Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 31:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 আমার আবেদন শোন, বাঁচাও আমায়, করো না বিলম্ব। তুমি হও আমার পরম আশ্রয়, হও আমার পরিত্রাণের সুদৃঢ় দুর্গ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 আমার দিকে কান দাও; আমাকে উদ্ধার করতে তাড়াতাড়ি এসো; আমার আশ্রয়-শৈল হও, আমার নিস্তারের জন্য দুর্গগৃহ হও।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 আমার দিকে তোমার কান দাও, সত্বর আমাকে উদ্ধার করতে এসো; তুমি আমার আশ্রয় শৈল হও, আমাকে রক্ষা করার এক শক্ত উচ্চদুর্গ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 আমার দিকে কর্ণপাত কর; সত্বর আমাকে উদ্ধার কর; আমার দৃঢ় শৈল হও, আমার ত্রাণার্থক দুর্গগৃহ হও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 হে ঈশ্বর, আমার কথা শুনুন। শীঘ্রই আপনি এসে আমায় রক্ষা করুন। আপনি আমার নিরাপদ আশ্রয় হোন। আপনি আমার নিরাপদ দুর্গ হোন এবং আমায় সুরক্ষিত করুন!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 আমার কথা শোন; আমাকে তাড়াতাড়ি উদ্ধার কর; আমার আশ্রয়-শৈল হও, আমাকে রক্ষা করার দূর্গ হও।

অধ্যায় দেখুন কপি




গীত 31:2
24 ক্রস রেফারেন্স  

সঙ্কটে বিমুখ হয়ো না আমার প্রতি, শোন আমার নিবেদন, যখন আমি ডাকি তোমায় বিলম্ব করো না প্রভু, তখনই দিও সাড়া।


হে প্রভু পরমেশ্বর, আমার প্রার্থনা শ্রবণ কর, উত্তর দাও আমায়, বড় দুঃখী আমি, নিতান্ত দীনহীন।


আমার ডাক শোন, হে প্রভু, শোন আমার কাতর নিবেদন।


শত্রুরাও একথা মানে, ইসরায়েলীদের ঈশ্বরের মত শৈলপ্রতিম কোন ঈশ্বর নেই তাদের।


ঈশ্বরকে কেউ কখনও দেখেনি, কিন্তু আমরা যদি পরস্পরকে ভালবাসি তাহলে ঈশ্বর আমাদের অন্তরে বাস করেন এবং তাঁর প্রেম আমাদের মাঝে পূর্ণতা লাভ করে।


যে আমার দেহ ভোজন করে এবং পান করে আমার রক্ত সে নিরবচ্ছিন্নভাবে আমারই সত্তায় লীন হয়ে থাকে এবং আমি তার মধ্যে বিরাজিত থাকি।


তোমাদের আমি বলছি, অতি শীঘ্রই তিনি তাদের সুবিচারের ব্যবস্থা করবেন। কিন্তু মানবপুত্র যখন আসবেন, তখন কি তিনি পৃথিবীতে এই বিশ্বাসে খুঁজে পাবেন?


তাহলে তোমরা রক্ষা পাবে। সুদৃঢ় দুর্গের সুনিশ্চিত নিরাপত্তালাভ করবে তোমরা। তোমরা পাবে ক্ষুধার অন্ন ও তৃষ্ণার জল।


শোন, প্রাজ্ঞ ব্যক্তিরা যে সব কথা বলে গেছেন, আমি তা তোমাকে শেখাব। তাঁদের উপদেশ মনোযোগ দিয়ে শোন।


হে প্রভু পরমেশ্বর, উত্তর দাও আমায় করো না বিলম্ব, নিঃশেষিত উদ্যম আমার, আড়াল করো না তোমার শ্রীমুখ আমার কাছে, তাহলে আমার দশা হবে মৃতলোকবাসীদের মত।


কিন্তু প্রভু পরমেশ্বর আমার দুর্গস্বরূপ, আমার আরাধ্য ঈশ্বর আমার আশ্রয়গিরি।


হে প্রভু পরমেশ্বর তুমিই আমার আশ্রয়। যেহেতু তুমি পরাৎপরের নিয়েছ শরণ,


হে প্রভু পরমেশ্বর, বংশানুক্রমে তুমিই আমাদের আশ্রয়।


হে ঈশ্বর, শত্রুদল তোমার এলাকায় প্রবেশ করেছে, অশুচি করেছে তোমার পবিত্র মন্দির, জেরুশালেমকে পরিণত করেছে ধ্বংসস্তূপে।


আড়ার করো না তোমার শ্রীমুখ তোমার এ দাসের কাছে, দুর্দশাগ্রস্ত আমি, সত্বর আমাকে উত্তর দাও।


আমার মুক্তি ও গৌরব ঈশ্বরেরই দান, ঈশ্বরই আমার আশ্রয়, সুদৃঢ় শৈল।


দীন ও দুঃখী আমি, তবু ধন্য আমি তোমার কৃপায়। হে আমার আরাধ্য ঈশ্বর, তুমি অগতির গতি, তুমিই আমার পরিত্রাতা, করি নিবেদন, সত্ত্বর হও আমায় সাহায্য দানে।


তুমি কি আমার অপরাধ ক্ষমা করতে পার না? আমার অধর্মের মার্জনা কি নেই তোমার কাছে? অচিরেই আমি কবরে শায়িত হব, তুমি আমার সন্ধান করবে, কিন্তু তখন আর থাকবে না আমার অস্তিত্ব।


আমার ঈশ্বর, আমার সুদৃঢ শৈল, আমি তাঁরই শরণাগত। তিনিই আমার ঢাল, আমার পরিত্রাতা, আমার সুউচ্চ নিরাপদ আশ্রয়।


তুমি উদ্ধার না করলে ওরা সিংহের মত ছিনিয়ে নিয়ে যাবে আমায়, চিঁড়ে ফেলবে টুকরো টুকরো করে, বাঁচাবার কেউ থাকবে না তখন।


হে আমার ঈশ্বর, আমি নিয়েছি তোমারই শরণ। লজ্জিত হতে দিও না আমায়, আমার বিরোধীদের করতে দিও না উল্লাস।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন