Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 34:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 প্রভু পরমেশ্বরের মহিমা কীর্তন কর আমার সঙ্গে, সবে মিলে এস করি তাঁর নাম গান।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 আমার সঙ্গে মাবুদের মহিমা ঘোষণা কর; এসো, আমরা একসঙ্গে তাঁর নামের প্রতিষ্ঠা করি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 আমার সঙ্গে সদাপ্রভুর মহিমাকীর্তন করো; এসো, আমরা সবাই তাঁর নামের জয়গান করি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 আমার সহিত সদাপ্রভুর মহিমা কীর্ত্তন কর; আইস, আমরা একসঙ্গে তাঁহার নামের প্রতিষ্ঠা করি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 আমার সঙ্গে সঙ্গে ঈশ্বরের প্রশংসা কর। এসো আমরা তাঁর নামের সম্মান করি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 আমার সাথে সদাপ্রভুুর প্রশংসা কর; চল আমরা একসঙ্গে তাঁর নাম উন্নত করি।

অধ্যায় দেখুন কপি




গীত 34:3
18 ক্রস রেফারেন্স  

গানে গানে আমি করব ঈশ্বরের গুণকীর্তন, কৃতজ্ঞতার উপচারে আমি ঘোষণা করব তাঁর মহিমা।


মরিয়ম তখন নিবেদন করলেনঃ হৃদয় আমার প্রভুর প্রশংসায় মুখর,


কিন্তু যারা তোমার অন্বেষণে রত তোমারই নামে তারা করুক আনন্দ উল্লাস, তোমার পরিত্রাণেই যাদের গভীর অনুরাগ। সতত বলুক তারা: ধন্য আমাদের মহান প্রভু পরমেশ্বর।


হে জাতিবৃন্দ, আমাদের ঈশ্বরের স্তব কর, ধ্বনিত হোক তাঁর গৌরবগাথা তাঁরই উদ্দেশে।


আমার নির্দোষিতা প্রমাণে যারা হর্ষধ্বনি করে, তারা বলুক বারবার, ‘প্রভু পরমেশ্বর মহান্, তাঁর সেবকের কুশলে তিনি পরম প্রীত।’


তিনি উচ্চকণ্ঠে ঘোষণা করেলন, “ঈশ্বরকে সম্ভ্রম কর, তাঁর মর্যাদা স্বীকার কর, কারণ তাঁর বিচাররে লগ্ন সমুপস্থিত। স্বপর্গ, মর্ত্য, সমুদ্র ও জলধির সমস্ত উৎসের স্রষ্টা যিনি তাঁরই আরাধনা কর।”


রাজা এবং ইসরায়েলীদের নেতৃবৃন্দ রাজা দাউদ ও প্রবক্তা নবী আসফের লেখা প্রংশসা গীতি ও স্তবগান লেবীয়দের গাইতে বললেন। তখন সকলে মহানন্দে প্রশংসাগীতি গাইতে লাগল এবং নতজানু হয়ে ঈশ্বরের কাছে প্রণাম নিবেদন করল।


তারপর দাউদ প্রজাদের আদেশ দিলেনঃ তোমরা প্রভু পরমেশ্বরের মহিমা কীর্তন কর। সমবেত জনতা তাদের পূর্বপুরুষের আরাধ্য ঈশ্বর প্রভুর মহিমা কীর্তন করতে লাগল। প্রভু পরমেশ্বর ও রাজার সম্মানে প্রণিপাত করল।


এ ঘটনার কথা গ্রীক-ইহুদী নির্বিশেষে ইফিসাসের সকলের কাছে ছড়িয়ে পড়ল। সকলে তখন সন্ত্রস্ত হয়ে উঠল এবং প্রভুর যীশুর নাম মহিমান্বিত হল।


আমার একান্ত ইচ্ছা ও আশা এই যে আমি কখনও লজ্জায় পড়ব না। বরং আমি সাহসভরে কর্তব্য পথে এগিয়ে যাব। সবসময় যেমন করে এসেছি আজও তেমনি আমি বাঁচি কিম্বা মরি, আমার সমগ্র সত্ত্বা দিয়ে খ্রীষ্টই হবেন মহিমান্বিত।


তাঁর পবিত্র নামের মহিমা গাও, প্রভুর সন্ধানী যারা, হৃদয় তাদের পূর্ণ হোক পরম উল্লাসে।


দীন অভাজনের আবেদনে সাড়া দেন প্রভু, অবহেলা করেন না কখনও বন্দীদশায় পতিত আপন ভক্তকে।


প্রভু পরমেশ্বর বলেন, জ্ঞানীরা কখনও তাদের জ্ঞানের গর্ব না করুক, বলবান না করুক শক্তির দম্ভ ধনবান না করুক ধনের অহঙ্কার।


যদি কারও অহঙ্কারের ইচ্ছা জাগে, তবে সে করুক তার ঈশ্বরজ্ঞানের অহঙ্কার। কারণ আমার ভালবাসায় কোনও ছেদ নেই, ন্যায়, সত্য ও করুণায় আমি পৃথিবী পালন করি। এই সব গুণেই আমি সুপ্রসন্ন। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন