Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 32:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 প্রভুর সান্নিধ্য লাভে আনন্দ কর, উল্লাসে মেতে ওঠ হে ধার্মিকবৃন্দ, ন্যায়নিষ্ঠ যারা, কর আনন্দধ্বনি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 হে ধার্মিকগণ, মাবুদে আনন্দ কর, উল্লাস কর; হে সরলচিত্ত সকলে, তোমরা আনন্দ ধ্বনি কর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 হে ধার্মিক, সদাপ্রভুতে আনন্দ করো ও উল্লাস করো; তোমরা যারা অন্তরে ন্যায়পরায়ণ, আনন্দধ্বনি করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 ধার্ম্মিকগণ, সদাপ্রভুতে আনন্দ কর, উল্লাস কর; হে সরলচিত্ত সকলে, তোমরা আনন্দধ্বনি কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 ভালো লোকেরা, তোমরা আনন্দ কর এবং প্রভুতে আনন্দলাভ কর! তোমরা সৎ‌ লোকেরা আনন্দ কর!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 ধার্ম্মিকেরা, তোমরা সদাপ্রভুুতে আনন্দিত ও সুখী হও; উল্লাস কর, তোমরা ন্যায়পরায়ণরা আনন্দে উল্লাস কর।

অধ্যায় দেখুন কপি




গীত 32:11
18 ক্রস রেফারেন্স  

ধর্মপরায়ণ ব্যক্তি প্রভু পরমেশ্বরের নামে করুক আনন্দ, হোক তাঁর শরণাগত, ন্যায়নিষ্ঠ চিত্ত যাদের তারা করুক তাঁর স্তুতিগান।


তোমরা সর্বদা প্রভুর সান্নিধ্য লাভে আনন্দ কর, আবার বলব, আনন্দ কর।


হে ধার্মিকবৃন্দ, প্রভুতে আনন্দ কর, প্রশস্তি কর তাঁর পবিত্র নামের।


রাজরাজেশ্বর প্রভু পরমেশ্বরের রাজত্ব সুপ্রতিষ্ঠিত, উল্লাস করুক পৃথিবী, আনন্দিত হোক সুদূর উপকূলবাসী।


কিন্তু তোমার শরণাগত যারা উল্লাস করুক তারা সকলে, সদা মুখরিত হোক আনন্দগানে। যারা ভালবাসে তোমায় আশ্রয় দাও তাদের তোমার পক্ষছায়ায়।


কিন্তু ধার্মিকেরা আনন্দিত হোক, ঈশ্বরের সাক্ষাতে উল্লাস করুক তারা, উচ্ছল হোক পরম আনন্দে।


জয়ধ্বনি কর হে ধার্মিকবৃন্দ, প্রভু পরমেশ্বরের নামে হর্ষধ্বনি কর। ন্যায়নিষ্ঠদের মুখেই মানায় স্তুতিগান। তাঁর অনুগত ভক্তের মুখেই শোভা পায় তাঁর স্তুতিগান।


তোমাদের পুত্র, কন্যা, দাসদাসী এবং তোমাদের নগর নিবাসী লেবীয়, তোমাদের সম্পত্তিতে যাদের কোন অংশ বা অধিকার নেই, তাদের সকলকে নিয়ে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে আনন্দোৎসব করবে।


ওরা নয়, আমরাই প্রকৃত সুন্নত সংস্কারপ্রাপ্ত। আমরা ঈশ্বরের আত্মার প্রেরণায় আরাধনা করি, খ্রীষ্ট যীশুতে গর্ববোধ করি, বাহ্যিক অনুষ্ঠানের উপর নির্ভর করি না।


পরিশেষে বলি, বন্ধুগণ, প্রভুর সঙ্গে সম্মিলনে আনন্দ কর। তোমাদের কাছে একই কথা বারবার লিখতে আমার কোন অসুবিধা হয় না, তোমাদের পক্ষে বরং তা রক্ষাকবচ।


শুধু তাই নয়, যাঁর দ্বারা ঈশ্বরের সঙ্গে এখন আমাদের পুনর্মিলন হয়েছে, সেই প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে আমরা ঈশ্বরের জন্য উল্লসিত হয়েছি।


পর্বত প্রমাণ বাধাও তোমার সামনে থেকে অপসারিত হবে। তুমি মন্দির পুনর্নির্মাণ করবে এবং সকলে প্রশংসা ধ্বনির মাঝে শেষ প্রস্তরটি বসিয়ে দেবে।


যারা সৎ, চিত্ত যাদের ন্যায়নিষ্ঠ হে প্রভু পরমেশ্বর, তোমার অনুগত যারা, তাদের মঙ্গল কর তুমি।


ধন্য সেই জন, প্রভু যার অপরাধ গণ্য করেন না, ছলনা নেই যার অন্তরে।


ঈশ্বর আমার ঢালস্বরূপ, তিনি ন্যায়পরায়ণদের করেন উদ্ধার।


হান্না প্রার্থনা ও স্তুতি নিবেদন করে বললেনঃ প্রভু পরমেশ্বর পূর্ণ করেছেন হৃদয় আমার পরম আনন্দে উন্নত করেছেন তিনি আমার শির শত্রুর সম্মুখে মুখরিত আমার ওষ্ঠাধর তাঁরই কৃপায় এই আনন্দ আমার।


সমগ্র পৃথিবী! প্রভু পরমেশ্বরেরজয়ধ্বনি কর, মুখরিত হও আনন্দসঙ্গীতে, গাও তাঁর বন্দনাগান।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন