Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 31:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 শত্রুর উপহাসের পাত্র আমি, প্রতিবেশীর কাছে বিভীষিকা, পরিচিতজনের সন্ত্রাস আমি, সকলে পালায় ত্রাসে আমায় দেখে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 আমার সকল দুশমন কাছে আমি নিন্দাস্পদ, আমার প্রতিবেশীদের কাছে অতিশয় নিন্দাপাত্র, ও আমার পরিচিতদের কাছে ভয়ঙ্কর হয়েছি; পথে আমাকে দেখে লোকেরা পালিয়ে গেছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 আমার সব শত্রুর কারণে, আমি আমার প্রতিবেশীদের ঘৃণার পাত্র, আর আমার ঘনিষ্ঠ বন্ধুদের কাছে ভয়ংকর হয়েছি— যারা পথে আমাকে দেখে তারা আমার কাছ থেকে পালিয়ে যায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 আমার সকল শত্রু হেতু আমি নিন্দাস্পদ, আমার প্রতিবাসীদের কাছে অতিশয় নিন্দাস্পদ, ও আমার পরিচিতদের কাছে ভয়ঙ্কর হইয়াছি; পথে আমাকে দেখিয়া লোকেরা পলায়ন করিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 শত্রুরা আমায় ঘৃণা করছে। আমার প্রতিবেশীরাও আমায় ঘৃণা করছে। সমস্ত আত্মীয়রা আমার সঙ্গে রাস্তায় দেখা করে। তারা আমাকে ভয় পায় এবং এড়িয়ে চলে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 কারণ আমার সব শত্রুদের জন্য লোকেরা আমাকে ঘৃণা করে; প্রতিবেশীদের কাছে ঘৃণার বিষয়, পরিচিতজনের সন্ত্রাস আমি, যারা আমাকে রাস্তায় দেখে তারা আমার কাছ থেকে পালায়।

অধ্যায় দেখুন কপি




গীত 31:11
24 ক্রস রেফারেন্স  

আমার ব্যাধির জন্য আমার স্বজন ও বন্ধুরা আজ দূরে সরে গেছে, সহচরেরা হয়েছে দূরবর্তী


আমার বন্ধুদের কাছ থেকে তুমি বিচ্ছিন্ন করেছ আমায়, করেছ ঘৃণাস্পদ তাদের কাছে, আমি অবরুদ্ধ, নেই কোন মুক্তির পথ।


কিন্তু এ সমস্ত এই জন্যই ঘটল যাতে নবীদের লেখা শাস্ত্রবচন পূর্ণ হয়। শিষ্যেরা তখন সকলে তাঁকে ত্যাগ করে পালিয়ে গেলেন।


আমার ঘনিষ্ঠ বন্ধুদেরও তুমি সরিয়ে নিয়েছ দূরে, অন্ধকারই আজ আমার একমাত্র সাথী।


জাতিবৃন্দের ঘৃণার পাত্র, শাসকবর্গের ভৃত্য ও মানুষের অবজ্ঞার পাত্র সেই ব্যক্তিকে ইসরায়েলের মুক্তিদাতা পবিত্রতম ঈশ্বর বলেন, নৃপতিবৃন্দ তোমাকে দেখে সসম্ভ্রমে উঠে দাঁড়াবে, রাজপুরুষেরা প্রণিপাত করবে তোমায় সসম্মানে। পবিত্রতম প্রভু পরমেশ্বর মনোনীত করেছেন তাঁর দাসকে তিনি রক্ষা করেন তাঁর প্রতিশ্রুতি।


এভাবেই ওদের পতন হবে, ওদের রসনাই ডেকে আনবে ওদের সমূহ সর্বনাশ ওদের দুর্দশা দেখে সকলে করবে উপহাস।


খ্রীষ্টের নামের জন্য তোমরা যদি অপমানিত হও তাহলে তোমরা ধন্য, কারণ ঈশ্বরের গৌরবোজ্জ্বল আত্মা তোমাদের উপরে অধিষ্ঠিত।


সুতরাং এস, আমরাও তাঁর অপমানের বোঝা বহন করে ছাউনির বাইরে তাঁর কাছে যাই।


কেউ কেউ বিদ্রূপ, কশাঘাত, এমন কি শৃঙ্খলিত হয়ে কারাবরণ করেছেন।


প্রথমবার যখন আমার বিচার হয় তখন কেউ আমার পক্ষে দাঁড়ায়নি। সকলেই আমায় পরিত্যাগ করেছিল। ঈশ্বর যেন তাদের অপরাধ না নেন।


খ্রীষ্ট নিজের কথা চিন্তা করেননি, শাস্ত্রে আছে, ‘তোমাকে যারা অপমান করেছে, তারা আমাকেই করেছে অপমানিত।’


শিষ্যেরা তখন সকলে তাঁকে ফেলে পালিয়ে গেলেন।


তখন তিনি অভিশাপ দিয়ে ও শপথ করে বলতে লাগলেন, আমি ঐ লোকটাকে চিনিই না। তখনই মোরগ ডেকে উঠল।


কারণ পুত্র পিতাকে তুচ্ছজ্ঞান করে, কন্যা মাতার ও পুত্রবধূ শাশুড়ীর বিরুদ্ধাচরণ করে, মানুষের নিজের পরিবারই তার শত্রু হয়ে দাঁড়িয়েছে।


তোমার ভাইয়েরা, তোমার পরিজনেরা বিশ্বাসঘাতকতা করেছে তোমার সঙ্গে, সোচ্চার হয়েছে তারা তোমার বিরুদ্ধে, হাত মিলিয়েছে তোমার আক্রমণকারীদের সাথে। বিশ্বাস করো না তাদের, এমনকি মধুর কথাতেও করো না বিশ্বাস।


কিন্তু আমি তো মানুষ নই, কীটানুকীট, অবজ্ঞা ও ঘৃণার পাত্র।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন