Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 30:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 হে প্রভু, পাতাল থেকে তুমি ফিরিয়ে এনেছ আমার প্রাণ, অধোলোক থেকে করেছ উদ্ধার জীবন আমার।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 হে মাবুদ, তুমি পাতাল থেকে আমার প্রাণ উত্তোলন করেছ, তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ, যেন গর্তে নেমে না যাই।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 তুমি, হে সদাপ্রভু, আমাকে পাতালের গর্ভ থেকে উত্তোলন করেছ; তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ যেন মৃত্যুর গর্তে পড়ে না যাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 সদাপ্রভু, তুমি পাতাল হইতে আমার প্রাণ উত্তোলন করিয়াছ, তুমি আমাকে বাঁচাইয়া রাখিয়াছ, যেন গর্ত্তে নামিয়া না যাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 আপনি আমায় কবর থেকে টেনে তুলেছেন। আপনি আমায় বাঁচতে দিয়েছেন। মৃত্যু-লোকের মৃত মানুষদের সঙ্গে আমাকে থাকতে হয় নি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 সদাপ্রভুু, তুমি আমার প্রাণকে পাতাল থেকে নিয়ে এসেছ; আমাকে জীবিত রেখেছ যেন কবরে না যাই।

অধ্যায় দেখুন কপি




গীত 30:3
13 ক্রস রেফারেন্স  

কত না অপার তোমার করুণা আমার প্রতি মৃত্যুলোক থেকে তুমি উদ্ধার করেছ আমার প্রাণ।


হে প্রভু, আমার আশ্রয়গিরি আমি তোমাকেই ডাকি, বধির হয়ো না আমার ডাকে। যদি তুমি আমায় না দাও সাড়া আমার দশা হবে সেই পাতালগামীর মত।


জানি, তুমি আমায় মৃত্যুলোকে দেবে না বিসর্জন, যেখানে তুমি নেই সেখানে ভক্তকে তোমার দেবে না যেতে কোনদিন।


তুমি মরণের হাত থেকে আমার প্রাণ, অশ্রুক্ষরণ থেকে আমার নয়ন, পতন থেকে আমার চরণ যুগল করেছ রক্ষা সযতনে।


হে ঈশ্বর, যদিও তুমি আমাকে করেছ বহু সঙ্কট ও দুর্দশার সম্মুখীন, তবু তুমিই আবার আমায় করবে সঞ্জীবিত, করবে পুনরুত্থিত পাতাল থেকে।


মৃত্যুর গ্রাস থেকে তুমি উদ্ধার করেছ আমায়, রক্ষা করেছ পরাজয়ের কবল থেকে। তাই আমি বাস করছি আজ ঈশ্বরের সান্নিধ্যে, জীবনের উদ্ভাসিত জ্যোতির মাঝে।


তিনি কবরে যাওয়া থেকে আমাকে রেহাই দিয়েছেন, আমি জীবনে আবার আলো দেখতে পাব।


তাঁর আজ্ঞায় তারা সুস্থ হয়, বিনাশের গহ্বর থেকে তাদের তিনি করেন উদ্ধার।


তোমারই জন্য হে প্রভু পরমেশ্বর শুধু তোমারই জন্য আমি বাঁচতে চাই আরোগ্য দাও প্রভু জীবন দাও আমায়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন