তারা লোক পাঠিয়ে ফিলিস্তিনীদের সমস্ত ভূস্বামীকে একত্র করে বলল, ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের চুক্তিসিন্দুকটি পাঠিয়ে দিন, এটি স্বস্থানে ফিরে যাক, এটি যেন আর আমাদের ও আমাদের লোকজনদের বধ না করে। কারণ ঈশ্বর কঠোরহস্তে দণ্ড দেওয়ায় সেই নগরের সর্বত্র মহামৃত্যুভয় সঞ্চারিত হয়েছিল। যারা মৃত্যুমুখে পতিত হয়নি তারা বিষফোড়া দ্বারা আক্রান্ত হয়েছিল এবং তাদের আর্তনাদে নগরের আকাশ বাতাস পরিপূর্ণ হয়েছিল।
আর লক্ষ্য কর, যদি সেটি নিজ দেশের পথে বেৎ-শেমেশের দিকে যায়, তবে বুঝবে তিনিই আমাদের এই মহা অমঙ্গল ঘটিয়েছিলেন, অন্যথায় জানব যে আমাদের উপর এই আঘাত তাঁর কাছ থেকে আসেনি, দৈবক্রমেই আমাদের এই অমঙ্গল ঘটেছে।
কিন্তু সেটি সেখানে নিয়ে যাওয়ার পর সেই নগরের উপর ঈশ্বরের কঠোর দণ্ড নেমে এল এবং সেখানে মহাত্রাসের সঞ্চার হল। তিনি নগরের ছোট বড় সকলকেই আঘাত করলেন এবং তারা বিষফোড়ার দ্বারা আক্রান্ত হল।
তাহলে আমার পুত্রেরা বড় না হওয়া পর্যন্ত তোমরা কি অপেক্ষা করে থাকতে? এমন যদি ঘটত তাহলে তোমরা কি অন্য কাউকে বিয়ে না করে থাকতে? না মা, এ হয় না। প্রভু পরমেশ্বর আমার দিক থেকে মুখ ফিরিয়েছেন। তোমাদের জন্য আমার বড় দুঃখ হয়।