণ সে প্রতারণায় জীবনযাপন করেন, তার পাপ আবিষ্কৃত ও ঘৃণিত হবে না।

অধ্যায় দেখুন কপি




গীত 36:2
15 ক্রস রেফারেন্স  

তাহলে সে যখন এই শপথবাক্য শুনবে তখন হয়তো মনে মনে সে নিজের স্বস্তিবাচন করে বলবে, ‘দুরন্ত মনের বাসনা অনুযায়ী চললেও আমি নিরাপদেই থাকব।’— কিন্তু এর ফলে ভালো-মন্দ সকলেরই ধ্বংস ডেকে আনা হবে।


সে যদি ইহজীবনে পরিতৃপ্ত হয়, যদি জীবনের সাফল্যে হয় খ্যাতিমান,


দুর্জন নিজের বাসনার মধ্যে মগ্ন থাকে, স্বার্থলোলুপেরা কুৎসা করে প্রভু পরমেশ্বরের, অবজ্ঞা করে তাঁকে।


একসময় বিধানহীন অবস্থায় আমিও সম্পূর্ণ জীবিত ছিলাম। কিন্তু বিধানের নির্দেশ যখন এল, পাপ তখন সজীব হল, আর আমার হল মৃত্যু।


তবে? আমরা ইহুদীরা কি অন্যদের চেয়ে ভাল? না, মোটেই না। কারণ আমি আগেই এ কথা প্রমাণ করেছি যে ইহুদী ও অন্যান্যরা জাতি নির্বিশেষে সকলেই পাপের বশীভূত।


কিন্তু সেই ব্যক্তি নিজের সততা প্রতিষ্ঠিত করার জন্য যীশুকে জিজ্ঞাসা করলেন, কিন্তু আমার প্রতিবেশী কে?


কে বুঝতে পারে মানুষের মন? এর মত প্রতারক আর কিছুই নেই, এর আরোগ্য সম্পূর্ণ অসম্ভব।


কেন তুমি বল যে নিজেকে অশুচি করনি তুমি, আরাধনা করনি কখনও বেল দেবতার? দেখ, কি ভাবে তুমি পাপাচার করেছ উপত্যকার বুকে। কামনায় জর্জরিত বন্য গর্দভীর মত


কারণ তারা ঈশ্বর-নির্দেশিত ধার্মিকতা সম্বন্ধে অজ্ঞ ছিল এবং নিজেদের কল্পিত ধার্মিকতা প্রতিষ্ঠায় প্রয়াসী হয়েছিল। তাই ঈশ্বর যে পন্থায় মানুষকে ধার্মিক প্রতিপন্ন করেন সেই পন্থাকে তারা উপেক্ষা করেছে।


কিন্তু রাজা কিম্বা তাঁর পারিষদেরা কেউ-ই এই পাণ্ডুলিপির পাঠ শুনে বিন্দুমাত্র ভয় পেল না অথবা দুঃখের কোনও চিহ্ন তাদের মুখে ফুটে উঠল না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন