Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 32:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 যখন আমি মৌন ছিলাম, স্বীকার করিনি আমার পাপ, সারাদিন অব্যক্ত ক্রন্দনে তখন শীর্ণ হচ্ছিল আমাহ দেহ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 আমি যখন চুপ করেছিলাম, আমার সমস্ত অস্থি ক্ষয় পাচ্ছিল, কারণ আমি সমস্ত দিন আর্তনাদ করছিলাম।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 যখন আমি চুপ করেছিলাম, আমার হাড়গোড় ক্ষয় হয়েছিল এবং সারাদিন আমি আর্তনাদ করেছিলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 আমি যখন চুপ করিয়াছিলাম, আমার অস্থি সকল ক্ষয় পাইতেছিল, কারণ আমি সমস্ত দিন আর্ত্তনাদ করিতেছিলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 ঈশ্বর, আমি বার বার আপনার কাছে প্রার্থনা করেছি, কিন্তু আমার গোপন পাপের কথা আমি বলিনি। তাই যতবার আমি প্রার্থনা করেছি, ততবারই আমি দুর্বল হয়ে পড়েছি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 যখন আমি নীরব ছিলাম, আমার হাড়গুলো নষ্ট হচ্ছিল, কারণ আমি সারা দিন আর্তনাদ করছিলাম।

অধ্যায় দেখুন কপি




গীত 32:3
26 ক্রস রেফারেন্স  

আমি জীর্ণ নিতান্ত অবসন্ন, মর্মযাতনায় করছি আর্তনাদ।


তোমার ক্রোধে ক্লিষ্ট আমার দেহ আমার পাপের দরুণ শান্তিহীন আমার সত্তা।


সাহায্যের আশায় আমি করেছি আর্তনাদ, তিনি অগ্রাহ্য করেছেন আমায়।


ঈশ্বর আমার, ঈশ্বর আমার কেন পরিত্যাগ করেছ আমায়? কেন শুনছ না আমার কাতর ক্রন্দন? কেন আমায় করছ না উদ্ধার? কেন তুমি আজ রয়েছ দূরে?


আমার কাছে তাদের ক্রন্দন আন্তরিক নয়, বিছানায় শুয়ে তারা হায় হায় করে, নিজেদের অঙ্গ ক্ষত-বিক্ষত করে শস্য ও দ্রাক্ষারসের জন্য, আমার কাছ থেকে তারা দূরেই সরে যাচ্ছে।


যে নিজের পাপ গোপন করে সে কখনও প্রতিষ্ঠা লাভ করতে পারে না, কিন্তু যে পাপ স্বীকার করে পরমেশ্বর তারপ্রতি কৃপা করেন।


আমার পায়ের চামড়া কালো হয়ে গেছে শুকিয়ে উঠে যাচ্ছে গা থেকে, জ্বরের তাপে তামার সারা দেহ জ্বলছে।


আনন্দ ও উল্লাসের ধ্বনি শোনাও আমায়, আবার উৎফুল্ল হোক আমার সকল সত্তা যা তুমি করেছ চূর্ণ বিচূর্ণ।


তিনি আমার অস্থি চূর্ণ করেছেন,দেহকে করেছেন জীর্ণ, ক্ষত-বিক্ষত।


নগরীর জনগণ নিরুপায় ক্রীতদাসের মত বিতাড়িত আপন গৃহ থেকে। সুদূর নির্বাসনে বাস করতে বাধ্য হয়েছে তারা, নিজেদের মাতৃভূমি থেকে বিচ্যুত, পরিবেষ্টিত শত্রুদ্বারা, পথ নেই পালাবার।


আমরা ভীত, বিপর্যস্ত। আমরা ন্যায়বিচারের আশায় থাকি, কিন্তু তার দেখা পাই না। অন্যায় ও উৎপীড়নের কবল থেকে উদ্ধারের আশায় পথ চেয়ে থাকি কিন্তু সে আশা সুদূর পরাহত।


পথের বাঁকে বাঁকে সন্তানেরা তোমার পড়েছে লুটিয়ে মুর্ছিত বিবশ হয়ে যেন শিকারীর জালে আবদ্ধ হরিণ। মর্মে মর্মে অনুভব করছে তারা প্রভু পরমেশ্বরের রোষের তীব্র দহন।


সদয় হও আমার প্রতি হে প্রভু পরমেশ্বর, আমাকে সুস্থ কর, দেহ আমার ক্লিষ্ট, অবসন্ন।


রাতে আমার অস্থিগুলো ব্যথায় টন্‌টন্‌ করে অবিরাম যন্ত্রণা আমাকে কুরে কুরে খায়।


দীর্ঘশ্বাস আমার অন্নস্বরূপ, কান্না আমার কোনদিন থামবে না।


তার শোকের আবেগ কমে গিয়ে অশৌচকাল কেটে গেলে দাউদ লোক দিয়ে তাকে নিজের প্রাসাদে আনালেন ও তাকে বিবাহ করলেন। তাঁদের একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করল। দাউদের এইসব কাজে প্রভু পরমেশ্বর অসন্তুষ্ট হলেন।


আমি তাদের লোভ ও পাপের জন্য তাদের উপর ক্রুদ্ধ হয়েছিলাম এবং সেইজন্য তাদের পরিত্যাগ করেছিলাম, দিয়েছিলাম দণ্ড। কিন্তু তারা অবাধ্য, দুর্বিনীত, নিজেদের ইচ্ছামতই চলতে লাগল তারা।


তারপর তাদের অস্থি সংগ্রহ করে সেখানকার এক ঝাউগাছের তলায় সমাধিস্থ করল। পরে তারা সাতদিন উপবাস করল।


উৎফুল্ল হৃদয় স্বাস্থ্যকর ওষুধের মত, বিষণ্ণ চিত্ত শরীর ক্ষয়করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন