Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 33:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 উদাত্ত কণ্ঠে গাও নব নব সঙ্গীত তাঁরই উদ্দেশে নিপুণ হাতে ঝঙ্কার তোল তারযন্ত্রে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 তাঁর উদ্দেশে নতুন গজল গাও, জয়ধ্বনিসহ মনোহর বাদ্য কর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 তাঁর উদ্দেশে নতুন গান গাও; নিপুণ হাতে বাজাও ও আনন্দধ্বনি করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 তাঁহার উদ্দেশে নূতন গীত গাও, জয়ধ্বনিসহ মনোহর বাদ্য কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 তাঁর জন্য একটা নতুন গান গাও। অত্যন্ত সুন্দরভাবে বাজাও এবং আনন্দ ধ্বনি দাও!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 তাঁর উদ্দেশ্যে নতুন গান গাও; মধুর বাদ্য কর, জয়ধ্বনি কর এবং আনন্দের সাথে গান কর।

অধ্যায় দেখুন কপি




গীত 33:3
15 ক্রস রেফারেন্স  

নূতন সঙ্গীত গাও প্রভু পরমেশ্বরের উদ্দেশে, এ বিশ্বচরাচর গাও তাঁর স্তবগান! সমুদ্র পথে যাতায়াত কর যারা স্তবগান গাও তাঁর, সাগরের বুকে বসতি যাদের, তোমরা স্তুতিগান গাও তাঁর! হে সুদূরের দেশবাসীগণ, তোমরা সকলে গাও তাঁর স্তবগান!


গীত , স্তোত্র ও সংকীর্তনে নিজেদের মধ্যে ভাব বিনিময় কর। মনে মনে প্রভুর উদ্দেশে গাও স্তুতিগান।


এই চব্বিশজন লেবীয় ছিলেন সুনিপুণ ওস্তাদ এবং তাঁদের সহকর্মী লেবীয়রা ছিলেন সুশিক্ষিত সুরশিল্পী। সবশুদ্ধ সংখ্যায় তাঁরা ছিলেন দুশো অষ্টআশী জন।


খ্রীষ্টের বাণীর অতুল ঐশ্বর্যে তোমাদের জীবন সমৃদ্ধ হোক। পূর্ণ জ্ঞানে তোমরা পরস্পরকে খ্রীষ্টকথা শিক্ষা দাও, সচেতন কর। স্তোত্র, গীত এবং বন্দনা গানে তোমরা ঈশ্বরের কাছে নিবেদন কর তোমাদের অন্তরের কৃতজ্ঞতা।


প্রভু পরমেশ্বরের উদ্দেশে নতুন সঙ্গীত গাও, সমগ্র পৃথিবী! তাঁরই উদ্দেশে গাও বন্দনা গান।


তাঁরা একটি নূতন স্তোত্র গাইছিলেনঃ “এই গ্রন্থ গ্রহণ ও তার মোহর ভাঙ্গার যোগ্যতা তোমারই আছে, কেননা নিহত হয়েছিলে তুমি। নিজ শোণিতের বিনিময়ে তুমি ঈশ্বরের জন্য অর্জন করেছসকল গোষ্ঠী, ভাষা, সমাজ ও জাতির মানুষের মুক্তি।


হে ঈশ্বর, তোমার উদ্দেশে আমি গাইব নূতন গান দশতন্ত্রী বীণার ঝঙ্কারে আমি গাইব তোমার স্তুতি গান।


প্রভু পরমেশ্বরের উদ্দেশে গাও নূতন সঙ্গীত, তিনি সাধন করেছেন অলৌকিক কীর্তিরাজি, তাঁর অসীম প্রতাপ ও মহাপরাক্রমে তিনি হয়েছেন বিজয়ী।


দাউদ এবং ইসরায়েলী জনতার সকলে পরমেশ্বরের সামনে মহানন্দে সমস্ত মন-প্রাণ দিয়ে প্রভুর জয়গান করতে করতে নাচতে নাচতে চলতে লাগলেন। গানের সাথে সাথে বাজাতে লাগলেন বীণা, বাঁশী, করতাল ও ঢোল।


তাঁরা সিংহাসনের সম্মুখে এবং প্রাণীচতুষ্টয় ও প্রবীণদের সম্মুখে একটি নতুন গান গাইছিলেন। পৃথিবী থেকে উদ্ধারপ্রাপ্ত সেই এক লক্ষ চুয়াল্লিশ হাজার লোক ছাড়া আর কেউ সেই গান শিখতে পারল না।


প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা। নতুন গান গাও প্রভুর উদ্দেশে, ভক্ত সমাজে কর তাঁর স্তবগান।


তিনি আমার মুখে দিলেন নূতন সঙ্গীত, আমাদের আরাধ্য ঈশ্বরের স্তুতিগান। এ ঘটনা অনেকের মনে জাগাবে সম্ভ্রম, নির্ভর করতে শিখবে তারা প্রভুর উপর।


এখানে যারা কাজে নিযুক্ত হয়েছিল, তারা ছিল অত্যন্ত সৎ ও বিশ্বস্ত। চারজন লেবীয় তাদের কাজকর্ম দেখাশুনা করতেন। এদের নাম: মরারি গোষ্ঠীর যহৎ ও ওবদিয়, কোহাৎ গোষ্ঠীর সখরিয় ও মশুল্লম। (এই লেবীয়রা ছিলেন নিপুণ বাদ্যযন্ত্রবাদক।)


সঙ্গীতে পারদর্শিতার জন্য তাঁরা কননিয়কে লেবীয় গায়কদলের নেতা নিযুক্ত করলেন।


ধন্য সেই জন, যে প্রভুর উপর আস্থা স্থাপন করে, যে দাম্ভিকের মুখাপেক্ষা করে না, অসত্যের পূজা করে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন