Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 30:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 সুখের দিনে আমি বলেছিলাম: আমি কখনও হব না বিচলিত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 আমার সুখাবস্থায় আমি বলেছিলাম, আমি কখনও বিচলিত হব না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 যখন আমি নিরাপদ বোধ করেছিলাম, আমি বলেছিলাম, “আমি কখনও বিচলিত হব না।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 আমার সুখাবস্থায় আমি বলিয়াছিলাম, আমি কখনও বিচলিত হইব না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 যখন নিশ্চিন্তে ও নিরাপদে ছিলাম আমি ভেবেছিলাম কিছুই আমাকে আঘাত করতে পারবে না!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 আমি বিশ্বাসে বললাম, আমি কখনও বিচলিত হব না।

অধ্যায় দেখুন কপি




গীত 30:6
12 ক্রস রেফারেন্স  

আমাকে ধরে রাখ তাহলে আমি উদ্ধার পাব, সর্বদা মেনে চলব তোমার অনুশাসন।


এই পরমাশ্চর্য দিব্যদর্শনের জন্য আমি যাতে অতিমাত্রায় অহঙ্কার না করি তাই আমার দেহে একটি কাঁটা বেঁধান হয়েছে। শয়তানের দূতের মতই তা আমাকে যন্ত্রণা দেয় যেন আমি মাত্রা ছাড়িয়ে না যাই।


তখন আমি নিজের আত্মাকে বলব, এবার ‘বহু বৎসরের জন্য প্রচুর সম্পদ সঞ্চয় করা হয়েছে। এবার আমি বিশ্রাম করব, খাব-দাব, স্ফূর্তি করব।’


প্রভুকে নিয়ত আমি রাখি সম্মুখে তিনি আছেন পাশে আমার, আমি হব না বিচলিত।


তিনি আপন মনে বললেন, অপূর্ব এই ব্যাবিলন! অনুপম আমার এই রাজধানী। আমারই হাতে গড়া। আমার বৈভব, আমারই পরাক্রমের নিদর্শনস্বরূপ আমি একে গড়ে তুলেছি। এ আমারই গৌরব ঘোষণা করে।


এরা বলে, এস, সুরা এনে যত পারি পান করি। কালকের দিনটি আজকের মত ভালই কাটবে, হয়তো বা আরও ভাল কাটবে।


ভেবেছিলে, তুমি চিরদিন থাকবে রাণী হয়ে, ভ্রূক্ষেপ করনি তাই এ সবের দিকে, অথবা, ভাব নি কখনও কি এর পরিণাম।


ঋণের বিনিময়ে যে নেয় না কোন সুদ, নির্দোষের বিরোধিতা করে না উৎকোচের বিনিময়ে। এমন যে মানুষটি সে কখনও হবে না বিচলিত।


সে ভাবে: পতন আমার হবে না কখনও বিপদে আমি পড়ব না কোন দিন।


চোখের জলে যে বীজ বুনতে যায় আনন্দগানে মুখর হয়ে সে নিশ্চয়ই ফিরে আসবে ঘরে শস্যের বোঝা নিয়ে।


ক্ষণিকের জন্য আমি তোমায় করেছিলাম পরিত্যাগ, কিন্তু ফিরিয়ে আনব আবার গভীর ভালবাসায়


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন