Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 31:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 হে প্রভু পরমেশ্বর, বিপন্ন আমি, কৃপা কর আমার প্রতি। দুঃখ দহনে জীর্ণ এ দেহমন, দৃষ্টি হয়েছে ক্ষীণ অবিরল অশ্রুপাতে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 হে মাবুদ, আমাকে রহম কর, কেননা আমি বিপদগ্রস্ত; মনোদুঃখে আমার নয়ন, প্রাণ ও দেহ শীর্ণ হচ্ছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 হে সদাপ্রভু, আমাকে দয়া করো, কারণ আমি দুর্দশায় জীর্ণ; দুঃখে আমার দৃষ্টি, বিষাদে আমার প্রাণ ও দেহ ক্ষীণ হয়েছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 সদাপ্রভু, আমাকে কৃপা কর, কেননা আমি বিপদ্‌গ্রস্ত; মনোদুঃখে আমার নয়ন, প্রাণ ও দেহ শীর্ণ হইতেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 প্রভু, আমার অসংখ্য সমস্যা আছে। তাই আমার প্রতি সদয় হন। আমি মানসিকভাবে এমন বিপর্যস্ত যে কেঁদে কেঁদে আমার চোখ ব্যথা করছে। আমার গলা ও পেট জ্বালা করছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 সদাপ্রভুু, আমার প্রতি দয়া কর, কারণ আমি কষ্টের মধ্যে আছি; আমার দেহ ও প্রাণের সাথে আমার চোখও কষ্টে দুর্বল হয়ে পড়েছে।

অধ্যায় দেখুন কপি




গীত 31:9
19 ক্রস রেফারেন্স  

শত্রুর নির্যাতনে গভীর বেদনায় কেঁদে কেঁদে নিভে এসেছে আমার নয়নের আলো, দৃষ্টি হয়েছে ক্ষীণ।


দুঃখে আমার দৃষ্টি হয়েছে ক্ষীণ, প্রতিদিন আমি তোমাকে ডাকি, হে প্রভু পরমেশ্বর, তোমারই দিকে প্রসারিত করি হাত নিয়ত প্রার্থনায়।


দুর্বল হয়ে পড়েছে আমার দেহমন, তবু ঈশ্বরই আমার শক্তির আধার, সর্বস্ব আমার, চিরদিন! চিরকাল!


অন্তর আজ দুঃসহ তিক্ততায় গিয়েছে ভরে, চোখের জলে দৃষ্টি হয়েছে ক্ষীণ।


বহুকাল কেটে গেল সাহায্যের প্রতীক্ষায়, অবশেষে সব আশা হল নির্মূল, আশায় আশায় থেকে ব্যর্থতার দুঃখই সার হল শুধু, সাহায্যের হাত বাড়াল না কেউ।


ওরা বসেছিল অন্ধকারে, নিবিড় তিমিরে, দুর্দশার লৌহশৃঙ্খলে আবদ্ধ ছিল ওরা।


কারণ সারাদিনই আমি আঘাত পেয়েছি, প্রতি প্রভাতেই হয়েছি দণ্ডিত।


যে মানতের অঙ্গীকার আমি করেছিলাম, ওষ্ঠাধরে করেছিলাম উচ্চারণ যে প্রতিশ্রুতি বিপদের দিনে।


আমরা আজ ধূলায় অবলুণ্ঠিত ধরাশায়ী হয়েছি আমরা,


শোক আজ আমাকে প্রায় অন্ধ করে দিয়েছে, আমার শীর্ণ অঙ্গপ্রত্যঙ্গ হয়েছে ছায়ার মত।


তিনি আমাকে উদ্ধার করে নিয়ে এলেন মুক্ত অঙ্গনে, প্রসন্ন ছিলেন তিনি আমার উপর, তাই আমায় আনলেন উদ্ধার করে।


আমার সততা অনুসারেপ্রভু পরমেশ্বর পুরস্কৃত করলেন আমায়। আমার হাত ছিল অমলিন তাই তিনি আমায় ধন্য করলেন আশীর্বাদে।


আমি শত্রুদের পিছনে ধাবিত হয়ে ধরে ফেলি তাদের, সংহার না করে আমি ফিরি না কখনও।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন